উত্তর হোয়াংঘে প্রদেশ

স্থানাঙ্ক: ৩৮°৩০′২৩.০″ উত্তর ১২৫°৪৫′৩৪.৯″ পূর্ব / ৩৮.৫০৬৩৮৯° উত্তর ১২৫.৭৫৯৬৯৪° পূর্ব / 38.506389; 125.759694
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উত্তর হোয়াংঘে প্রদেশ
황해북도
প্রদেশ
কোরীয় প্রতিলিপি
 • হাঙ্গুল
 • হাঞ্জা
 • ম্যাক্কিউন-রাইশাওয়াHwanghaebuk-to
 • সংশোধিত রোমাণিকরণHwanghaebuk-do
উত্তর হোয়াংঘে প্রদেশের অবস্থান
স্থানাঙ্ক: ৩৮°৩০′২৩.০″ উত্তর ১২৫°৪৫′৩৪.৯″ পূর্ব / ৩৮.৫০৬৩৮৯° উত্তর ১২৫.৭৫৯৬৯৪° পূর্ব / 38.506389; 125.759694
দেশউত্তর কোরিয়া
অঞ্চলহাইসো
রাজধানীসারিওন
উপবিভাগ২টি শহর, ১৮টি কাউন্ট
সরকার
 • পার্টি কমিটির চেয়ারম্যানরিয়াং জং-হুন[১] (ডাবলুপিকে)
 • ডাবলুপিকের প্রাদেশিক কমিটিপাক চ্যাং-হো[২]
আয়তন
 • মোট৮,১৫৪ বর্গকিমি (৩,১৪৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০০৮)
 • মোট২১,১৩,৬৭২
 • জনঘনত্ব২৬০/বর্গকিমি (৬৭০/বর্গমাইল)
উপভাষাহোয়াংহে উপভাষা

উত্তর হোয়াংঘে প্রদেশ ( Hwanghaebuk-to ;কোরীয় উচ্চারণ: [ɸwa̠ŋ.ɦɛ.buk̚.t͈o̞] , আক্ষরিক অর্থ "উত্তর হলুদ সাগর প্রদেশ") উত্তর কোরিয়ার একটি প্রদেশ। ১৯৫৪ সালে পূর্বতন হোয়াংহে প্রদেশটি ভেঙে উত্তর হোয়াংঘে এবং দক্ষিণ হোয়াংহে প্রদেশ তৈরি করা হয়। এর রাজধানী সারিওন। প্রদেশটির উত্তরে পিয়ংইয়ং এবং দক্ষিণ পিয়ংআন, পূর্বে কাংওন, দক্ষিণে কায়সং শিল্প অঞ্চল এবং দক্ষিণ কোরিয়ার গেয়ংগি প্রদেশ এবং দক্ষিণ-পশ্চিমে দক্ষিণ হোয়াংহে অবস্থিত। ২০০৩ সালে কায়সং প্রত্যক্ষ শাসিত শহর (কায়েসং চিখালসি) কায়পুং কাউন্টি হিসাবে উত্তর হোয়াংঘের সাথে যুক্ত হয়। পরবর্তীতে, ২০১৯ সালে, এটি বিশেষ শহর (কায়েসং তুকপিয়োলসি) হিসাবে উন্নীত হয়। এভাবে এটি উত্তর হোয়াংঘে থেকে পৃথক হয়ে যায়।

প্রশাসনিক বিভাগ[সম্পাদনা]

উত্তর হোয়াংঘে ২টি শহর ("সাই") এবং ১৮টি কাউন্টিতে ("কুন") বিভক্ত। এর মধ্যে তিনটি কাউন্টি (চুংহওয়া, কঙনাম এবং সাংওন)-কে ২০১০ সালে পিয়ংইয়ং থেকে বিভক্ত করে এই প্রদেশের সাথে যুক্ত করা হয়েছিল।[৩] যদিও পরবর্তীতে কঙনামকে ২০১১ সালে আবার পিয়ংইয়ংয়ের সাথে যুক্ত করা হয়। [৪]

উত্তর কোরিয়ার উত্তর হুয়াংহাই প্রদেশের কোকসানের কাছে ল্যান্ডস্কেপ।

শহর[সম্পাদনা]

কাউন্টি[সম্পাদনা]

  • চুংঘওয়া কাউন্টি
    중화군/
  • হোয়াংজু কাউন্টি
    황주군/
  • কোকসান কাউন্টি
    곡산군/
  • কুমচন কাউন্টি
    금천군/
  • পংসান কাউন্টি
    봉산군/
  • পিয়ংসান কাউন্টি
    평산군/
  • রিনসান কাউন্টি
    린산군/인산군/
  • সাংওয়ান কাউন্টি
    상원군/
  • সিংয়ে কাউন্টি
    신계군/
  • সিনপিয়ং কাউন্টি
    신평군/
  • সোহুং কাউন্টি
    서흥군/
  • সুয়ান কাউন্টি
    수안군/
  • সঙহো কাউন্টি 승호군 / 勝湖郡
  • তোসান কাউন্টি
    토산군/
  • আনপা কাউন্টি
    은파군/
  • ইয়নসান কাউন্টি
    연산군/
  • ইয়নটান কাউন্টি
    연탄군/

পরিবহন[সম্পাদনা]

উত্তর হোয়াংহে পিয়ংবু রেলওয়ে লাইন (দক্ষিণ কোরিয়ায় "কিয়ংউই লাইন" নামে পরিচিত), যা তত্ত্বীয়ভাবে পিয়ংইয়ং থেকে পুসান পর্যন্ত বিস্তৃত হওয়ার কথা; তবে, বাস্তবে, কোরীয় অসামরিকীকৃত অঞ্চল অবধি লাইনটি সংক্ষিপ্ত করে ফেলা হয়েছে, দ্বারা সমগ্র দেশের সাথে সংযুক্ত রয়েছে। এতে বেশ কয়েকটি বড় মহাসড়ক দ্বারা আসা যায়, এদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো পিয়ংইয়ং-কাইসং মোটরওয়ে

শিক্ষা[সম্পাদনা]

উত্তর হোয়াংহাইতে বেশ কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যাদের সবগুলোই সরকার কর্তৃক পরিচালিত। এদের মধ্যে রয়েছে কাই উং সাং সারিওন কৃষি বিশ্ববিদ্যালয়, সারিওন ভূতত্ত্ব বিশ্ববিদ্যালয় এবং সারিওয়ান শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়

সংস্কৃতি[সম্পাদনা]

ঐতিহাসিক নিদর্শন[সম্পাদনা]

উত্তর হোয়াংঘেতে অনেক ঐতিহাসিক নিদর্শন রয়েছে, কারণ কোরীয় রাজবংশের রাজধানী কাইসংয়ে অনেক বিখ্যাত ঐতিহাসিক ধ্বংসাবশেষের ভাণ্ডার রয়েছে, যেটি এই প্রদেশের অন্তর্ভুক্ত। এই প্রদেশে কোরীয় রাজাদের অনেকের সমাধিও রয়েছে, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে রাজা তাইজো এবং কংমিনের সমাধি; যদিও অন্যগুলি কাইসং এবং কাইপুং কাউন্টি জুড়ে বিস্তৃত। কাইংয়ে কোগুরিও-যুগের তাইহুংসান দুর্গও রয়েছে, যা বিখ্যাত কোয়ানুম মন্দিরকে পরিবেষ্টন করে ওরাজ্যের রাজধানী পিয়ং ইয়ংকে রক্ষার জন্য নির্মান করা হয়েছিলো। সারিউইনের কাছেই বিখ্যাত জংবাংসান দুর্গ যা পিয়ংইয়ং-এর প্রতিরক্ষার জন্য নির্মিত আরেকটি কোগুরিও ঘাঁটি। এই দুর্গটি ৯ম শতাব্দীর সোংবুলসা বৌদ্ধ মন্দিরকে ঘিরে তৈরি করা হয়েছিলো যেটি দেশের অন্যতম প্রাচীন এবং সবচেয়ে মনোরম।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Organizational Chart of North Korean Leadership" (পিডিএফ)। Seoul: Political and Military Analysis Division, Intelligence and Analysis Bureau; Ministry of Unification। জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৮ 
  2. "Supreme Leader Kim Jong Un Inspects Rebuilt Kangbuk-ri, Kumchon County, North Hwanghae Province"। Pyongyang: Rodong Sinmun। সেপ্টেম্বর ২০২০। ২০২১-১১-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২০ 
  3. "Pyongyang now more than one-third smaller; food shortage issues suspected", Asahi Shimbun, ২০১০-০৭-১৭, সংগ্রহের তারিখ ২০১০-০৭-১৯ 
  4. "Kangnam moved into Pyongyang" 

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:Regions and administrative divisions of North Korea