উইলিস রডনি হুইটনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইলিস রডনি হুইটনি
Whitney as a MIT faculty member
জন্মঅগাস্ট ১১, ১৯৬৮
মৃত্যু৯ জানুয়ারি ১৯৫৮(1958-01-09) (বয়স ৮৯)
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি
লিপজিগ বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণজেনারেল ইলেকট্রিক
পুরস্কারউইলার্ড গিবস অ্যাওয়ার্ড (১৯১৬)
পার্কিন মেডেল (১৯২১)
আইইই এডিসন মেডেল (১৯৩৪)
পবলিক ওয়েলফেয়ার মেডেল (1937)
John Fritz Medal (1943)
আইআরআই মেডেল (১৯৪৬)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্ররসায়ন
প্রতিষ্ঠানসমূহম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি

উইলিস রডনি হুইটনি একজন মার্কিন রসায়নবিজ্ঞানী।

জীবনী[সম্পাদনা]

হুইটনি ১৮৬৮ সালের ১১ অগাস্ট নিউ ইয়র্কের জেমসটাউনে জন্মগ্রহণ করেন। তিনি ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ১৮৯০ সালে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। তিনি এখানে ১৮৯২ সাল পর্যন্ত রসায়নের সহকারী ইন্সট্রাক্টর হিসেবে কাজ করেন। তিনি লিপজিগ বিশ্ববিদ্যালয় থেকে ১৮৯৬ সালে ফ্রেডরিখ উইলহেল্ম অসওয়াল্ড এর অধীনে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

সদস্য[সম্পাদনা]

পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Public Welfare Award"। National Academy of Sciences। ২৯ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১১