উইকিপিডিয়া:মিডিয়া কপিরাইট প্রশ্ন/শীর্ষ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


কীভাবে কোনো চিত্রের পাতায় কপিরাইট ট্যাগ যুক্ত করবেন
  1. ফাইলের বর্ণনা পাতায় (যেখানে চিত্র: দিয়ে পাতা/ফাইল শুরু হয়েছে ), সম্পাদনা করুন অংশে ক্লিক করুন।
  2. উইকিপিডিয়া:ছবি কপিরাইট ট্যাগ থেকে উপযুক্ত ট্যাগ বাছাই করে নিন।
  3. আপনি যে ট্যাগটি বাছাই করবেন (যদি আপনি {{GFDL-self}})ট্যাগটি বাছাই করেন, সাথে অবশ্যই {{ আগে ও পরে }} দিতে ভুলবেন না) সেটি বর্ণনার শেষে যুক্ত করুন।
  4. সংরক্ষণ-এ ক্লিক করুন
  5. এছাড়াও আপনার আরও কিছু প্রশ্ন যদি থাকে নিচের "কীভাবে এখানে প্রশ্ন করবেন" থেকে জেনে নিন।
কীভাবে এখানে প্রশ্ন করবেন
  1. নতুন প্রশ্ন করার জন্য উপরের "কোনো প্রশ্ন জিজ্ঞাসার থাকলে এখানে ক্লিক করুন"
  2. দয়া করে প্রশ্ন লেখার পর চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা(~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন;
  3. এই পাতাটিকে নজরে রাখুন ও আপনার প্রশ্নের উত্তরের অপেক্ষা করুন।
  4. দয়া করে এখানে কোনও ই-মেইলের ঠিকানা দেবেন না। ই-মেইলে আপনাকে উত্তর দেওয়া হবে না, উত্তর এখানেই দেওয়া হবে।