উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ/Mahfouzbot

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Mahfouzbot[সম্পাদনা]

অবদানসম্পাদনা সংখ্যাবৈশ্বিক সম্পাদনা সংখ্যালগবাধা দানবাধাদানের লগঅধিকার লগফ্ল্যাগ অনুমোদন

  • নাম: Mahfouzbot
  • পরিচালক: Safi Mahfouz
  • কাজ: ১: খালি পাতায় অপসারণ ট্যাগ লাগানো।

২: কোন পাতায় শুধু ইংরেজি কয়েকটা শব্দ থাকলে পাতার শুরুতে কাজ চলছে ট্যাগ লাগানো। এবং প্রণেতাকে কাজ চলছে ট্যাগের ব্যবহারবিধি জানানো। ৩ দিন পর পর্যন্ত কোন পরিবর্তন না হলে দ্রুত অপসারন ট্যাগ লাগানো।

  • প্রোগ্রামিং ভাষা: পাইথন
  • সম্পাদনার মোড: স্বয়ংক্রিয়
  • সম্পাদনার হার: অনির্দিষ্ট
  • বিস্তারিত: যেহেতু উক্ত সম্মানসূচক শব্দ ব্যবহার করা সমীচীন নয় তাই বট তা অপসারণ করবে, এবং খালি নিবন্ধে অপসারণ ট্যাগ লাগাবে।

🇧🇩সাফী মাহফূজ🇧🇩 (বলুন শুনছি) ১০:৪৩, ৬ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আলোচনা[সম্পাদনা]

  • আপনার বটটিকে  সমর্থন। চির শুভার্থী,Ppt2003
  • বট কীভাবে বিভিন্ন সম্মানসূচক শব্দ নির্দিষ্ট করবে ও সরাবে? মানে বট কীভাবে বুঝবে কোন বাক্য থেকে এগুলি সরাতে হবে। কারণ যদিও সম্মানসূচক শব্দ ব্যবহার অনুচিত কিন্তু কিছু ক্ষেত্রে তার ব্যবহার বৈধ বা গ্রহণযোগ্য। এটা যদি "অনুসন্ধান ও প্রতিস্থাপন" পদ্ধতিতে করা হয়, তবে সম্মানসূচক শব্দ বট দিয়ে অপসারণে না বলব। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৫০, ১৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: হযরত বা (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম/ আলাইহি ওয়া সাল্লাম/ রাদিয়াল্লাহু তায়ালা আনহু) ইত্যাদি শব্দ থাকলে বট তা পরিস্কার করবে, কেননা এটা হাত দ্বারা করা মুশকিল। আর ২৫ জন নবীর নামের শুরুতে হযরত শেষে (আ:/আলাইহিস সালাম/ আলাইহি ওয়া সাল্লাম) থাকলে নবীর নামটা রেখে সম্মান সূচক শব্দ অপসারন করবে। আল্লাহ তায়ালা/ মহান রব্বুল আলামিন ইত্যাদি শব্দ কেটে আল্লাহ শব্দ থাকবে। আর যেকোন খালি নিবন্ধে দ্রুত অপসারন প্রস্তাবনা' ট্যাগ যোগ করবে, আর প্রণেতাকে জানাবে।মুহাঃ সাফী মাহফূজ (বলুন) ১৭:৩৪, ১৬ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
আমার প্রশ্ন বুঝতে পারেন নি সম্ভবত, আমার প্রশ্ন ছিল বট কীভাবে বুঝবে কোন বাক্য থেকে এগুলি সরাতে হবে? যেমন ধরুন তথ্যছকের শুরুতে, নিবন্ধের সূচনায় পদমর্যাদা, সন্মানীয় নাম, উপাধি গ্রহণযোগ্য। এখন বট কীভাবে বুঝবে এই অংশ থেকে এগুলি সরাতে হবে না কিন্তু অন্য অংশ থেকে সরাতে হবে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৪৬, ১৬ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: ভিন্ন প্রসঙ্গ: এমন কি কোন পদ্ধতি আছে যে, যার মাধ্যমে বট বুঝবে যে, এখানে পরিবর্তন করা যাবেনা? যদি না থাকে তবে স্বয়ংক্রিয় ভাবে অপ্রজোয্য স্থান থেকে সম্মান সূচক শব্দ সরানোর আর কি কোন পদ্ধতি রয়েছে? -->মুহাঃ সাফী মাহফূজ (বলুন) ১৮:২২, ১৬ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: আমি প্রথমটি বাদ দিলাম। পরের দুটির দিকে দয়া করে লক্ষ্য করুন।মুহাঃ সাফী মাহফূজ (বলুন) ০৭:৩৫, ১৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
ইংরেজি কয়েকটা শব্দ থাকলে পাতার শুরুতে কাজ চলছে ও পরে কাজ না হলে অপসারণ ট্যাগ লাগাতে সমস্যা দেখি না। কিন্তু সমস্যা হল কোন নিবন্ধকে খালি বলা হবে। কারণ অতীতে আলোচনা করে সিদ্ধান্তে আসা যায়নি। প্রস্তাব এসেছিল ১৫০ শব্দের কমকে খালি হিসেবে মুছে ফেলা। নানা কারণে আমি নিজেই তাতে আপত্তি জানিয়েছিলাম। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:০৬, ১৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: খালি নিবন্ধ বলতে অল্প শব্দের নিবন্ধ বোঝাইনি। বরং যেই সকল নিবন্ধে একটা লেখাও নেই। সেই সকল নিবন্ধে দ্রুত অপসারনের প্রস্তাবনা ট্যাগ লাগাবে। মুহাঃ সাফী মাহফূজ (বলুন) ০৬:০২, ১৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Safi Mahfouz: এডিটাইন উপলক্ষে অনেক নতুন ব্যবহারকারী একেবারে খালি নিবন্ধ করে। (টেস্ট করার জন্য)। এক্ষেত্রে অপসারণ প্রস্তাবনা দেওয়া হলে নতুন ব্যবহারকারীরা অনুৎসাহিত হবে। - ওয়াইস আলাপ ১১:৫৯, ১৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Owais Al Qarni: ভাই! ব্যপারটা বুঝেছি। তবে একটা ভাল দিকও আছে। একজন (নতুন) ব্যবহারকারী যখন দেখবে, খালি নিবন্ধ তৈরি করায় দ্রুত অপসারণ ট্যাগ যুক্ত হয়েছে, তখন বুঝবে যে, খালি নিবন্ধ তৈরি করা নীতিবিরুদ্ধ। আর প্রথমবারেই সে সংশোধন হয়ে যাবে এবং ভবিষ্যতে আর এমন করবেনা। তাছাড়া এডিটাথনের হোমপেজে স্পষ্ট করে লেখা আছে, জমা দেওয়ার উদ্দেশ্যে তৈরি করতে থাকলে শুরুতে কাজ চলছে/....... ট্যাগ যুক্ত করতে হবে। আর উক্ত ট্যাগ যুক্ত না করার কারণে অপসারণ ট্যাগ যুক্ত হলে এটা বটের ভুল নয়, বরং নিবন্ধক/ব্যবহারকারীর ভুল। আর ভুল সংশোধন করাই বটের কাজ। আশা করি বুঝতে পেরেছেন।মুহাঃ সাফী মাহফূজ (বলুন) ১৫:২৭, ১৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

খালি নিবন্ধে সাথে সাথে ট্যাগ না লাগিয়ে, দুই-তিন দিনের পুরনো খালি (যাতে ১০০-১৫০ শব্দও নাই এমন) নিবন্ধে ট্যাগ লাগানো যায়। বট দিয়ে কিছু পরীক্ষামূলক সম্পাদনা করুন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৪০, ২০ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]