উইকিপিডিয়া:অধিকারের আবেদন/ব্যর্থ/রোলব্যাক/২০১৯

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Meghmollar2017[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

উইকিপিডিয়ার নিবন্ধ রক্ষণাবেক্ষণ ও সমৃদ্ধকরণের জন্য অধিকারটি আমায় সহায়তা করবে বলে আশা করছি। -- আদিভাই (আলাপ) ১৭:৩৪, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়নি আপনার করা স্বয়ক্রিয় পরীক্ষকের আবেদনটি গৃহীত হয়েছে কিন্তু এই অধিকারটি এখনি দিতে পারছি না কারণ আমি আপনার গত কয়েকমাসের সম্পাদনা পর্যবেক্ষণ করে কোন রিভার্ট করা বা পূর্বাবস্থায় ফিরে যাওয়া এমন সম্পাদনা দেখিনি। দয়া করে, ধ্বংসপ্রবণ সম্পাদনাগুলো পূর্বাবস্থায় নিতে সাহায্য করুন এবং বেশ কিছু কিছুদিন করার পর আশাকরি অভিজ্ঞ হয়ে যাবেন। তখন আবেদন করুন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:০৭, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@NahidSultan: গত কয়েক মাসে রিভার্ট কিংবা পূর্বাবস্থায় ফেরত নেওয়ার কোনো কাজ করিনি, কারণ ভেবেছিলাম রোলব্যাকের অধিকার পাওয়ার পর নতুনভাবে কাজ শুরু করব। এ কারণে বিগত কয়েক মাসে অজানা পাতাতেও পরিভ্রমণ করিনি। যাই হোক, স্বয়ংক্রিয় পরীক্ষকের অধিকারটি দেওয়ার জন্য ধন্যবাদ। -- আদিভাই (আলাপ) ০৭:৩৮, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Meghmollar2017: উইকিপিডিয়ার যেকোন অধিকার প্রয়োজন সাপেক্ষে দেওয়া হয় এবং আবেদনের সময় প্রয়োজনীয়তা প্রমাণ করতে হয় যাতে যিনি অধিকারটি দেবেন তিনি নিশ্চিত হন যে, অধিকারটি আসলেই আপনার প্রয়োজন। এবার একটু বিস্তারিতই বলি, আপনি বাংলা উইকিপিডিয়াতে যত সম্পাদনা করেছেন তার মধ্যে রিভার্ট ব্যবহার করেছেন মোট ২০ বার তার মধ্যে ২টি আপনার নিজের করা সম্পাদনায়। বাকী ১৮টি রিভার্ট আপনি গত বছর মে মাসে কয়েকটি, জুন মাসে কয়েকটি আর বাকী দু এ/একটি করেছেন সেপ্টেম্বরে। এখন আপনাকে যদি আমি সিদ্ধান্ত নিতে বলি, তাহলে এক বছরে যিনি শুধু ১৮ বার দু/একটি মাসের কোন নির্দিষ্ট সময় বোতামটি ব্যবহার করেছেন, আপনি কি তার অধিকারটি প্রয়োজন বা দেবেন বলে মনে করেন? ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:২০, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

তৌফিক সুলতান[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

যে কারণে আমি এই অধিকার পেতে ইচ্ছুক উইকিপিডিয়ার বিশাল ও সমৃদ্ধ তথ্যভান্ডারের কাছে আমার জ্ঞানের দীনতা স্বীকার করেই বলছি। আমাদের বাংলা উইকিপিডিয়ায় একই সাথে এডিট করে চলেছে হাজারো অভিজ্ঞ-অনভিজ্ঞ উইকিপিডিয়ান। তাদের এডিটকৃত পেজগুলোকে পরীক্ষা, নিরীক্ষা ও ধ্বংসপ্রবণ সংযোজন বাতিল করতে আপনাদের বেশ বেগ পেতে হয় তা স্পষ্ট। তেমনি আমার এডিটগুলোকে ও পরীক্ষিত হওয়ার জন্য পেরোতে হয় অনেক সময়। আমি উইকিপিডিয়ার নিয়ম-কানুন ও দায়িত্ব সমন্ধে পড়েছি, জেনেছি, বুঝেছি এবং যথেষ্ট অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করেছি। অনেক দিন যাবত উইকিপিডিয়ার সাথে যুক্ত থাকায়। এখন আমি উইকিপিডিয়ার নীতিমালা সম্পর্কে অবগত। বিগত কয়েক বছর যাবত আইপি ঠিকানা থেকে এবং কিছু দিন যাবত তৌফিক সুলতান নামে একাউন্ট থেকে সক্রিয়ভাবে উইকি নিয়ম মেনে পেজ তৈরি ও এডিট করছি, ভবিষ্যতেও করব। আমি আমার দেশপ্রেম থেকে বলছি আমি আমার জ্ঞানের সর্বোচ্চ সীমা পর্যন্ত চেষ্টা চালাব পেজগুলোকে নির্ভুল ও তথ্যবহুল করতে। আমি কথা দিচ্ছি যে কেবলমাত্র ধ্বংসপ্রবণ সংযোজন বাতিল করতে-ই রোলব্যাক ব্যবহার করব। এবং মতান্তর বা সম্পাদনা যুদ্ধের ক্ষেত্রে রোলব্যাক ব্যবহার করব না।আমি রোলব্যাক অধিকার সম্পর্কে পড়েছি এবং উল্লেখযোগ্যতা মানদণ্ড বিবেচনায় আমি নতুন নিবন্ধ তৈরি করছি। এসব করতে গিয়ে বাংলা উইকিপিডিয়ার ধ্বংসপ্রবণতা ও মৌলিক বিষয়বস্তু নীতিমালা সম্পর্কে অবগত হয়েছি। তাছাড়া উইকিপিডিয়াতে কাজকরেতে আমার খুবই ভালো লাগে তাই উইকিপিডিয়া কে আরও সাহায্য সহযোগিতা করার জন্য এবং অভিজ্ঞতা জ্ঞান অর্জনের জন্য আমি এই অধিকার পেতে ইচ্ছুক। তাই যদি আমাকে যোগ্য বলে মনে হয় তবে বাকি উইকিপিডিয়ানদের এর কষ্ট ও ঝামেলা নিরসন হবে, আর উইকিপিডিয়ার সমৃদ্ধির গতি হবে আরো বেশি। আর যদি যোগ্য না হই তবে যোগ্যতা অর্জনের জন্য একটু সময় ও উৎসাহ দিলে খুশি হব।-ধন্যবাদ Towfiq ০৩:৪৮, ৩০ জুলাই ২০১৯ (ইউটিসি)

 করা হয়নি আপনার সম্পাদনা থেকে উপরে আপনার কথায় কোন মিল খুঁজে পাইনি। যদিও অধিকাংশ এ অধিকারের সাথে যায় না তবুও, অন্য সাইট থেকে নিবন্ধ কপি করা, উইকিপিডিয়ার রচনাশৈলী সম্পর্কে ধারণা না থাকা এবং বেশ কিছুদিন ধরে বিভিন্ন ব্যবহারকারী বিভিন্নভাবে আপনাকে সহযোগিতা করছেন কিন্তু একই ভুল বারবার করা ইত্যাদি কারণে আপাতত আপনাকে এই অধিকারটি দেওয়া হল না। এছাড়া, কয়েকদিন আগেই আপনি সবকটি অধিকারের জন্য গণহারে আবেদন করেছিলেন। দয়া করে ১ বছর পর অভিজ্ঞতা অর্জন করলে পুনরায় আবেদন করুন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২০:৫৫, ৩০ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Skh Sourav halder[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

উইকিপিডিয়ার নীতিমালা মেনে বাংলা উইকিপিডিয়াই আমি নিয়মিত অবদান রেখে চলেছে। আমার লেখা নিবন্ধে নতুন ব্যবহারকারী কিংবা আইপি থেকে ব্যবহারকারীদের অনেকে সম্পাদনা করতে গিয়ে ভুল করে ফেলে। তাদের সম্পাদনা একাধিকবার থাকলে স্বাভাবিকভাবে রোলব্যাক অধিকার ছাড়া একটির বেশি সম্পাদনা পূর্বাবস্থায় ফেরত নেয়া সম্ভব হয় না। তাই ধ্বংস প্রবণতা রোধে রোলব্যাক অধিকারের প্রাপ্ত হয়ে আমি রোলব্যাকের সাহায্য ধ্বংস প্রবণতা রোধ করতে পারব।এছাড়া রোলব্যাক নীতিমালা সম্পর্কে আমি অবগত আছি এবং কখন রোলব্যাক ব্যবহার করা প্রয়োজন হয় তা জানা আছে। আশা করি আমার সম্পদনা কাজে সহযোগিতা করতে অধিকারটি দেওয়া হবে। Skh sourav halder (আলাপ) ০৭:৪২, ২৮ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Skh sourav halder: আপনার অ্যাকাউন্ট থেকে টুইংকল ব্যবহার করে আপনি এই কাজটি করতে পারবেন। আপনার পছন্দসমূহ পাতার গ্যাজেট ট্যাব থেকে টুইংকল গ্যাজেটটি সক্রিয় করুন। আর আপনি এখন পর্যন্ত শুধু মাত্র ১৩ টি সংস্করণ প্রত্যাবর্তন করেছন। আপনার আরো অভিজ্ঞ হতে হবে। জনি (আলাপ) ১৭:০১, ২৮ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
সুপ্রিয় হালদার, তোমাকে এসব অধিকার পেতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আশা করি তুমি এরই মধ্যে আরো বেশী বেশী গঠনমূলক কাজ করে আমাদের আস্থা অর্জন করে নেবে। শারদীয় শুভেচ্ছা।ফেরদৌস১২:৩৮, ৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Foysalur Rahman Shuvo[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি উক্ত অধিকারটির জন্য আবেদন করছি এই জন্য যে, আমি অনেক সময় বড় নিবন্ধ যেমন হৃৎপিণ্ডের অস্ত্রোপচার বা হুইস্কির মতো বড় নিবন্ধ সম্পাদনা করতে গিয়ে অযথা ভুল করেছি যা উক্ত অধিকারটি থাকলে সহজেই সমাধান করা সম্ভব। তাছাড়া উক্ত অধিকারটি থাকলে সাম্প্রতিক পরিবর্তনসমূহ, পাতার ইতিহাস, সম্পাদনা পার্থক্য, ব্যবহারকারীর অবদান নজরতালিকায় প্রদর্শিত হবে। যাতে করে এর দ্বারা আমি অনেকক্ষেত্রে উপকৃত হবো বলে মনে করি। উল্লেখ্য আমি মোবাইল ব্যবহার করে উইকিপিডিয়া বাংলায় অবদান রেখে থাকি। আরো উল্লেখ্য আমার স্বয়ংক্রিয় পরিক্ষণ অধিকারটি রয়েছে। যার সঠিক ব্যবহার আপনারা আমার অবদানে দেখতে পাবেন। আমার অধিকার প্রাপ্যতার বিষয়ে প্রশাসকগণ চিন্তা করবেন বলে অনুরোধ রেখে আমি আমার আবেদন শেষ করছি।এফ আর শুভ (আলাপ) ০৯:০৭, ৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Foysalur Rahman Shuvo: আপনি যেই কারণে অধিকারটি চাচ্ছেন সেটি আপনার অ্যাকাউন্ট থেকে টুইংকল ব্যবহার করে আপনি করতে পারবেন। আপনার পছন্দসমূহ পাতার গ্যাজেট ট্যাব থেকে টুইংকল গ্যাজেটটি সক্রিয় করুন। আর আপনি এখন পর্যন্ত শুধু মাত্র ২ টি সংস্করণ বাতিল করেছন যার মধ্যে একটি আপনার নিজের। আমি মনে করি আপনার আরো অভিজ্ঞতার প্রয়োজন। জনি (আলাপ) ০৯:৩১, ৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Foysalur Rahman Shuvo: এই অধিকার দিতে সমস্যা নেই, তবে তার আগে কিছু রোলব্যাক হাত দ্বারা করুন। এই অধিকার দেয়ার আগে দেখা প্রয়োজন আপনি কোন সম্পাদনা রোলব্যাক করতে হবে বা হবে না তা বুঝতে পারছেন। --আফতাবুজ্জামান (আলাপ) ০৪:৫০, ২৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
উপরের মন্তব্যের পর এখন পর্যন্ত করা অবদান পর্যালোচনা করে  করা হয়নি ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১২:০০, ৭ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

শাহরিয়ার ইসলাম আলভী[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি উইকিপিডিয়াতে ধ্বংসপ্রবণতা রোধ করতে চাই। আমার নিজের ভুলেও অনেকসময় এই ধরনের ধ্বংসপ্রবণতা ঘটে থাকে। আমার ডিভাইসটি মোবাইল ডিভাইস। তাই উইকিপিডিয়া এর সকল ফিচার ব্যবহার করতে পারছি না। আমি মনে করি রোলব্যাকার হতে পারলে আমি এই সমস্যা থেকে মুক্তি পাব। শাহরিয়ার স্যার (আলাপ) ১০:১০, ৮ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়নি আপনার অন্য আবেদনেও যেমনটি উল্লেখ করেছি, এই অধিকারটি কীভাবে কাজ করে সে সম্পর্কে আপনার কোন ধারণা নেই বুঝাই যাচ্ছে। এই অধিকার কখন ও কেন দেওয়া হয় এবং এটি আসলে কি কাজে লাগে সে সম্পর্কে দয়া করে জানুন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৩০, ৮ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Shahriar Islam Alvi[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি ধ্বংসপ্রবণতা রোধ করতে চাই। কিন্তু আমি উইকিপিডিয়াতে খুব কম সময় দিতে পারি। তাই আমাকে এই অধিকার দেয়া হলে সাহায্য হত। ~ শাহরিয়ার স্যার (আলাপ) ১১:৫০, ১১ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়নি ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১২:২০, ১১ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Shahriar Islam Alvi[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি বাংলা উইকিপিডিয়ার একজন নিয়মিত সম্পাদক। এছাড়া আমি ব্যবহারকারীদের সুবিধার্থে বিভিন্ন টেমপ্লেট তৈরি করে থাকি। তবে আমার মোবাইলের সমস্যার জন্য অনেক সময়েই সম্পাদনায় ভুল করে ফেলি। তাই আমি রোলব্যাকের অধিকার পেতে ইচ্ছুক। তাছাড়া অনেক সময় দেখা যায় অনেক অনিবন্ধিত ব্যবহারকারী একাধিকবার ধ্বংসপ্রবণতা চালায় বা অসংলগ্ন সম্পাদনা করে। এ সময় রোলব্যাকের অধিকার দরকার হয়। ~ শাহরিয়ার স্যার (আলাপ) ০২:৫৯, ১৭ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

 মন্তব্য@Shahriar Islam Alvi: মনে হচ্ছে এই অধিকার সম্পর্কে আপনার ধারণা নাই। আপনি উইকিপিডিয়া:রোলব্যাক পড়ুন। বিষয়টি না বুঝে কখনোই অধিকারের আবেদন করবেন না। — ইফতেখার নাইম (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
কয়েকবার পড়েছি ভাই — Shahriar Islam Alvi (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
@Shahriar Islam Alvi: বাংলা উইকিপিডিয়ায় নতুন এসে আপনি ভালো অবদান রাখছেন ও তা চালিয়ে যান। তবে আমার মনে হয় আপনার আরো অভিজ্ঞতা প্রয়োজন, কেবল ২০-২৫টি সম্পাদনা হাত দ্বারা রোলব্যাক করেছেন বলে এটি পাবেন না। আপনার কারণে বলা প্রথম দুটি সাথে এটির সম্পর্ক নাই, তৃতীয় যে কারণ বলেছেন সেটাই ঠিক আছে। অনুগ্রহ করে মাস খানেক পর আবার আবেদন করেন। অনেকে উইকিতে এসে কিছু অবদান রেখে অধিকারের আবেদন করে ও পাবার পর নাই হয়ে যায়। আপনি তা নন সেটাও নিশ্চিত হওয়া প্রয়োজন। এই ফাঁকে আপনি আপনার ব্যবহারকারী:Shahriar Islam Alvi/common.js-এ mw.loader.load('//meta.wikimedia.org/w/index.php?title=User:FR30799386/undo.js&action=raw&ctype=text/javascript'); যোগ করে নিতে পারেন যা দিয়ে আপনি মোবাইলে রোলব্যাক করতে পারবেন। --আফতাবুজ্জামান (আলাপ) ০৩:৩৩, ১৭ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
ভাই অনেকেই ধ্বংসপ্রবণ বা প্রচারণামূলক সম্পাদনা করে আরোও সম্পাদনা করে যাতে পূর্বাবস্থায় ফেরত করতে না পারি। এ জন্য রোলব্যাকের অধিকার প্রয়োজন খুবই বেশী। যদি দিয়ে দিতেন। ~ শাহরিয়ার সাহেব (আলাপ) ০৯:১৫, ৩১ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়নি অল্প সময়ে একাধিকবার বিভিন্ন অধিকারের আবেদন সম্প্রদায়ে খুব ভালো চোখে দেখা হয় না। তার উপর না জেনে এরপূর্বে অল্প সময়ে আপনি ৮ ডিসেম্বর স্বয়ংক্রিয় পরীক্ষণ ও রোলব্যাক, ১১ ডিসেম্বর পুনরায় রোলব্যাক এবং ১৭ ডিসেম্বর পুনরায় রোলব্যাকের আবেদন করেছেন। ১০ দিন সময়ের ব্যবধানে আপনি ৪ বার অধিকারের আবেদন করেছেন। এবার ইংরেজি Hat collecting রচনাটি পড়ুন। দয়া করে অবদান রাখতে থাকুন। যেহেতু আপনি অনেকবার আবেদন করে ফেলেছেন তাই আগামী ৩ মাস পূর্বে দয়া করে আর আবেদন করবেন না। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:৩৫, ৩১ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
হ্যাট কালেকটিং নিবন্ধটি কি বাংলায় নেই? অনুবাদ করতে পারি? ~ শাহরিয়ার সাহেব (আলাপ) ০২:৪৬, ১ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Shahriar Islam Alvi: পারেন। আপনি যদি অনু্বাদ করেন (এবং অনুবাদ যদি যান্ত্রিক না হয়) তাহলে অবশ্যই বাংলাউইকির উপকার হবে — Ahmad ০৭:৩৮, ১ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]