ইসরায়েলে নারীবাদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইসরাইলে নারীবাদ দেশের বৈচিত্র্যময় জনসংখ্যাতাত্ত্বিক বিন্যাস এবং দেশের ধর্মের বিশেষ ভারসাম্য ও রাষ্ট্রীয় সমস্যার কারণে সমসাময়িক ইসরায়েলি সমাজে একটি জটিল সমস্যা।[১] ধর্মনিরপেক্ষ ইসরায়েলি নারীদের জন্য নারীর অধিকার ও সমতার জন্য ধারাবাহিক প্রচারাভিযান পশ্চিমা গণতন্ত্রের মতো একই সময়রেখা ও অগ্রগতির প্রতিফলন ঘটায়। নারীবাদের বিষয়টি ইসরায়েলি আরবদের জন্য ফিলিস্তিনি কারণগুলির সাথে দৃঢ় ভাবে যুক্ত এবং সনাতনী ইহুদিদের জন্য, নির্বাচিত নারীর অধিকার ও ইসরায়েলি পার্লামেন্টে মহিলাদের প্রতিনিধিত্ব সম্প্রতি বিতর্কিত বিষয়।

ঐতিহাসিক উন্নয়ন[সম্পাদনা]

প্রথম তরঙ্গ[সম্পাদনা]

ইসরাইলে প্রথম তরঙ্গের নারীবাদের প্রকাশ শুরু হয়েছিল রাজ্য হওয়ার আগে যিশুভ যুগে। এই প্রাথমিক প্রচারাভিযানের মূল ছিল ইসরায়েলি সমাজতন্ত্রের আদর্শ। এই যুগের একটি বৈশিষ্ট্য হল সেই মহিলারা যারা প্রধানত কিবুতজিম এবং শ্রমিক দলগুলির মধ্যে কৃষি শ্রমের ক্ষেত্রে সমান হিসাবে বিবেচিত হতে চেয়েছিলেন।[২] যদিও ইসরায়েলি নারীবাদের প্রথম তরঙ্গ ১৯২০-এর দশক পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি, ১৮৮৬ সালের বিপ্লবের মতো প্রচেষ্টা, যেখানে স্থানীয় মহিলারা যিশুভ প্রতিষ্ঠানে ভোটাধিকার অর্জনের জন্য কাজ করেছিলেন বলে বলা হয় যে এই এলাকায় নারীবাদের উত্থান ঘটেছে।[৩][৪] ১৯২৭ সাল পর্যন্ত নারীরা ইহুদি সম্প্রদায়ের ভোটাধিকার এবং স্থানীয় সরকারে নির্বাচিত ও সেবা করার ক্ষমতা অর্জন করেনি।[৪]

নারীবাদের দ্বিতীয় তরঙ্গ[সম্পাদনা]

দ্বিতীয় তরঙ্গের নারীবাদ ইসরায়েলে প্রকাশ পেতে কিছুটা বেশি সময় নিয়েছিল। একটি নতুন নারী অধিকার আন্দোলনের প্রয়োজনীয়তা সম্পর্কিত প্রশ্ন ১৯৭০-এর দশকের গোড়ার দিকে শুরু হয়েছিল এবং ১৯৭২ সালে ইসরায়েলের প্রথম উগ্র নারী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল। সেই যুগে উল্লেখযোগ্য ঘটনাগুলির মধ্যে রয়েছে রাতজ রাজনৈতিক দল ("নাগরিক আন্দোলন ও শান্তির জন্য আন্দোলন") প্রতিষ্ঠা, যা ১৯৭৩ সালের ইসরায়েলি আইনসভা নির্বাচনে চারটি আসন লাভ করে।[২]

এই সময়ের মধ্যে, মূল প্রাথমিক কর্মীরা ছিলেন ইসরায়েলে বসবাসকারী আমেরিকান ইহুদিরা, যারা ইসরায়েলের প্রধান শহরগুলিতে সচেতনতা বৃদ্ধির সভা আয়োজন করেছিল।[৫]

আইনী প্রতিক্রিয়া[সম্পাদনা]

আইনের অধীনে নারীর সমতার সংগ্রামের স্মরণার্থে ইসরাইল সরকার জাতিসংঘ ও বিশ্বের অন্যান্য দেশগুলি দ্বারা চিহ্নিত আন্তর্জাতিক নারী দিবস পালন করে। কনেসেট নারী ও লিঙ্গ সমতার স্থিতি নিয়ে একটি কমিটি প্রতিষ্ঠা করেছে, যা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ে নারীর মর্যাদা বৃদ্ধি এবং ইসরায়েলি সমাজে লিঙ্গভিত্তিক বৈষম্য মোকাবেলার জন্য কাজ করে।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Feminism in Israel | Women in Israel – a revolution halted?"Fathom। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২০ 
  2. "Feminism in Contemporary Israel | Jewish Women's Archive"jwa.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-১৭ 
  3. "Politics in the Yishuv and Israel"Jewish Women's Archive (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২০ 
  4. Yaron, Joanne (২০১১)। "The Rise of Feminism in Israel"Palestine-Israel Journal of Politics, Economics & Culture। সংগ্রহের তারিখ মার্চ ৩১, ২০২১ 
  5. Feldman, Y. S. (2000). From" The Madwoman in the Attic" to" The Women's Room": The American Roots of Israeli Feminism. Israel Studies, 5(1), 266-286.
  6. "Lexicon of Terms|International Women's Day"www.knesset.gov.il। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২০