ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Institute of Medical Technology
ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি
ধরনপ্রাইভেট মেডিকেল ইনস্টিটিউট
স্থাপিত২০০৫
আচার্যআব্দুল হামিদ
অধ্যক্ষডাঃ মোঃ আবদুল মালেক সরকার
ডিনপ্রফেসর ডা: খান আবুল কালাম আজাদ
ঠিকানা
পুরাতন পল্লবী থানা, সেক্টর ৪, মিরপুর ১২, ঢাকা
, ,
সংক্ষিপ্ত নামIMT
অধিভুক্তিচিকিৎসা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটwww.imt.edu.bd

ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি বাংলাদেশের ঢাকা শহরে অবস্থিত একটি স্নাতক পর্যায়ের বেসরকারী মেডিকেল ইনস্টিটিউট। ২০০৫ সালে এই ইনস্টিটিউটটি প্রতিষ্ঠিত হয়। এ শিক্ষাপ্রতিষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয় এর চিকিৎসা অনুষদের অধিভুক্ত ও এটি চার বছর মেয়াদী বিএসসি ইন হেলথ টেকনোলজি, বিএসসি ইন নার্সিং এবং পাঁচ বছর মেয়াদি বিএসসি ইন ফিজিওথেরাপি ডিগ্রি প্রদান করে থাকে।

ইতিহাস[সম্পাদনা]

২০০৫ সালে প্রতিষ্ঠালাভ করে পর্যায়ক্রমে প্রযুক্তি ও আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ০৩ টি কোর্স ও ১৮০টি আসনে উন্নীত হয়।

ক্যাম্পাস[সম্পাদনা]

মিরপুর ১২-এর সেক্টর ৪-এর পল্লবী পুরাতন থানার কাছে ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি অবস্থিত।

ভর্তি প্রক্রিয়া ও শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

এস.এস.সি ও এইচ.এস.সি অথবা সমমানের পরীক্ষায় পদার্থ, রসায়ন, জীববিজ্ঞানসহ ন্যূনতম দুই (০২) টিতে সর্বমোট জি.পি.এ-৬.০০ (ছয়) প্রাপ্ত (হেলথ টেকনোলজি) এবং জি.পি.এ-৭.০০ (ছয়) প্রাপ্ত (ফিজিওথেরাপি) ,

তবে এস.এস.সি অথবা এইচ.এস.সি কোনটিতেই জি.পি.এ-২.৫০ এর নীচে গ্রহণযোগ্য নয়।

পাশের বছরঃ

বিগত ৩ সালের উচ্চমাধ্যমিক / সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বিদ্রঃ তবে সরকারী নীতিমালা পরিবর্তন সাপেক্ষে ভর্তির নীতিমালা পরিবর্তন হতে পারে।

কোর্স সমূহ[সম্পাদনা]

  • বিএসসি ইন ফিজিওথেরাপি (BScPT)
  • বিএসসি ইন হেলথ টেকনোলজি (BScHT)
  • বিএসসি ইন রেডিওলোজি (ভবিষ্যতে চালু হবে)
  • বিএসসি ইন নার্সিং (BSN)

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]