আ নাইট ইন দ্য শো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আ নাইট ইন দ্য শো
আ নাইট ইন দ্য শো ছবির থিয়েট্রিক্যাল পোস্টার
পরিচালকচার্লি চ্যাপলিন
প্রযোজকজেস রবিনস
রচয়িতাচার্লি চ্যাপলিন
শ্রেষ্ঠাংশেচার্লি চ্যাপলিন
শার্লট মিনিউ
ডি ল্যাম্পটন
এডনা পারভিয়েন্স
লিও হোয়াইট
চিত্রগ্রাহকহ্যারি এনসাইন
সম্পাদকচার্লি চ্যাপলিন
পরিবেশকএসানে স্টুডিওজ
জেনারেল ফিল্ম কোম্পানি
ওয়ার্নার ব্রাদার্স (পুনঃপ্রকাশ)
মুক্তি২০ নভেম্বর, ১৯১৫
১৯১৯ (পুনঃপ্রকাশ)
স্থিতিকাল৩০ মিনিট
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষানির্বাক চলচ্চিত্র
ইংরেজি (মূল অন্তর্লিপি)
আ নাইট ইন দ্য শো

আ নাইট ইন দ্য শো (ইংরেজি: A Night in the Show) ছিল এসানে স্টুডিওজের জন্য নির্মিত চার্লি চ্যাপলিনের ১২শ চলচ্চিত্র। ১৯১৫ সালের হেমন্তে লস এঞ্জেলসের ম্যাজেস্টিক স্টুডিওতে ছবিটি নির্মিত হয়। চ্যাপলিন এই ছবিতে দু’টি চরিত্রে অভিনয় করেন: মিস্টার পেস্ট ও মিস্টার রাওডি। ছবিটি নির্মিত হয় মামিং বার্ডস (মার্কিন যুক্তরাষ্ট্রে আ নাইট অ্যাট অ্যান ইংলিশ মিউজিক হল) নামক নাটকের চ্যাপলিন-কৃত মঞ্চায়ন অবলম্বনে। নাটকটি চ্যাপলিন মঞ্চস্থ করেছিলেন লন্ডনের কারণো কোম্পানির সঙ্গে। ফ্রেড কারণোর নাট্যদলের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরের সময় চ্যাপলিন এই নাটকে অভিনয় করেন এবং এটির কিছু অংশ চলচ্চিত্রায়ণের সিদ্ধান্ত নেন। এডনা পারভিয়েন্স এই ছবিতে একটি অপ্রধান চরিত্রে অভিনয় করেন।

সারসংক্ষেপ[সম্পাদনা]

এক সন্ধ্যায় মিস্টার পেস্ট থিয়েটারে একাধিক আসনে বসার চেষ্টা করেন। শেষে কনডাক্টরের সঙ্গে সংঘাতের পর সামনে বসার সুযোগ পান। ঘটনাচক্রে সেই বিচিত্রানুষ্ঠানের সকল শিল্পীর সঙ্গেই তার সংঘাত বাধে।

কলাকুশলী[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]