আলেরান্দ্রো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলেরান্দ্রো
২০২৩ সালে আলেরান্দ্রো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আলেরান্দ্রো বারা মান্সা রেয়ালিনো দে সুজা
জন্ম (2000-01-12) ১২ জানুয়ারি ২০০০ (বয়স ২৪)
জন্ম স্থান লাভ্রাস, ব্রাজিল
উচ্চতা ১.৭৬ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
রেড বুল ব্রাগান্তিনো
জার্সি নম্বর
যুব পর্যায়
২০১৪–২০১৮ আতলেতিকো মিনেইরো
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৮–২০১৯ আতলেতিকো মিনেইরো ১৮ (২)
২০২০– রেড বুল ব্রাগান্তিনো ২০ (৭)
জাতীয় দল
২০১৭ ব্রাজিল অনূর্ধ্ব-১৭ (১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২:২৮, ১১ জুলাই ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:২৮, ১১ জুলাই ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

আলেরান্দ্রো বারা মান্সা রেয়ালিনো দে সুজা (পর্তুগিজ: Alerrandro; জন্ম: ১২ জানুয়ারি ২০০০; আলেরান্দ্রো এবং আলে এরান্দ্রো নামে সুপরিচিত) হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ব্রাজিলের পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর কাম্পেওনাতো ব্রাজিলেইরো সেরিয়ে আ-এর ক্লাব রেড বুল ব্রাগান্তিনো এবং ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৪ মৌসুমে, মাত্র ১৪ বছর বয়সে, ব্রাজিলীয় ফুটবল ক্লাব আতলেতিকো মিনেইরোর যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে আলেরান্দ্রো ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং এই দলের হয়ে খেলার মাধ্যমেই তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৮ মৌসুমে, আতলেতিকো মিনেইরোর মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, যেখানে তিনি ২ মৌসুম অতিবাহিত করেছেন; আতলেতিকো মিনেইরোর হয়ে তিনি ১৮ ম্যাচে ২টি গোল করেছেন। ২০২০ মৌসুমে, তিনি প্রায় ৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে আতলেতিকো মিনেইরো হতে ব্রাজিলীয় ক্লাব রেড বুল ব্রাগান্তিনোয় যোগদান করেছেন।[১]

২০১৭ সালে, আলেরান্দ্রো ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ব্রাজিলের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

আলেরান্দ্রো বারা মান্সা রেয়ালিনো দে সুজা ২০০০ সালের ১২ই জানুয়ারি তারিখে ব্রাজিলের লাভ্রাসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

আলেরান্দ্রো ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলের হয়ে খেলার মাধ্যমে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৭ সালের ২রা মার্চ তারিখে তিনি ২০১৭ দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে প্যারাগুয়ে অনূর্ধ্ব-১৭ দলের বিরুদ্ধে ম্যাচে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[২][৩] ২০১৭ সালে তিনি ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ২০১৭ দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়লাভ করেছেন, উক্ত প্রতিযোগিতার শেষে ম্যাচে তার দল চিলি অনূর্ধ্ব-১৭ দলকে ৫–০ গোলের ব্যবধানে পরাজিত করে উক্ত প্রতিযোগিতার ইতিহাসে ১২ বারের মতো শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়েছিল।[৪] ব্রাজিলের বয়সভিত্তিক দলের হয়ে তিনি ১ বছরেরও কম সময়ে ৩ ম্যাচে অংশগ্রহণ করে ১টি গোল এবং ১টি শিরোপা জয়লাভ করেছেন। তিনি ২০১৭ সালের ১৭ই মার্চ তারিখে অনুষ্ঠিত ২০১৭ দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ম্যাচে কলম্বিয়া অনূর্ধ্ব-১৭ দলের বিরুদ্ধে ব্রাজিলের বয়সভিত্তিক দলের হয়ে প্রথমবারের মতো গোল করেছেন।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Atlético-MG confirma venda de Alerrandro ao Red Bull Bragantino"UOL। ২৯ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৯ 
  2. "Paraguay - Brazil 1:1 (U17 Campeonato Sudamericano 2017 Chile, Group B)"worldfootball.net (লাতিন ভাষায়)। ২০২০-১১-২৭। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১১ 
  3. "HTML Center"CONMEBOL (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১১ 
  4. "Brasil golea 5-0 a Chile y es campeón del Sudamericano Sub-17" (Spanish ভাষায়)। CONMEBOL। ২০ মার্চ ২০১৭। 
  5. "Brazil - Colombia 3:0 (U17 Campeonato Sudamericano 2017 Chile, Final round)"worldfootball.net। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]