আমীর (পরিচালক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আমীর
জন্ম (1967-12-05) ৫ ডিসেম্বর ১৯৬৭ (বয়স ৫৬)[১]
মাদুরাই, তামিলনাড়ু, ভারত
পেশাচলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র প্রযোজক, স্ক্রিনরাইটার, অভিনেতা

আমির সুলতান (জন্ম ৫ ডিসেম্বর ১৯৬৭) একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং অভিনেতা।[২] তিনি তামিল চলচ্চিত্র শিল্পে কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন। তিনি চারটি চলচ্চিত্র পরিচালনা করেছেন। তিনি যোগী (২০০৯) চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। তিনি মায়াক্কাম এন্না সিনেমায় সঙ্গীত সংযোজন করেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "TANTIS"। ২০১২-১০-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২২ 
  2. "Ameer teams up with Sathya and Sanchita Shetty – Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১২-১৭