আমার ঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আমার ঘর
Amar Ghar
পরিচালকনিপ বরুয়া
প্রযোজকঅমলেন্দু বাগচী
চিত্রনাট্যকারলক্ষ্যধর চৌধুরী
কাহিনিকারনিপ বরুয়া
শ্রেষ্ঠাংশেবিজয় শঙ্কর
বীণা বরুয়া
সুরকারব্রজেন বরুয়া, রমেন বরুয়া
চিত্রগ্রাহকনলিন দুবরা
সম্পাদকশিব ভট্টাচার্য
মুক্তি৪ ডিসেম্বর ১৯৫৯
দেশভারত ভারত
ভাষাঅসমীয়া

আমার ঘর (en: Amar Ghar) ১৯৫৯ সালে মুক্তি পাওয়া একটি অসমীয়া চলচ্চিত্র। কাহিনী এবং পরিচালনা নিপ বরুয়া-এর। কামরূপ কলা মন্দিরের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছিলেন অমলেন্দু বাগচী। চিত্রনাট্য এবং সংলাপ রচনা করেছিলেন লক্ষ্যধর চৌধুরীয়ে। সঙ্গীত পরিচালক ছিল ব্রজেন বরুয়া। ছবিটিতে চারিটা গান ছিলেন। এই চারটা গান চারজন ভিন্ন ভিন্ন গানিকার রচনা করেছিলেন। তাঁরা ছিলেন – তফজ্জুল আলি , পদ্ম বরকটকী, কেশব মহন্ত এবং লক্ষ্যধর চৌধুরী[১][২]

কাহিনী[সম্পাদনা]

এই সামাজিক ছবিটিতে বিশেষভাবে দেখানো হয়েছে যে মহিলা মাত্রই খারাপ হয় না এবং দেখানো হয়েছে সমাজের উপর রত্ন-পাথরের কু-প্রভাব।[১]

অভিনয় শিল্পী[সম্পাদনা]

গান[সম্পাদনা]

ক্রমিক নং গানের শীর্ষক গানিকার কণ্ঠ
কণকণ জোনাকীরে কণকণ পোহরেরে দীপালীর বন্তি জ্বলাই তফজ্জুল আলি রমেন বরুয়া, পূরবী দেবী
শুনা মোর জীবনর চাকি, স্বপ্নভরা জোনাকর রাতি পদ্ম বরকটকী ব্রজেন বরুয়া, রমেন বরুয়া, পূরবী দেবী, পারুল দেবী
এই জোন জোনালী থুপি থুপি তরালী জ্বলি জ্বলি জ্বলালি কেশব মহন্ত পূরবী দেবী
আমার ঘরলৈ যাওঁ, অকণি মরমেরে অকণি চেনেহেরে মরতত সরগ সজাওঁ লক্ষ্যধর চৌধুরী পূরবী দেবী, পারুল দেবী[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. মঞ্চলেখা, পৃষ্ঠা ৩২২, অতুলচন্দ্র হাজারিকা, লয়ার্স বুক স্টল, গুয়াহাটি, ১৯৬৭ 
  2. অরুণলোচন দাস (২০১৩)। ১০০ অসমীয়া চলচ্চিত্রর কাহিনী এবং গান (পৃঃ ১১০)। শশী শিশু প্রকাশন, গুয়াহাটি। 
  3. বাবুল দাস (১৯৮৫)। অসমীয়া ছায়াছবির গানের সংকলন। বাণী মন্দির, ডিব্রুগড়। পৃষ্ঠা ৬৯।