আপ্পন সমাচার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আপ্পন সমাচার
আপ্পন সমাচারের প্রতিবাদী মহিলা সাংবাদিক
প্রতিষ্ঠাতাসন্তোষ সারঙ্গ
সম্পাদকরিংকু কুমারী
প্রতিষ্ঠাকাল৬ই ডিসেম্বর ২০০৭, মজঃফরপুর, বিহার, ভারত
ওয়েবসাইটappansamachar.com

আপ্পন সমাচার (হিন্দি: अपपन समाचार) হল শুধু মহিলাদের একটি গ্রামীণ সংবাদ নেটওয়ার্ক। এটি একটি পাক্ষিক গ্রামীণ সংবাদ চ্যানেল যা নারীদের একটি দল দ্বারা পরিচালিত হয়, যাদের অধিকাংশই প্রান্তিক দলিত, অন্যান্য অনগ্রসর শ্রেণী, মুশাহার (ইঁদুর খাওয়া সম্প্রদায়) এবং বিহারের মজঃফরপুর জেলার মুসলিম সম্প্রদায়।

এটি ২০০৭ সালের ৬ই ডিসেম্বর,[১] মজঃফরপুরে চালু হয়েছিল। এটি পারু, সাহেবগঞ্জ, সারিয়া, মারওয়ান, কান্তি এবং প্রায় একশত গ্রামে সম্প্রচার করে।[২]

এটি প্রতিষ্ঠা করেছিলেন সন্তোষ সারঙ্গ[৩][৪][৫] তিনি "মিশন আই ইন্টারন্যাশনাল সার্ভিসেস" নামে একটি অছি বোর্ডের সভাপতি। আপ্পন সমাচার দলের মূল ব্যক্তিরা হলেন রিংকু কুমারী, অমৃতাঞ্জ ইন্দিওয়ার, সিদ্ধান্ত সারঙ্গ, রাজেশ কুমার, পিঙ্কি এবং খুশবু।[৬]

এই খবরের চ্যানেলের দলের কোন প্রথাগত প্রশিক্ষণ নেই, তাই তাঁরা কাজ করেই কাজ শেখেন।[৭] সময়ে সময়ে অছি বোর্ড "মিশন আই ইন্টারন্যাশনাল সার্ভিস" তাঁদের দক্ষতা জোরদার করার জন্য গ্রামীণ মিডিয়া কর্মশালা পরিচালনা করে। আপ্পন সমাচার বিভিন্ন সামাজিক সমস্যা যেমন কৃষকের সমস্যা, পরিবেশগত সমস্যা, সামাজিক কুফল, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ, লিঙ্গ বৈষম্য, কন্যা ভ্রূণ হত্যা ইত্যাদির উপর মনোনিবেশ করে।

সংবাদ বুলেটিন স্ক্রীনিং বিনামূল্যে সম্প্রচার করা হয়। গ্রামবাসীরা সেখানে প্রজেক্টর বা সম্প্রদায়ের মাধ্যমে বহনযোগ্য টিভি সেটে খবর দেখে। তাঁদের দর্শক শহুরে এবং গ্রামীণ উভয়ই দলেই আছেন। জেলা সদরেও সংবাদ সম্প্রচার করা হয়েছে। মুখ্য সংবাদ হিন্দি এবং ভোজপুরিবাজিকা ভাষার স্থানীয় উপভাষায় তৈরি করা হয়।

চান্দকেওয়ারি গ্রামে চলমান স্বনির্ভর গোষ্ঠীর একটি প্রতিবেদনে গ্রামীণ ব্যাঙ্কের দুর্নীতি তুলে ধরা হয়েছে। এ প্রতিবেদনের পর ঘুষ ছাড়াই কেসিসি-তে (কিষাণ ক্রেডিট কার্ড) ঋণ বিতরণের প্রতিশ্রুতি দেন ব্যবস্থাপক। ২০০৮ সালের অক্টোবরে তাদের উদ্ভাবনী প্রচেষ্টার জন্য আপ্পন সমাচার সিএনএন-আইবিএন থেকে মর্যাদাপূর্ণ "নাগরিক সাংবাদিক পুরস্কার" পেয়েছে।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Singh, Rajnish (৬ মার্চ ২০০৮)। "A news channel run exclusively by girls in Bihar"Oneindia.in। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১২ 
  2. "Women Reporters From India's Rural Heartland are not just Breaking News but also Stereotypes"। thebetterIndia.com। ১৪ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২১ 
  3. Tewary, Amarnath (২১ ডিসেম্বর ২০০৭)। "The village women's news programme"BBC News। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১২ 
  4. Kumar, Ruchir (৭ মার্চ ২০০৮)। "When news is just around the corner"Hindustan Times। ২৫ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১২ 
  5. Kumar, Sanjay (১৪ ফেব্রুয়ারি ২০১১)। "Revolution in a Bihar Village"The Diplomat। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১২ 
  6. ANI (২০১৫-১১-২২)। "Girls from 'Appan Samachar' make headlines in Bihar"Business Standard India। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-১৯ 
  7. "On air, a new success story by rural girls"। hindustan times। ১ মার্চ ২০০৮। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]