আপাং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আপাং / Achyranthes aspera
আপাং/aspera
আপাং বনে চলাচল কষ্টকর
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
শ্রেণীবিহীন: Tracheophytes
জগৎ: plantae
বিভাগ: সপুষ্পক উদ্ভিদ
শ্রেণীবিহীন: Eudicots
বর্গ: caryophyllales
পরিবার: Amaranthaceae
গণ: Achyranthes
প্রজাতি: A.aspera
দ্বিপদী নাম
আপাং/A.aspera
L.

আপাং গাছ, (সংস্কৃত) লটজিলা (হিন্দি) বিলাইখামচি (বাংলা) উপল্যাংগা (বৈজ্ঞানিক নাম Achyranthes aspera) একটি বর্ষজীবী গুল্ম জাতীয় উদ্ভিদ। আপাং গাছের উপকারিতা ও ভেষজ গুণাবলীর কারনে অনেকে বাড়িতে রাখে।

প্রাপ্তিস্থান[সম্পাদনা]

বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মিয়ানমার, পৃথিবীর, বিভিন্ন দেশে এই গাছ জন্মে।[১][২]

বৈশিষ্ট্য[সম্পাদনা]

  • চতুর্দিকে শাখা-প্রশাখা ছড়ানো থাকে।
  • এর মূলে ঔষধি গুনাগুন আছে।
  • এই গাছের ডালের আগায় বাঁকানো কাঁটাযুক্ত ফুল ফুটতে দেখা যায়।
  • ছোট ছোট ফুল ফোটে।
  • পথের ধারে এবং পরিত্যক্ত জমিতে বেশি জ্ন্মে
  • আপাং গাছ দুই প্রকারের লাল এবং সাদা দুই প্রকারেই ঔষধি গুনাগুন আছে।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "আপাংয়ের যত গুণ"talishmat.com। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৭ 
  2. "Plantinvasivekruger - Amaranthaceae - Achyranthes aspera L."plantnet-project.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৭ 
  3. "আগাগোড়া ঔষধিগুণে ভরা আপাং"bbarta24.net। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৭