আনোয়ারুজ্জামান চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আনোয়ারুজ্জামান চৌধুরী
সিলেট সিটি কর্পোরেশনের ৩য় মেয়র
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৭ নভেম্বর ২০২৩
পূর্বসূরীআরিফুল হক চৌধুরী
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1970-07-01) ১ জুলাই ১৯৭০ (বয়স ৫৩)
পশ্চিম তিলাপাড়া, বুরুঙ্গা বাজার, ওসমানীনগর, সিলেট, পূর্ব পাকিস্তান
(বর্তমান বাংলাদেশ)
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীহলি বেগম চৌধুরী
সন্তানতিন
পিতামাতানৌশা মিয়া চৌধুরী (পিতা)

মোছা.গহিনুন্নেছা চৌধুরী (মাতা)

আনোয়ারুজ্জামান চৌধুরী (জন্ম: ১ জুলাই ১৯৭০[১]) একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র। তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।[২][৩]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

আনোয়ারুজ্জামান ১ জুলাই ১৯৭০ সালে সিলেট জেলার ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের পশ্চিম তিলাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নৌশা মিয়া চৌধুরী এবং মায়ের নাম মোছা. গহিনুন্নেছা চৌধুরী। ছয় ভাইয়ের মধ্যে সবার ছোট আনোয়ারুজ্জামান চৌধুরী[১]

পশ্চিম তিলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, বুরুঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাসের পর সিলেট সরকারি কলেজে ভর্তি হয়ে ১৯৮৮ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত লেখা পড়া করেন। পরে তিনি লন্ডন গিয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন।

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

আনোয়ারুজ্জামান চৌধুরী ছাত্রাবস্থায় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

নব্বইয়ের দশকে প্রবাসে পাড়ি জমিয়ে তিনি যুবলীগের রাজনীতির সাথে জড়িত হন। তিনি প্রথমে লন্ডন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি কেন্দ্রীয় যুবলীগের সদস্য হিসেবেও মনোনীত হন।

যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সময় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিলেট-২ আসন (ওসমানীনগর-বিশ্বনাথ) থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।[৪]

২১ জুন ২০২৩ সালে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে তিনি মেয়র নির্বাচিত হন।[২][৩]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

আনোয়ারুজ্জামান চৌধুরীর স্ত্রী হলি বেগম চৌধুরী ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসেস - এনএইচএস এ হেলথ আইনজীবী হিসেবে কর্মরত রয়েছেন। এই দম্পতির তিন সন্তান রয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "নৌকার প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় অসত্য তথ্য দেওয়ার অভিযোগ, প্রার্থিতা বাতিলের দাবি"দৈনিক প্রথম আলো। ১৩ জুন ২০২৩। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২৩ 
  2. "সিলেটের মেয়র নির্বাচনে আনোয়ারুজ্জামানের জয়"অর্থসংবাদ। ২১ জুন ২০২৩। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২৩ 
  3. "সিলেটবাসীর ভালোবাসার প্রতিদান দেব, বললেন আনোয়ারুজ্জামান"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২১ জুন ২০২৩। ২২ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২৩ 
  4. "সিটি নির্বাচন: বিএনপি বিহীন রাজশাহী ও সিলেটে নৌকার বিজয়"BBC News বাংলা। ২০২৩-০৬-২১। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২১