আজাদ (১৯৭৮-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আজাদ
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকপ্রমোদ চক্রবর্তী
প্রযোজকপ্রমোদ চক্রবর্তী
রচয়িতাএহসান রিজভী (সংলাপ)
চিত্রনাট্যকার
শ্রেষ্ঠাংশে
সুরকাররাহুল দেব বর্মণ
চিত্রগ্রাহকভি.কে. মূর্তি
সম্পাদকনরেন্দ্র অরোড়া
পরিবেশকপ্রমোদ ফিল্মস
মুক্তি
  • ১ সেপ্টেম্বর ১৯৭৮ (1978-09-01)
দেশভারত
ভাষাহিন্দি
আয়৬ কোটি[১]

আজাদ প্রমোদ চক্রবর্তী প্রযোজিত ও পরিচালিত ১৯৭৮ সালের ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্র। এর চিত্রনাট্য রচনা করেন সচিন ভৌমিকগুলশান নন্দা। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন ধর্মেন্দ্র, হেমা মালিনীপ্রেম চোপড়া[২] চলচ্চিত্রটির সঙ্গীতায়োজন করেন রাহুল দেব বর্মণ। ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটি সে বছরের চতুর্থ সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র।[১]

অভিনয়শিল্পীদল[সম্পাদনা]

সঙ্গীত[সম্পাদনা]

আজাদ চলচ্চিত্রের সঙ্গীতায়োজন করেন রাহুল দেব বর্মণ এবং গানের গীত লিখেছেন আনন্দ বকশী

গানের তালিকা
নং.শিরোনামকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."জান কি কসম"কিশোর কুমার, লতা মঙ্গেশকর 
২."কৌন মিল গয়া"লতা মঙ্গেশকর 
৩."ম্যাঁয় হুঁ তেরি প্রেম দিওয়ানি"লতা মঙ্গেশকর 
৪."রাজু চল রাজু"কিশোর কুমার 
৫."ম্যাঁয় লায়লা কা মজুন"কিশোর কুমার 

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Box Office 1978"বক্স অফিস ইন্ডিয়া। ২০০৯-০২-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২৩ 
  2. "Azaad (1978)"দ্য হিন্দু। ৬ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]