আওস ইবনে খালিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আওস ইবনে খালিদ ইবনে উবাইদ ইবনে উমাইয়া মুহাম্মাদের একজন আনসারী সাহাবা ছিলেন। তার পিতার নাম খালিদ ইবনে উবাইদ।[১]

জন্ম ও বাল্যকাল[সম্পাদনা]

তিনি সৌদি আরবের মদিনা শহরে জন্মগ্রহণ করেছিলেন এবং হিজরতের পরে মুহাম্মাদকে সাহায্য করার কারণে আনসার সাহাবা পদবী ধারণ করেন।

যুদ্ধে অংশগ্রহণ[সম্পাদনা]

ইবনে কালবী বর্ণনা করেছেন, তিনি ৬৩৬ সালে সংঘঠিত ইয়ারমুকের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং হাসনান ইবনে সাবিত এই যুদ্ধে তাকে শত্রুদের উপর আক্রমণ করতে দেখেন এবং তিনি তার বীরত্বের বর্ণনা দিয়ে একটি কবিতাও রচনা করেছেন।[২][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ইবনে হাজার আসকালানি, [আল ইসাবা ফি তাময়িযিস সাহাবা, ১ম খন্ড -৮৩], মিশর ১৩২৮ হিজরি 
  2. ইবনুল আসির, [উসদুল গাবা, তা.বি -১ম খণ্ড -১৪৪] 
  3. ইবনে আবদিল বারর, [আল ইসতিয়াব ১ম খন্ড]