অর্থনৈতিক রোমান্টিকতাবাদের চরিত্র নির্ধারণ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অর্থনৈতিক রোমান্টিকতাবাদের চরিত্র নির্ধারণ
বাংলা ভাষায় অনুদিত গ্রন্থটির প্রচ্ছদ
লেখকভ্লাদিমির লেনিন
মূল শিরোনামК характеристике экономического романтизма
দেশরুশ সাম্রাজ্য
ভাষারুশ
প্রকাশনার তারিখ
১৯০৮

অর্থনৈতিক রোমান্টিকতাবাদের চরিত্র নির্ধারণ (রুশ: К характеристике экономического романтизма) হচ্ছে ভ্লাদিমির লেনিন কর্তৃক ১৮৯৭ সালের বসন্তকালে লিখিত এবং ১৯০৮ সালে প্রকাশিত একটি বই। এই বইতে লেনিন প্রমাণ করেন যে, সিসমন্দি, প্রুধোঁ এবং রাবার্টাসরা ছিলেন পশ্চিম ইউরোপীয় রোমান্টিকতাবাদ তথা পাতি-বুর্জোয়া সমাজতন্ত্রের প্রবক্তা। রুশীয় নারোদবাদী, উদারনৈতিক ও আইনি মার্কসবাদীদের বিরুদ্ধে ১৮৮০ ও ১৮৯০ দশকের মতাদর্শিক ও ব্যবহারিক লড়াইয়ে এ-বই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ভি. আই. লেনিন, অর্থনৈতিক রোমান্টিকতাবাদ, অনুবাদ-দাউদ হোসেন, সংঘ প্রকাশন, ঢাকা; ফেব্রুয়ারি, ২০০২; পৃষ্ঠা- ৭-৮।

বহিঃসংযোগ[সম্পাদনা]