অরবিন্দ জোশী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অরবিন্দ জোশী
জন্ম১৯৩৬ (1936)
মৃত্যু২৯ জানুয়ারি ২০২১(2021-01-29) (বয়স ৮৪–৮৫)
জাতীয়তাভারতীয়
পেশা
দাম্পত্য সঙ্গীউষা জোশী (বি. ১৯৫৭)
সন্তানমানসী জোশী রায় (কন্যা)
শর্মন জোশী (পুত্র)
আত্মীয়প্রবীণ জোশী (ভাই)

অরবিন্দ জোশী (১৯৩৬ - ২৯ জানুয়ারি ২০২১) ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র এবং থিয়েটার অভিনেতা, নাট্যকার ও পরিচালক, যিনি গুজরাটি থিয়েটার এবং গুজরাটি চলচ্চিত্রে তার কাজের জন্য পরিচিত। তিনি ছিলেন অভিনেত্রী মানসী জোশী রায় ও অভিনেতা শর্মন জোশীর পিতা।[১]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

অরবিন্দ জোশী মুম্বইয়ে জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন।

তিনি ১৯৫৭ সালে উষা জোশীকে বিয়ে করেন। তাদের দুইজন সন্তান রয়েছেন। কন্যা অভিনেত্রী মানসী জোশী রায় এবং পুত্র অভিনেতা শর্মন জোশী[২]

কর্মজীবন[সম্পাদনা]

হিন্দি চলচ্চিত্র শিল্পে কাজ শুরু করার আগে তিনি প্রায় এক দশক ধরে থিয়েটার শিল্পী হিসেবে কাজ করেছিলেন। তিনি গারভো গারাসিও, ঘের ঘের মাটিনা চুলা, ঢোলা মারু, তড়কা ছায়া, মেন্দি রঙ লাগিও এবং গোভালিও সহ বিভিন্ন গুজরাটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি শোলে (১৯৭৫), ইত্তেফাক (১৯৬৯), অপমান কি আগ (১৯৯০), আব তো আজা সাজন মেরে (১৯৯৪) এবং লাভ ম্যারেজ (১৯৮৪) সহ বিভিন্ন হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন।[৩][৪]

মৃত্যু[সম্পাদনা]

অরবিন্দ জোশী ২০২১ সালের ২৯ জানুয়ারি মুম্বইয়ের ভিলে পার্লেতে ৮৪ বছর বয়সে মারা যান।[১]

অভিনীত চলচ্চিত্র[সম্পাদনা]

হিন্দি চলচ্চিত্র[সম্পাদনা]

  • ইত্তেফাক (১৯৬৯)
  • গুপ্ত জ্ঞান (১৯৭৪)
  • শোলে (১৯৭৫)
  • পতি পরমেশ্বর (১৯৭৮)
  • লাভ ম্যারেজ (১৯৮৪)
  • ছোটা আদমি (১৯৮৬)
  • উদ্ধার (১৯৮৬)
  • নাম (১৯৮৬)
  • ঠিকানা (১৯৮৭)
  • খরিদার (১৯৮৮)
  • অপমান কি আগ (১৯৯০)
  • পেয়ার কা তুফান (১৯৯০)
  • আব তো আজা সাজন মেরে (১৯৯৪)
  • গডমাদার (১৯৯৯)

গুজরাটি চলচ্চিত্র[সম্পাদনা]

  • ডাকু রানী গঙ্গা (১৯৭৬)
  • পুত্র বধূ (১৯৮২)
  • ফুটপাথ নি রানী (১৯৮৪)
  • মা না আঁসু (১৯৮৪)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Gujarati actor Arvind Joshi passes away"The Times of India। ২০২১-০১-৩০। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-১১ 
  2. "Gujarati actor Arvind Joshi, Sharman Joshi's father, dies"DNA India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-১১ 
  3. "Arvind Joshi, face of Gujarati theatre, dies at 84"Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২০২১-০১-২৯। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-১১ 
  4. PTI (২০২১-০১-২৯)। "Sharman Joshi's father, actor Arvind Joshi dies at 84"The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-১১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]