উইকিপিডিয়া:অধিকারের আবেদন/অটো উইকি ব্রাউজার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অটো উইকি ব্রাউজার[সম্পাদনা]

প্রশাসকগণ, আবেদন সফল হলে এই পাতায় আবেদনকারীর নাম যোগ করুন।

(অনুরোধ যুক্ত করুনঅনুরোধ দেখুন)

Nazrul Islam Nahid [সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

সংশোধন করার কাজ সহজ করতে আমি নিজেকে অটো উইকি ব্রাউজার সম্পাদক হিসেবে যুক্ত করতে চাই।- Nazrul Islam Nahid (আলাপ) ১৬:৫৪, ৭ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

কী সংশোধন করবেন? বিস্তারিত বলুন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৭:০৪, ৭ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@Yahya আমি বানান সংশোধন নিয়ে কাজ করবো। বিশেষ করে আমার নিজের প্রণীত নিবন্ধ ও সম্পাদনা গুলোর ক্ষেত্রে।- Nazrul Islam Nahid (আলাপ) ০৪:১১, ৮ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
বানান সংশোধনে ফলস পজিটিভ হয়। এটি প্রতিরোধ করবেন কীভাবে? এই সফটওয়্যার দিয়ে স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনা করা যায়। আপনি কি আপনার অ্যাকাউন্ট দিয়ে স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনার পরিকল্পনা করছেন? — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৭:১৩, ২২ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@Nazrul Islam Nahid উল্লেখ পাঠানো হল। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১২:১১, ২৫ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@Yahya সংরক্ষণের পূর্বে দেখে নিবো, হাত দিয়ে ঠিক করবো। ঠিক মনে না হলে বা বিতর্কিত হলে এড়িয়ে যাবো। -Nazrul Islam Nahid (আলাপ) ১৫:৪৫, ২৫ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়নি। বাধাপ্রাপ্ত ব্যবহারকারী। --Yahya (আলাপ) ২২:২০, ৮ আগস্ট ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

IqbalHossain[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    প্রক্রিয়াধীন

আমি এই অধিকার পেতে ইচ্ছুক কারণ এই AutoWikiBrowser দিয়ে মূলত বানান সংশোধন করা হয়ে থাকে। এছাড়া কিছু অপ্রয়োজনীয় স্পেস সরানো যায়। অনেক দিন ধরে যেহেতু সম্পাদনা সাথে যুক্ত আছি তাই খেয়াল করেছি নিবন্ধগুলোতে কিছু বানান ভুল থেকেই যায় এবং এসব বানান কিন্তু একটা একটা নিবন্ধ ধরে করাটা খুবই দুরূহ কাজ। এক্ষেত্রে AutoWikiBrowser খু্বই উপকারে আসে। তবে প্রত্যেকবার সম্পাদনা পরিবর্তন প্রকাশের পূর্বে সাবধানতা সাথে দেখে নেওয়াটাও জরুরী। যদিও ইতোমধ্যেই চারজন ব্যবহারকারী ও চারটি বট এটি পরিচালনার জন্য অনুমতি পেয়েছে, তবুও আমি আবেদন করছি, কারণ সাহায্যকারী হাত যত বাড়বে উইকিপিডিয়ার নিবন্ধগুলো ততবেশি নির্ভুল হবে। IqbalHossain (আলাপ) ১৭:৪১, ১৪ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]