শ্যামা সুন্দরী খাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মৃতপ্রায় রংপুর নগরীর শ্যামা সুন্দরী খাল

শ্যামা সুন্দরী খাল বাংলাদেশের রংপুর শহরে প্রবাহিত একটি কৃত্তিম খাল।[১] যা ‘রংপুরের ফুসফুস’ বলেও পরিচিত। ১৮৯০ সালে রাজা জানকীবল্লভ সেন ১৬ কিলোমিটার দীর্ঘ, ১০০ ফুট প্রস্থ এবং ৪০ ফুট গভীরতার খাল খনন করেন।[২][৩] যা রংপুর নগরীর সিও বাজার এলাকার ঘাঘট নদীর উৎসমুখ থেকে শুরু হয়ে খোখসা ঘাঘটের সাথে মিলেছে।[৪] বর্তমানে এটি অবৈধ দখলের কারণে পানির প্রবাহ বন্ধ হয়ে বিভিন্ন বর্জ্য আর ময়লা-আবর্জনায় ভাগাড়ে পরিণত হয়ে, দিন দিন সরু ও ভরাট হয়ে যাচ্ছে।[৫]

ইতিহাস[সম্পাদনা]

রংপুর অঞ্চলের মহারাজা জানকী জানকীবল্লভ সেনের স্বর্গীয় মাতা শ্রীমতি শ্যামা সুন্দরী সেন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।[৬] তার স্মৃতিকে অম্লান করে রাখার জন্য এবং ম্যালেরিয়া দুর করার জন্য জানকীবল্লভ সেন রংপুর নগরীর সিও বাজার এলাকা থেকে মাহিগঞ্জ পর্যন্ত খাল খনন করেন । এমন ভাবে শ্যামা সুন্দরী খাল খনন করা হয় ঘাঘট নদীর শেষ প্রান্তে থেকে খাল খনন শুরু করা হয়। ওই সময় খালটি মুলত ঘাঘট নদীর সঙ্গে সংযোগ স্থাপন করে ১৮৯৮ সালে খনন করা হয়। তখন এর প্রস্থতা ৪০ - ৯০ ফুটেরও বেশি ছিল, যা বর্তমানে সংকোচিত হয়ে ৬-৮ ফুটে এসেছে।[২] নির্মাণ কাজ শেষ হওয়ার পর নগরীর কাচারীবাজার এলাকায় একটি দৃষ্টি নন্দন নাম ফলক তৈরি করা হয়। সেখানে লেখা আছে ''পীড়ার আঁকড় ভূমি প্রণালি কাটিয়া তা করিবার দুর মাতা শ্যামা সুন্দরীর স্মরণে জানকি বল্লভ সুত এই কীত্তি করে।''[৭]

সংস্কার[সম্পাদনা]

স্বেচ্ছাসেবী শ্যামা সুন্দরী খাল পরিস্কার করছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয় ২০০৮-০৯ অর্থবছরে খাল সংস্কারে ১২ কোটি টাকা এবং এরপর ২০১২ সালে ২৪ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দেয়। কিন্তু অবস্থার কোনো পরিবর্তন না হয়ে ধীরে ধীরে তা ময়লা-আবর্জনার স্তূপে পরিণত হয়।[৮] ২০২৪ সালের ১১ মে স্বেচ্ছাসেবী যুব সংগঠন বিডি ক্লিন রংপুর সিটি কর্পোরেশনের সহযোগিতায় প্রায় ১ হাজার সদস্য খালের ৫ কিলোমিটার পরিষ্কার করে।[৯][১০]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Pratidin, Bangladesh (২০১৯-০২-১৯)। "বিপর্যস্ত শ্যামা সুন্দরী খাল"বাংলাদেশ প্রতিদিন। ২০২৩-০৭-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-১২ 
  2. "Encroached, polluted, Shyama Sundari canal now brings misery to Rangpur city"The Business Standard (ইংরেজি ভাষায়)। ২০২২-০২-০৫। ২০২৪-০৫-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-১৮ 
  3. "রংপুরের শ্যামা সুন্দরী খাল ৫শ দখলদারের কাছে জিন্মি"যুগান্তর। ২৭ আগস্ট ২০১৯। ১০ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০২৪ 
  4. মমিনুর রহমান, মো. (২০২৪-০৩-০৫)। "শ্যামা সুন্দরী খাল বেহাল"সমকাল। ২০২৪-০৫-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-১২ 
  5. "শ্যামা সুন্দরী খাল মশা তৈরির কারখানা"alokitobangladesh। ২০২৪-০৫-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-১৮ 
  6. Karmaker, Kongkon (২০২২-১২-০৮)। "Shyamasundari Canal: Once Rangpur's lifeline, now merely a drain"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০২৪-০৫-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-১৮ 
  7. "শ্যামা সুন্দরী খাল মশা তৈরির কারখানা"alokitobangladesh। ২০২৪-০৫-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-১৮ 
  8. রংপুর, রফিকুল ইসলাম। "মশার প্রজননক্ষেত্র শ্যামা সুন্দরী খাল | কালবেলা"কালবেলা | বাংলা নিউজ পেপার। ২০২৪-০৫-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-১৮ 
  9. "ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী পুনরুজ্জীবিত করতে অভিযান"dhakamail.com (ইংরেজি ভাষায়)। ২০২৪-০৫-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-১৮ 
  10. "পুনরুজ্জীবন পাচ্ছে শ্যামাসুন্দরী খাল"Barta24 (ইংরেজি ভাষায়)। ২০২৪-০৫-১১। ২০২৪-০৫-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]