বিষয়বস্তুতে চলুন

জেন্টু লিনাক্স: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৩৯ নং লাইন: ৩৯ নং লাইন:


যে অ্যাপলিকেশনগুলতো বিশাল বিল্ড সময় লাগে, সেগুলোর জন্য পূর্ব থেকে কম্পাইলকৃত বাইনারিও সরবরাহ করা হয়, যেমন [[লিব্রেঅফিস]], অ্যাপাচি ওপেনঅপিস, এবং [[মোজিলা ফায়ারফক্স]], কিন্তু তাতে ব্যবহারকারীরা ঐচ্ছিক বৈশিষ্ট পরিবর্তনের সুযোগ হারায়। কম্পিলেশনের সময় কমানোর সুযোগও অবশ্য রয়েছে, যেমন সমান্তরাল কম্পিলেশন, টেম্পোরারি ফাইলের বদলে পাইপ ব্যবহার করা, আবার একাধিক কম্পিউটারের মাঝে প্যাকেজ কম্পিলেশন বন্টনও করে দেয়া যায়।
যে অ্যাপলিকেশনগুলতো বিশাল বিল্ড সময় লাগে, সেগুলোর জন্য পূর্ব থেকে কম্পাইলকৃত বাইনারিও সরবরাহ করা হয়, যেমন [[লিব্রেঅফিস]], অ্যাপাচি ওপেনঅপিস, এবং [[মোজিলা ফায়ারফক্স]], কিন্তু তাতে ব্যবহারকারীরা ঐচ্ছিক বৈশিষ্ট পরিবর্তনের সুযোগ হারায়। কম্পিলেশনের সময় কমানোর সুযোগও অবশ্য রয়েছে, যেমন সমান্তরাল কম্পিলেশন, টেম্পোরারি ফাইলের বদলে পাইপ ব্যবহার করা, আবার একাধিক কম্পিউটারের মাঝে প্যাকেজ কম্পিলেশন বন্টনও করে দেয়া যায়।

===বহনযোগ্যতা===
যেহেতু জেন্টু একটি উৎস-ভিত্তিক ডিস্ট্রিবিউশন, যেখানে পোর্টেজ ট্রি কীভাবে প্যাকেজ বিল্ড করতে হবে তার বিবরণ দেয়, ভিন্ন কোন যন্ত্রের স্থাপত্যে নির্দেশাবলী সংযোজন করা তুলনামূলক সহজ। <ref name="Horan2013">{{cite book|author=Brendan Horan|title=Practical Raspberry Pi|url=//books.google.com/books?id=5Vy_UfRQduQC&pg=PA222|date=26 March 2013|publisher=Apress|isbn=978-1-4302-4971-9|pages=222–}}</ref>

মূলত আইএ-৩২ স্থাপত্যে তৈরী হওয়া জেন্টু অন্য অনেক স্থাপত্যে এ পর্যন্ত পোর্ট করা হয়েছে। এটি প্রাতিষ্ঠানিকভাবে আই-৩২, এক্স৮৬-৬৪, আইী-৬৪, পিএ-আরআইএসসি, ৩২ বিট এবং ৬৪ বিট পাওয়ারপিসি, ৬৪-বিট এসপিআরসি, ডিইসি আলফা এবং ৩২ ও ৬৪ বিট এআরএম স্থাপত্যে সমর্থিত এবং স্টেবল হিশেবে বিবেচনা করা হয়। <ref>{{cite web |url=https://wiki.gentoo.org/wiki/Handbook:Main_Page#Viewing_the_Handbook |title=Handbook:Main Page - Gentoo Wiki |date= |accessdate=2018-08-31}}</ref>

অন্য অপারেটিং সিস্টেম, যেমন বিএসডি-বংশোদ্ভুত [[ম্যাকওএস]] এ বহন করার কাজটি জেন্টু/অল্ট প্রকল্পের আওতায় উন্নয়ানধীন রয়েছে। <ref>{{cite web|url=//wiki.gentoo.org/wiki/Gentoo_FreeBSD|title=Gentoo FreeBSD|publisher=gentoo.org|accessdate=2014-01-06}}</ref>

উইন্ডোজরে সিগউইন পরিবেশে জেন্টুর প্রিপিক্স ইন্সটল সম্ভব, তবে এ কনফিগারেশন এখনও পরীক্ষাধীন। <ref>{{cite web|url=https://wiki.gentoo.org/wiki/Prefix/Cygwin |title=Gentoo Wiki - Prefix/Cygwin}}</ref>


==তথ্যসূত্র==
==তথ্যসূত্র==

১১:০৫, ১১ ডিসেম্বর ২০১৯ তারিখে সংশোধিত সংস্করণ

জেন্টু লিনাক্স
জেন্টু লোগো
ডেভলপারজেন্টু ফাউন্ডেশন
ওএস পরিবারইউনিক্স-সদৃশ
কাজের অবস্থাসক্রিয়
সোর্স মডেলওপেন সোর্স
প্রাথমিক মুক্তি২৬ জুলাই ২০০০; ২৩ বছর আগে (2000-07-26)[১]
সর্বশেষ মুক্তিরোলিং রিলিজ / সাপ্তাহিক (আনুমানিক)
হালনাগাদের পদ্ধতিরোলিং রিলিজ
প্যাকেজ ম্যানেজারইমার্জপোর্টেজ
কার্নেলের ধরনমনোলিথিক (লিনাক্স)
ইউজারল্যান্ডগ্নু
ব্যবহারকারী ইন্টারফেসলাইভ সিডি থেকে এক্সএফসিই, এলএক্সকিউটি, কেডিই, গ্নোম, ফ্লুবক্স
লাইসেন্সফ্রি সফটওয়্যার ও অন্যান্য লাইসেন্স
ওয়েবসাইটwww.gentoo.org

জেন্টু লিনাক্স (ইংরেজি: Gentoo Linux) পোর্টেজ প্যাকেজ ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে নির্মিত একটি লিনাক্স ডিস্ট্রিবিউশন। ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী এর সোর্স কোড লোকালি কম্পাইল করা হয় ও নির্দিষ্ট যন্ত্রের জন্যে অপ্টিমাইজ করা হয়, যা অন্যান্য বাইনারি সফটওয়্যার ডিস্ট্রিবিউশন থেকে আলাদা। কিছু বৃহত্তর প্যাকেজ ও যাদের সোর্স কোড নেই তাদের জন্যে অবশ্য পূর্ব থেকে কম্পাইল করা বাইনারি রয়েছে। [২]

দ্রুত সাতারু জেন্টু প্যাঙ্গুইনের নামানুসারে এ ডিস্ট্রিবিউশনের নামকরণ করা হয়। জেন্টুর যন্ত্রভিত্তিক গতি বৃদ্ধির বিশেষ সুবিধাকে বিবেচনা করে এ নামটি নির্বাচন করা হয়েছে।

বৈশিষ্ট্য

যেসব লিনাক্স ব্যবহারকারী তাদের ইন্সটলকৃত সফটওয়্যারের উপর পীর্ণ নিয়ন্ত্রণ চায়, জেন্টু তাদের জন্যে। যারা জেন্টু সিস্টেম কনফিগার ও টিউনের জন্যে প্রয়োজনীয় সময় দিতে প্রস্তুত, তারা জেন্টু সিস্টেম ব্যবহার করে খুবই কার্যকর ডেস্কটপ এবং সার্ভার বিল্ড করতে পারে। জেন্টি ব্যবহারকারীদের তাদের হার্ডওয়্যার অনুযায়ী একটি লিনাক্স কার্নেল তৈরিতে উৎসাহিত করে। ইনস্টলকৃত এবং চলমান সেবার উপর এট খুব সূক্ষ্ম নিয়ন্ত্রণের অধিকার প্রদান করে; এছাড়াও, অপ্রয়োজনীয় কার্নেল ফিচার ও সার্ভিস বন্ধ করে অন্য ডিস্ট্রিবিউশনের তূলনায় মেমরি ব্যবহার কমানো যায়।

সফটওয়্যারের একটি বিশাল সংগ্রহ রয়েছে। প্রতিটি প্যাকেজেই অন্য সফটওয়্যারের উপর ডিপেন্ডিন্সির বিশদ বর্ণনা রয়েছে, তাই প্রয়োজনীয় অ্যাপলিকেশন চালানোর জন্য সর্বনিন্ম প্রয়োজনীয় সেট ইনস্টল করলেও চলে। পৃথক প্যাকেজের ঐচ্ছিক ফিচার যেমন, লাইটওয়েট ডিরেক্টরি অ্যাক্সেস প্রোটোকল বা এলডিএপি সমর্থন প্রয়োজন কিনা তা ব্যবহারকারী কর্তৃক নির্বাচন করা যেতে পারে এবং কোন রেজাল্টিং প্যাকেজ রিকোয়ারমেন্ট স্বয়ংক্রিয়ভাবে ডিপেন্ডেন্সি সেটগুলিতে অন্তর্ভুক্ত করা হয়। জেন্টুর কোন স্ট্যান্ডার্ড লুক ও ফিল নেই।

পোর্টেজ

পোর্টেজ জেন্টুর সফটওয়্যার বন্টন ও প্যাকেজ ব্যবস্থাপনা পদ্ধতি। বার্কেলে সফটওয়্যার ডিস্ট্রিবিউশন (বিএসডি) ভিত্তিক অপারেটিং সিস্টেমের ব্যবহার করা পোর্টস পদ্ধতির উপর ভিত্তি করে মূলত জেন্টুর প্যাকেজ ব্যবস্থাপক তৈরী করা হয়েছে। পোর্টেজ ট্রিতে ১৯,০০০-এরও বেশী ইন্সটলেশনের জন্য প্রস্তুত প্যাকেজ রয়েছে। ন[৩]

পোর্টেজের একটি একক আবাহন emerge ই পোর্টেজ ট্রি-এর লোকাল কপি হালনাগাদ, অথবা ডাউনলোড, কম্পাইল বা এক বা একাধিক প্যাকেজ ও তাদের ডিপেন্ডেন্সি ইন্সটল করতে সক্ষম। প্রত্যাকটি প্যাকেজের জন্য আলাদা আলাদা বিল্ট-ইন বৈশিষ্ট্য নির্ধারণ করা যায়, করা যায় সবার জন্যেও, যেটি ইউজ ফ্ল্যাগ (USE flag) নামে পরিচিত। [৩]

যে অ্যাপলিকেশনগুলতো বিশাল বিল্ড সময় লাগে, সেগুলোর জন্য পূর্ব থেকে কম্পাইলকৃত বাইনারিও সরবরাহ করা হয়, যেমন লিব্রেঅফিস, অ্যাপাচি ওপেনঅপিস, এবং মোজিলা ফায়ারফক্স, কিন্তু তাতে ব্যবহারকারীরা ঐচ্ছিক বৈশিষ্ট পরিবর্তনের সুযোগ হারায়। কম্পিলেশনের সময় কমানোর সুযোগও অবশ্য রয়েছে, যেমন সমান্তরাল কম্পিলেশন, টেম্পোরারি ফাইলের বদলে পাইপ ব্যবহার করা, আবার একাধিক কম্পিউটারের মাঝে প্যাকেজ কম্পিলেশন বন্টনও করে দেয়া যায়।

বহনযোগ্যতা

যেহেতু জেন্টু একটি উৎস-ভিত্তিক ডিস্ট্রিবিউশন, যেখানে পোর্টেজ ট্রি কীভাবে প্যাকেজ বিল্ড করতে হবে তার বিবরণ দেয়, ভিন্ন কোন যন্ত্রের স্থাপত্যে নির্দেশাবলী সংযোজন করা তুলনামূলক সহজ। [৪]

মূলত আইএ-৩২ স্থাপত্যে তৈরী হওয়া জেন্টু অন্য অনেক স্থাপত্যে এ পর্যন্ত পোর্ট করা হয়েছে। এটি প্রাতিষ্ঠানিকভাবে আই-৩২, এক্স৮৬-৬৪, আইী-৬৪, পিএ-আরআইএসসি, ৩২ বিট এবং ৬৪ বিট পাওয়ারপিসি, ৬৪-বিট এসপিআরসি, ডিইসি আলফা এবং ৩২ ও ৬৪ বিট এআরএম স্থাপত্যে সমর্থিত এবং স্টেবল হিশেবে বিবেচনা করা হয়। [৫]

অন্য অপারেটিং সিস্টেম, যেমন বিএসডি-বংশোদ্ভুত ম্যাকওএস এ বহন করার কাজটি জেন্টু/অল্ট প্রকল্পের আওতায় উন্নয়ানধীন রয়েছে। [৬]

উইন্ডোজরে সিগউইন পরিবেশে জেন্টুর প্রিপিক্স ইন্সটল সম্ভব, তবে এ কনফিগারেশন এখনও পরীক্ষাধীন। [৭]

তথ্যসূত্র

  1. "Funtoo Linux History"। funtoo.org। ২০১৭-০২-০৯। 
  2. "Gentoo Linux Frequently Asked Questions"। gentoo.org। সংগ্রহের তারিখ ২০১৪-০১-০৬ 
  3. Chris Negus (২০০৬)। Live Linux CDs: Building and Customizing Bootables। Prentice Hall Professional। পৃষ্ঠা 224–। আইএসবিএন 978-0-13-243274-0 
  4. Brendan Horan (২৬ মার্চ ২০১৩)। Practical Raspberry Pi। Apress। পৃষ্ঠা 222–। আইএসবিএন 978-1-4302-4971-9 
  5. "Handbook:Main Page - Gentoo Wiki"। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-৩১ 
  6. "Gentoo FreeBSD"। gentoo.org। সংগ্রহের তারিখ ২০১৪-০১-০৬ 
  7. "Gentoo Wiki - Prefix/Cygwin" 

বহিঃসংযোগ

প্রাতিষ্ঠানিক ডকুমেন্টেশন
অপ্রাতিষ্ঠানিক ডকুমেন্টেশন এবং অন্যান্য সংস্থানসমূহ
নিবন্ধ এবং মিডিয়া কভারেজ