২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে তীরন্দাজী
XXXI অলিম্পিয়াড খেলায় তীরন্দাজী | |
---|---|
স্থান | Sambadrome Marquês de Sapucaí |
তারিখ | ৬–১২ আগস্ট |
প্রতিযোগী | ১২৮ জন প্রতিযোগী |
২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে তীরন্দাজী | ||||
---|---|---|---|---|
তীরন্দাজদের তালিকা | ||||
ব্যক্তিগত | পুরুষ | মহিলা | ||
দলগত | পুরুষ | মহিলা |
২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে তীরন্দাজী প্রতিযোগিতা ৬ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত ৭ দিন ব্যাপী রিও দি জেনেরিওতে অনুষ্ঠিত হয়। চারটি ইভেন্টে প্রতিযোগিতাটি স্যামবেডরোম মারকাস দি সাপুকাইয়ে স্টেডিয়ামে হয়েছে, যাতে দক্ষিণ কোরিয়া ৪টি স্বর্ণ পদকের ৪টি ও ১টি ব্রোঞ্জ পদকসহ মোট ৫টি পদক নিয়ে শীর্ষ স্থান দখল করে।
প্রতিযোগিতার ফরম্যাট
[সম্পাদনা]পুরুষদের ব্যক্তিগত, মহিলাদের ব্যক্তিগত, পুরুষদের দলগত ও মহিলাদের দলগত, মোট চারটি ইভেন্টে ১২৮ জন তীরন্দাজ প্রতিদ্বন্দ্বিতা করবে।[১]
ব্যক্তিগত ইভেন্ট
[সম্পাদনা]দলগত ইভেন্ট
[সম্পাদনা]সময়সূচী
[সম্পাদনা]সকল সময় ব্রাজিলীয় স্থানীয় সময় (UTC−3) অনুসারে।
দিবস | তারিখ | শুরু | শেষ | ইভেন্ট | পর্ব |
---|---|---|---|---|---|
Day 0 | শুক্রবার ৫ আগস্ট ২০১৬ | পুরুষদের ব্যক্তিগত | ক্রমনির্ণায়ক পর্ব | ||
মহিলাদের ব্যক্তিগত | ক্রমনির্ণায়ক পর্ব | ||||
Day 1 | শনিবার ৬ আগস্ট ২০১৬ | 9:00 | 17:45 | পুরুষদের দলগত | বিদায়/পদক পর্ব |
Day 2 | রবিবার ৭ আগস্ট ২০১৬ | 9:00 | 17:45 | মহিলাদের দলগত | বিদায়/পদক পর্ব |
Day 3 | সোমবার ৮ আগস্ট ২০১৬ | 9:00 | 17:45 | পুরুষদের ব্যক্তিগত | 1/32 & 1/16 বিদায় |
মহিলাদের ব্যক্তিগত | 1/32 & 1/16 বিদায় | ||||
Day 4 | মঙ্গলবার ৯ আগস্ট ২০১৬ | 9:00 | 17:45 | পুরুষদের ব্যক্তিগত | 1/32 & 1/16 বিদায় |
মহিলাদের ব্যক্তিগত | 1/32 & 1/16 বিদায় | ||||
Day 5 | বুধবার ১০ আগস্ট ২০১৬ | 9:00 | 18:55 | পুরুষদের ব্যক্তিগত | 1/32 & 1/16 বিদায় |
মহিলাদের ব্যক্তিগত | 1/32 & 1/16 বিদায় | ||||
Day 6 | বৃহস্পতিবার ১১ আগস্ট ২০১৬ | 9:00 | 17:10 | মহিলাদের ব্যক্তিগত | 1/8 বিদায়/কোয়ার্টার/সেমিফাইনাল/পদক পর্ব |
Day 7 | শুক্রবার ১২ আগস্ট ২০১৬ | 9:00 | 17:10 | পুরুষদের ব্যক্তিগত | 1/8 বিদায়/কোয়ার্টার/সেমিফাইনাল/পদক পর্ব |
যোগ্যতা
[সম্পাদনা]প্রতিটি জাতীয় অলিম্পিক কমিটির তিনজন পুরুষ ও তিনজন মহিলা মোট ৬জন তীরন্দাজকে প্রতিযোগিতায় পাঠানোর অনুমতি রয়েছে। এনওসিসমুহ দলগত ইভেন্টেও ব্যক্তিগত ইভেন্টের মত তিনটি করে ৬টি দল পাঠাতে পারে। এখানে দলগত ইভেন্টে মহিলা ও পুরুষ উভয়ের ১২টি করে এবং ব্যক্তিগত ইভেন্টে ৩৬জন যোগ্যতা অর্জন করেছে। অন্যান্য এনওসিগুলো মহিলা ও পুরুষ উভয়ের ব্যক্তিগত ইভেন্টে একটি করে স্থানের কোঠা পেতে পারে।[২]
স্বাগতিক দেশ হিসাবে ব্রাজিলের জন্য ৬টি স্থান সংরক্ষিত রয়েছে এবং যা ট্রাইপার্টাইট কমিশনের মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাকি ১১৬ টি স্থান বাছাইপর্ব, এনওসির কোঠা থেকে পুরন করা হয়।
অলিম্পিক গেমসে অংশগ্রহণের জন্য কোঠা পেতে হলে সর্বনিম্ন কোয়ালিফিকেসন স্কোর হতে হয়ঃ
- পুরুষ: 70m round of 630
- মহিলা: 70m round of 600
সর্বনিম্ন কোয়ালিফিকেসন স্কোর এমকিউএস হিসাব করা হয় ২৬ জুলাই ২০১৫ (২০১৫ ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপ) থেকে ১১ জুলাই ২০১৬ ওয়ার্ল্ড আর্চারিতে নিবন্ধিত হওয়া পর্যন্ত।
অংশগ্রহণকারী দেশ
[সম্পাদনা]২০১৬ রিও অলিম্পিকে তীরন্দাজী প্রতিযোগিতায় ৫৬টি জাতীয় অলিম্পিক কমিটি অংশগ্রহণ করে।
- অস্ট্রেলিয়া (৪)
- অস্ট্রিয়া (১)
- আজারবাইজান (১)
- বাংলাদেশ (১)
- বেলারুশ (১)
- বেলজিয়াম (১)
- ভুটান (১)
- ব্রাজিল (৬)
- কানাডা (২)
- চিলি (১)
- চীন (৬)
- কলম্বিয়া (৪)
- কিউবা (১)
- ডোমিনিকান প্রজাতন্ত্র (১)
- মিশর (২)
- এস্তোনিয়া (১)
- ফিজি (১)
- ফিনল্যান্ড (২)
- ফ্রান্স (৩)
- জর্জিয়া (৩)
- জার্মানি (২)
- গ্রিস (১)
- গ্রেট ব্রিটেন (২)
- ভারত (৪)
- ইন্দোনেশিয়া (৪)
- ইরান (১)
- ইতালি (৬)
- কোত দিভোয়ার (১)
- জাপান (৪)
- কাজাখস্তান (২)
- কেনিয়া (১)
- লিবিয়া (১)
- মালাউই (১)
- মালয়েশিয়া (৩)
- মেক্সিকো (৪)
- মলদোভা (১)
- মঙ্গোলিয়া (১)
- মিয়ানমার (১)
- নেপাল (১)
- নেদারল্যান্ডস (৩)
- উত্তর কোরিয়া (১)
- নরওয়ে (১)
- পোল্যান্ড (১)
- রাশিয়া (৩)
- স্লোভাকিয়া (২)
- দক্ষিণ কোরিয়া (৬)
- স্পেন (৪)
- সুইডেন (১)
- চীনা তাইপেই (৬)
- থাইল্যান্ড (১)
- টোঙ্গা (২)
- তুরস্ক (২)
- ইউক্রেন (৪)
- মার্কিন যুক্তরাষ্ট্র (৪)
- ভেনেজুয়েলা (২)
- জিম্বাবুয়ে (১)
প্রতিযোগীদের
[সম্পাদনা]পদক সারসংক্ষেপ
[সম্পাদনা]পদক টেবিল
[সম্পাদনা]১ | দক্ষিণ কোরিয়া | ৪ | ০ | ১ | ৫ |
২ | মার্কিন যুক্তরাষ্ট্র | ০ | ১ | ১ | ২ |
৩ | জার্মানি | ০ | ১ | ০ | ১ |
ফ্রান্স | ০ | ১ | ০ | ১ | |
রাশিয়া | ০ | ১ | ০ | ১ | |
৬ | অস্ট্রেলিয়া | ০ | ০ | ১ | ১ |
চীনা তাইপেই | ০ | ০ | ১ | ১ | |
সর্বমোট | ৪ | ৪ | ৪ | ১২ |
---|
পদক বিজয়ী
[সম্পাদনা]ইভেন্ট | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ |
---|---|---|---|
পুরুষদের ব্যক্তিগত বিস্তারিত |
কু বোন-চান দক্ষিণ কোরিয়া |
জেন চালর্স ভ্যালেডন ফ্রান্স |
ব্রাডি ইলিছন মার্কিন যুক্তরাষ্ট্র |
পুরুষদের দলগত বিস্তারিত |
দক্ষিণ কোরিয়া (KOR) কু বোন চান লি সেউন য়ান কিম উ-জিন |
মার্কিন যুক্তরাষ্ট্র (USA) ব্রাডি ইলিছন জ্যাচ গ্যারেট জ্যাক কামিনস্কী |
অস্ট্রেলিয়া (AUS) Alec Potts Ryan Tyack Taylor Worth |
Women's individual বিস্তারিত |
Chang Hye-jin দক্ষিণ কোরিয়া |
Lisa Unruh জার্মানি |
Ki Bo-bae দক্ষিণ কোরিয়া |
Women's team বিস্তারিত |
দক্ষিণ কোরিয়া (KOR) Chang Hye-jin Choi Mi-sun Ki Bo-bae |
রাশিয়া (RUS) Tuyana Dashidorzhieva Ksenia Perova Inna Stepanova |
চীনা তাইপেই (TPE) Le Chien-ying Lin Shih-chia Tan Ya-ting |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Archery"। ১৩ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৪।
- ↑ "Archery Qualification" (পিডিএফ)। World Archery Federation। ১২ আগস্ট ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৪।