বিষয়বস্তুতে চলুন

রিতা ওরা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রিতা ওরা
২০০৩ সালের মার্চে, রিতা মালেশিয়ার সেপাং শহরের ফিউচার মিউজিক ফেষ্টিবালে গান পরিবেশনা করার সময়।
২০০৩ সালের মার্চে, রিতা মালেশিয়ার সেপাং শহরের ফিউচার মিউজিক ফেষ্টিবালে গান পরিবেশনা করার সময়।
প্রাথমিক তথ্য
জন্মনামরিতা সাহাতচুউ
জন্ম (1990-11-26) ২৬ নভেম্বর ১৯৯০ (বয়স ৩৪)
প্রিস্টিনা, এসএফআর ইয়োগোসলাভিয়া
উদ্ভবলন্ডন, ইংল্যান্ড
ধরন
পেশা
  • গায়িকা
  • অভিনেত্রী
  • ফ্যাশান ডিজাইনার
বাদ্যযন্ত্রকন্ঠ
কার্যকাল২০০৭–বর্তমান
লেবেল
ওয়েবসাইটritaora.com

রিতা সাহাতচুউ ওরা (জন্মগত নাম রিতা সাহাতচুউ; ২৬ নভেম্বর ১৯৯০) একজন ব্রিটিশ গায়িকা এবং অভিনেত্রী। ২০১২ সালে ফেব্রুয়ারিতে ডিজে ফ্রেশ এর "হট রাইট নাও" এককটিতে সহশিল্পী হিসেবে কন্ঠ দিয়ে সবার নজরে চলে আসেন, এই এককটি যুক্তরাজ্যের সেরা গানের তালিকাগুলোয় সবার উপরে উঠে এসেছিল। তিনি তার আত্বপ্রকাশকারী স্টুডিও অ্যালবাম, ওরা প্রকাশ করেন ২০১২ সালের আগস্টে। সেটিও যুক্তরাজ্যের সেরা অ্যালবামের তালিকায় সবার উপরে আত্বপ্রকাশ করে। অ্যালবামটিতে রয়েছে যুক্তরাজ্যের গানের তালিকায় সবার সেরা কিছু একক সমূহ, যেগুলো হল: "রিপ" এবং "হাউ উই ড্যু (পার্টি)"। ২০১২ সালে তিনিই যুক্তরাজ্যের একমাত্র সঙ্গীত শিল্পী ছিলেন, যার তিনটি একক পরপর ইউকে সিঙ্গেলস চার্টে প্রথম স্থানে উঠে এসেছিল। ২০১৪ সালের জানুয়ারী মাসে, পরিকল্পক প্রতিষ্ঠান এডিডাস তাদের ব্রান্ড এডিডাস অরিজিনালস এর জন্য রিতার সাথে নকশাগত সহযোগিতামূলক কাজ করবে বলে ঘোষণা করে। [] ২০১৪ সালেই, তার একক "আই উইল নেভার লেট ইউ ডাউন" প্রকাশিত হয় এবং তা যুক্তরাজ্যের সেরা গানের তালিকায় ১ম স্থানে আরোহণ করে। এই এ্যালবামের একক গানের মধ্য দিয়ে তিনি সঙ্গীত জীবনে ৪র্থ বারের মত সেরা হন। এরপর তিনি গায়িকা ইগি আজালেয়ার "ব্লাক উইডো" এককটিতে সহশিল্পী হিসেবে কন্ঠ দেন। এই গানটি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের তালিকাগুলোয় সেরা ৫ম স্থানে উঠে আসে। [] ২০১৫ সালে, রিতা ওরা দ্য ভয়েস ইউকের ৪র্থ সিরিজের একজন শিক্ষক হিসেবে কাজ করেন, পরে ওই বছরেই তিনি দ্য এক্স ফ্যাক্টরের ১২ তম সিরিজের বিচারক হিসেবেও কাজ করেন।

প্রথমিক জীবন

[সম্পাদনা]

রিতার জন্ম এসএফএফআর ইয়োগসলাভিয়া, (বর্তমানে কসোভো) এর প্রিষ্টিনা শহরে, আলবানিয়ান পরিবারে। তার মা, ভেরা(née বাজরাকতারী), একজন সাইকোলজিস্ট, এবং তার বাবা, বেসনিক সাহাতচুউ, একজন অর্থনীতিবিদ এবং মদের দোকানের মালিক।[][] ওরার একটি ছোট ভাই আছে, যার নাম ডন, এবং এলেনা তার বড় বোন, তিনি তার ব্যবস্থাপনাকারী দলের একজন সদস্য। [] তার জন্মের পর তার নাম রাখা হয় রিতা সাহাতচুউ (আলবেনীয় উচ্চারণ: [sahatˈtʃiu]; যেটি তুর্কী শব্দ সাথচি যার অর্থ হচ্ছে "ঘড়ি-নির্মাতা") তা থেকেই প্রাপ্ত তার উপাধিটি। কিন্তু পরে তার নামের সাথে যু্ক্ত করেন ওরা (আলবানিয়ান ভাষায় ওরা অর্থ সময়) তার পরিবারের উপাধির সাথে, যাতে করে এটি সহজেই উচ্চারণ করা যায়। [] তার পরিবার কসোভো ত্যাগ করেছিলেন রাজনৈতিক কারণে, কারণ ইয়োগোসলাভিয়া বিভাজনের সময় জাতিগত আলবেনিয়ানদের উপর নিপীড়ন শুরু করা হয়েছিল। [] তারা ১৯৯১ সালে ইংল্যান্ডের লন্ডন শহরে স্থানান্তরিত হয়, যখন তার বয়স ছিল মাত্র ১ বছর। তিনি ওয়েষ্ট লন্ডন এর পোর্টবেল্লো রোড নামক স্থানে বেড়ে ওঠেন ,[] এবং তিনি সেখানে সেন্ট কাথবার্টের সাথে সেন্ট মেথিয়াস প্রাইমারী স্কুলে ভর্তি হন, স্কুলটি ছিল আর্লাস কোর্ট নামক স্থানে, পরবর্তীতে তিনি সেল্ভিয়া ইয়ং থিয়েটার হাই স্কুল নামক পারফর্মিং আর্টস স্কুল থেকে স্নাতক লাভ করেন। [১০] তিনি ছোটবেলা থেকেই গান গাওয়া শুরু করেছিলেন। [][১১][১২]

অন্যান্য উদ্যোগ সমূহ

[সম্পাদনা]

অভিনয়

[সম্পাদনা]

তার প্রথম ছোট পর্দায় আবির্ভাব হয় যখন তার বয়স ১৩ বছর, তাকে প্রথম দেখা গিয়েছিল ব্রিটিশ নাট্য ধারাবাহিক দ্য ব্রিফ এর একটি পর্বে, এটাই ছিল তার প্রথম ছোট পর্দার ভূমিকা। এর কিছু কাল পর, ২০০৪ সালে তাকে ব্রিটিশ চলচ্চিত্র, স্পিভস (২০০৪) এ দেখা যায়, সে চলচ্চিত্র জুড়ে তিনি আলবেনিয়ান অভিবাসী ভূমিকায় অভিনয় করেন এবং আলবেনিয়ান ভাষায়ও কথা বলেন। [১৩] ২০১৩ সালে, রিতাকে ৯০২১০ নামক অনুষ্ঠানে অতিথি তারকা হিসেবে দেখা যায়,তার সাথে মার্কিন চলচ্চিত্র ফাষ্ট এন্ড ফিউরিয়াস ৬ এ তাকে রেইস আহ্বায়কের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল। [১৩] ২০১৪ সালের এপ্রিলে, ওরাকে কোরিয়ান পপ গায়িকা হায়ুনা এর সাথে ফানি অর ডাই নামক অনুষ্ঠানের "গার্ল, ইউ বেটার ওয়াক" নামের পর্বটিতে উপস্থিত হতে দেখা যায়। [১৪] ২০১৫ সালে, তিনি, সেরা বিক্রিত উপন্যাস, ফিফটি শেডস অব গ্রে এর আদলে তৈরী এর চলচ্চিত্র অভিযোজন এ ক্রিস্টিনা গ্রের বোন মিয়ার চরিত্রে অভিনয় করেন।[১৫][১৬] ওরা আসলে চলচ্চিত্রটির উৎপাদন কার্যে এসেছিলেন তা ভেবে যে, তিনি এর গানের সাউন্ডট্রাকে কাজ করবেন, কিন্তু এর বদলে চলচ্চিত্রের পরিচালক স্যাম টেইলর-জনসন তাকে মিয়ার ভূমিকায় অভিনয় করার জন্য পরীক্ষা দেবার জন্য বলেছিল। [১৭][১৮] তিনি দুটি চলচ্চিত্রের ধারাবাহিকে মিয়া হিসেবে তার ভূমিকা পুনঃপ্রতিষ্ঠিত করেন।

২০১২ সালের জানুয়ারী মাসে, পরিকল্পক প্রতিষ্ঠান এডিডাস তাদের ব্রান্ড এডিডাস অরিজিনালস এর নৈমিত্তিক ক্রীড়া বস্ত্র থাতকে আরো শক্তিশালী করার লক্ষে, রিতার সাথে নকশাগত সহযোগিতামূলক কাজ করবে বলে ঘোষণা করে। [১৯][২০] ওরা ব্রান্ডেটির জন্য, তার নিজেস্ব পোশাক সামগ্রীর সঙ্গে পাদুকা এবং আনুষঙ্গিক জিনিসেরও নকশা করেছিলেন। [২১] ২০১৬ সালে, তিনি মহিলাদের অন্তর্বাস সম্ভার এর উপরে, ইতালীয় ফ্যাশন ব্রান্ড টেযেনিসের সাথে কাজ করেন। [২২][২৩]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

""আমার পিতা-মাতা আশা এবং স্বপ্ন নিয়ে আমাদেরকে [আমার বড় বোন এবং আমি] এই দেশে নিয়ে এসেছিল, যেন আমরা ভাল মানের শিক্ষা গ্রহণ করতে পারি, যা আমাদের আকাঙ্খা সমূহেরর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা আমাদের জীবনে কি অর্জন করতে চাই তার জন্যেও। আমি ব্রিটেনে বড় হয়েছি, একটি দেশ যা আমাকে অনেক কিছু দিয়েছে, তাই এর জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু আমার হৃদয় সবসময়েই আমার জন্মভূমি এবং কসোভোর জন্য একটি বিশেষ স্থান থাকবে। "

ওরা আলবেনিয়ান ভাষায় কথা বলেন। তার মা ক্যাথলিক এবং তার বাবা একজন নাম মাত্র মুসলিম[২৪] যখন তাকে তার ধর্মের ব্যাপারে জানতে চাওয়া হয়, ওরা বলেন তিনি নিজেকে একজন ধার্মিক বলে বিবেচনা করেন না কিন্তু "একটি আধ্যাত্মিক ব্যক্তির চেয়েও অধিক মনে করেন।"[২৫] ওরা নিজেকে একজন নারীবাদী হিসেবে বিবেচনা করেন। [২৬][২৭] তার নানা, ওসমান বাজরাকতারী রাশিয়াতে (সেই সময়ে সোভিয়েত ইউনিয়ন এর অংশ ছিল) একজন আলবানিয়ান বাণিজ্যদূত ছিলেন। [২৮][২৯] তার দাদা বেসিম সাহাতচুউ একজন চলচ্চিত্র এবং থিয়েটার পরিচালক ছিলেন।[৩০] ২০১৫ সালের ১০ই জুলাই, গণ প্রজাতন্ত্রী কসোভোর রাষ্ট্রপতি এটিফেটে যাহজাগা রিতাকে লন্ডনে নিযুক্ত সে দেশের সম্মানিত রাষ্ট্রদূত হিসেবে এম্বাসি অব কসোভো, লন্ডন তার নাম ঘোষণা করেন। [৩১][৩২] ওরা, তার তার বাবা-মার সাথে এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী, টনি ব্লেয়ার এবং চেরী ব্লেয়ার সেই অনুষ্ঠানটিতে যোগ দেন, তিনি নিদৃষ্ট করেন "তিনি এমন ভাবে সম্মানিত হতে পেরে তিনি গর্বিত এবং কসোভোর যুবক-যুবতীর সাহায্য করার জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ"। [৩১] তিনি ২০১৩ সালের এপ্রিল থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত স্কটিশ ডিজে কেলভিন হ্যারিস এর সাথে ডেট করেন। [৩৩] তিনি র‍্যাপার রিচার্ড হিলফিজার এক বছর ডেট করার পর ২০১৫ সালের জুলাই মাসে তাদের সম্পর্কের ইতি টানেন। [৩৪]

ডিস্কোগ্রাফী

[সম্পাদনা]

সফর সমূহ

[সম্পাদনা]

Headlining

সমর্থনকারী হিসেবে

চলচ্চিত্র সমূহ

[সম্পাদনা]
চলচ্চিত্র
সাল শিরোনাম ভূমিকা মন্তব্য সমূহ
২০০৪ স্পিভস রোশান্না
২০১৩ ফাস্ট এন্ড ফিউরিয়াস ৬ রেইস আহ্বায়ক[৩৫] অস্বীকৃত
২০১৫ ফিফটি শডস অব গ্রে মিয়া গ্রে
সাউথপাও মারিয়া এস্কোবার
জার্মি স্কট: দ্য পিপলস ডিজাইনার নিজ চরিত্রে
২০১৭ ফিফটি শেডস ডার্কার মিয়া গ্রে
ওয়ান্ডারওয়েল ইয়ানা চিত্রায়ন পরবর্তী কাজ চলছে
২০১৮ ফিফটি শেইস ফ্রেড মিয়া গ্রে চিত্রায়ন পরবর্তী কাজ চলছে
ছোট পর্দায়
সাল শিরোনাম ভূমিকা মন্তব্য সমূহ
২০০৪ দ্য ব্রিফ জ্যাকলিন লিভারমোর পর্ব: "চিল্ড্রেন"
রিতা ওরা সাহাতচুউ হিসেবে স্বীকৃত
২০১২ দ্য এক্স ফ্যাক্টর অতিথি বিচারক ৯ম সিরিজ (লন্ডনের পরীক্ষা সমূহ)
২০১৩ ৯০২১০ নিজ চরিত্রে পর্ব: "মিসারি লাভস কম্পানি"
২০১৪ ক্রিসমাস ইন ওয়াশিংটন নিজ চরিত্রে
২০১৫ দ্য ভয়েজ ইউকে শিক্ষক[৩৬] ৪র্থ সিরিজ
এম্পায়ার নিজ চরিত্রে[৩৭] পর্ব: "হু আই এস"
দ্য এক্স ফ্যাক্টর বিচারক ১২ তম সিরিজ
২০১৬-২০১৭ আমেরাকাস নেক্সট টপ মডেল উপস্থাপিকা সাইকেল ২৩
২০১৭ বয় ব্যান্ড উপস্থাপিকা

অ্যাওয়ার্ড এবং মনোনয়ন সমূহ

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Jeffries, David। "Rita Ora - AllMusic"AllMusic। সংগ্রহের তারিখ মে ২৯, ২০১৭Born in Pristina, Kosovo but raised in London, R&B singer Rita Ora 
  2. Wilson, Gaby (২৫ জানুয়ারি ২০১৪)। "Adidas Confirms Rita Ora Collaboration For Fall/Winter 2014"। MTV। ৮ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৪ 
  3. Daniel, Lane (১৮ মে ২০১৪)। "Rita Ora scores fourth UK Number 1 single with I Will Never Let You Down"। officialcharts.com। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৫ 
  4. Vera Ora. Entry in General Medical Council website - "List of Registered Medical Practitioners"। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৫ 
  5. Rainbird, Ashleigh (২৪ মে ২০১৪)। "Rita Ora on Calvin Harris: Long-distance relationship makes me sad but you make it work"। irishmirror.ie। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৪ 
  6. Maher, Cristin (৭ নভেম্বর ২০১২)। "It's Rita Ora's Older Sister, Elena!"। popcrush.com। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৬ 
  7. "The golden Ora"GQ। ১ আগস্ট ২০১৩। ৪ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৩ 
  8. Longmire, Becca (১০ মে ২০১২)। "Rita Ora Reveals Traumatic Refugee Past"entertainmentwise.com। ৩০ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৫ 
  9. "Rita Ora's My London". London Evening Standard. Retrieved 4 November 2012
  10. "Sylvia Young Theatre School: The youngsters earning fame the hard way"The Telegraph। ১২ জুলাই ২০১৫। 
  11. SoulCulture। "Skullcandy Roc Nation Aviators Presents: Rita Ora | Video"। ২০ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১১ 
  12. "Rita+Ora Last.fm profile"। ১০ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১১ 
  13. Rita Ora IMDb page. Internet Movie Database. Retrieved 30 July 2011.
  14. "Rita Ora Gets Her Walk on in Funny or Die Skit"। rap-up.com। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৪ 
  15. Kroll, Justin (২ ডিসেম্বর ২০১৩)। "Rita Ora to Play Christian Grey's Sister in 'Fifty Shades of Grey'"Variety। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৩ 
  16. Lewis, Hilary (২ ডিসেম্বর ২০১৩)। "'Fifty Shades of Grey' Begins Filming"The Hollywood Reporter। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৩ 
  17. "'Fifty Shades of Grey': Hear The Surprising Story Behind Rita Ora's Part"। MTV। ৭ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৪ 
  18. "Rita Ora on 'Fifty Shades' movie role audition: 'There were a lot of other people in the frame.'"। Pressparty। মার্চ ৫, ২০১৫। 
  19. "Adidas Confirms Rita Ora Collaboration For Fall/Winter 2014"। MTV। ৮ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৪ 
  20. "Details of Rita Ora's collaboration with Adidas revealed"। sneakerfreaker.com। ২১ মে ২০১৪। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৪ 
  21. Neel, Julia (২৪ নভেম্বর ২০১৬)। "Rita Ora Prepares to Launch Her Own Fashion Line in 2017"WWD। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৬ 
  22. Tezenis (২৮ অক্টোবর ২০১৬)। "Rita Ora x Tezenis, capsule collection"। instagram.com। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৬ 
  23. Newman, Vicki (২৮ অক্টোবর ২০১৬)। "Rita Ora strips down to sexy lingerie in new Instagram video"Daily Mirror। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৬ 
  24. Taro Greenfeld, Karl। "Rita Ora Interview - July 2015 Cover Story"। Marie Claire। Hearst Corporation (July 2015 issue)। And that was enough, apparently, to lure their Muslim father, Besnik (Vera is Catholic). The two fled conflict–torn Kosovo in 1991, when Ora was a year old, and settled in London. Her father, who had studied economics, opened his pub–he's not a devout Muslim–and her mother became a psychiatrist. 
  25. Sinclair, Kenya (১ সেপ্টেম্বর ২০১৬)। "'I'm more of a spiritual person': Pop Star, Rita Ora set to sing for Pope Francis during Mother Teresa's canonization celebration"। catholic.org। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৬ 
  26. Edwardes, Charlotte (২৬ অক্টোবর ২০১৪)। "Rita Ora says she's a feminist "in Beyoncé mould""। Daily Life। ১০ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৫ 
  27. Plucinska, Joanna (জুন ৮, ২০১৫)। "Pop-Star Sisterhood Approves Ariana Grande's Feminist Stand"Time। সংগ্রহের তারিখ জুন ৯, ২০১৫ 
  28. "Nëna e Rita Orës "pushton" ballinat botërore" (Albanian ভাষায়)। indeksonline.net। এপ্রিল ১৬, ২০১৫। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৩০, ২০১৫ 
  29. Gjergji, Seremb (সেপ্টেম্বর ৫, ২০১৩)। "Tri femrat që na shndrisin" (Albanian ভাষায়)। seremb.com। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৩০, ২০১৫ 
  30. "Rita Ora: 'You have to make yourself... unforgettable'"London Evening Standard। ১ ফেব্রুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৩ 
  31. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; honorary ambassador নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  32. "Ora named ambassador for Kosovo"Irish Independent। ১০ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৫ 
  33. Hill, Nick (৭ জুন ২০১৪)। "Calvin Harris And Rita Ora Split Up, DJ Confirms on Twitter"। contactmusic.com। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৪ 
  34. "Rita Ora puts on brave face following split from Ricky Hil"। hello magazine। ১৭ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৫ 
  35. "Rita Ora talks 'Fast & Furious 6'"Digital Spy। ২৭ ফেব্রুয়ারি ২০১৩। ২ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৩ 
  36. "Rita Ora joins The Voice UK for fourth series"Digital Spy। ২৪ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৪ 
  37. "First Look: See Jennifer Hudson and Rita Ora on Empire, plus the big stars planned for season 2" 

বহিঃসংযোগ

[সম্পাদনা]