রয়্যাল ক্যানিন
ধরন | সহায়ক |
---|---|
শিল্প | পোষাপ্রাণীর খাদ্য |
প্রতিষ্ঠাকাল | ১৯৬৮ গার্ড, ফ্রান্স |
প্রতিষ্ঠাতা | Jean Cathary |
সদরদপ্তর | এইমারগুসে, গার্ড, ফ্রান্স |
বাণিজ্য অঞ্চল | বিশ্বব্যাপী |
পণ্যসমূহ | কুকুর এবং বিড়ালের খাদ্য |
মালিক | মার্স |
ওয়েবসাইট | www.royalcanin-world.com |
রয়্যাল ক্যানিন বিশ্বব্যাপী কুকুর ও বিড়ালের খাদ্য উৎপাদন এবং সরবরাহ করে। কোম্পানিটি এছাড়াও কুকুর ও বিড়ালদের বংশ এবং উপসর্গের নির্দিষ্ট পুষ্টির প্রয়োজনীয়তা প্রণয়ন এবং পরীক্ষায় গবেষণা পরিচালনা করে থাকে।
বিতর্কিত পৃষ্ঠপোষকতা
[সম্পাদনা]২০১৩ সালে, ফোর পোস নামে একটি আন্তর্জাতিক পশু কল্যাণ গোষ্ঠী, রয়্যাল ক্যানিনের বিরুদ্ধে বিভিন্ন অনুষ্ঠান-কর্মকান্ডে পৃষ্ঠপোষকতা করার অভিযোগ এনেছিলো, যার মধ্যে ইউক্রেনে অবৈধ ভালুক-নিগ্রহ (বি য়ার বাইটিং) আয়োজনে পৃষ্ঠপোষকতা করা অর্থাৎ অার্থিক সহায়তা প্রদান অন্যতম।[১] রয়্যাল ক্যানিন কোম্পানি এই অভিযোগ নিশ্চিত করে[২][৩] এবং এই ধরনের অনুষ্ঠান-কর্মকান্ডে পৃষ্ঠপোষকতার অবসান ঘটানোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেয়।[৪] পরবর্তীতে কোম্পানিটি ভালুক রক্ষাকরণ সমর্থন করার অঙ্গীকার করে এবং একটি বিস্তারিত প্রকল্পের পরিকল্পনা নির্ধারণের জন্য ফোর পোস নামক গোষ্ঠীর সাথে আলোচনা শুরু করে।[৫][৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]টিকা
উদ্ধৃতিসমূহ
গ্রন্থতালিকা
- "Haustierfutter-Firma sponsert Bärenkämpfe" (চেক ভাষায়)। টুয়েন্টি মিনিটেন। ২৩ জুলাই ২০১৩। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৯।
- "রয়্যাল ক্যানিনের বিবৃতি"। রয়্যাল ক্যানিন (যুক্তরাজ্য)। ৪ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৯।
- "রয়্যাল ক্যানিনের বিবৃতি"। রয়্যাল ক্যানিন (জার্মানি)। ২৯ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৯।
- Durward, Jamie (২৭ জুলাই ২০১৩)। "Pet food firm 'sponsored bear-baiting'"। দ্য অবজারভার। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৯।
- বাট, এলিজাবেথ (৩১ জুলাই ২০১৩)। "Royal Canin pledges help after Four Paws bear-baiting controversy"। ডিজিটাল জার্নাল। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৯।
- "Royal Canin pledges Four Paws full support in rescuing baiting bears"। ফোর পোস। ৩১ জুলাই ২০১৩। ২ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৯।