বিষয়বস্তুতে চলুন

রয়্যাল ক্যানিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রয়্যাল ক্যানিন
ধরনসহায়ক
শিল্পপোষাপ্রাণীর খাদ্য
প্রতিষ্ঠাকাল১৯৬৮; ৫৬ বছর আগে (1968)
গার্ড, ফ্রান্স
প্রতিষ্ঠাতাJean Cathary উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সদরদপ্তরএইমারগুসে, গার্ড, ফ্রান্স
বাণিজ্য অঞ্চল
বিশ্বব্যাপী
পণ্যসমূহকুকুর এবং বিড়ালের খাদ্য
মালিকমার্স
ওয়েবসাইটwww.royalcanin-world.com

রয়্যাল ক্যানিন বিশ্বব্যাপী কুকুর ও বিড়ালের খাদ্য উৎপাদন এবং সরবরাহ করে। কোম্পানিটি এছাড়াও কুকুর ও বিড়ালদের বংশ এবং উপসর্গের নির্দিষ্ট পুষ্টির প্রয়োজনীয়তা প্রণয়ন এবং পরীক্ষায় গবেষণা পরিচালনা করে থাকে।

বিতর্কিত পৃষ্ঠপোষকতা

[সম্পাদনা]

২০১৩ সালে, ফোর পোস নামে একটি আন্তর্জাতিক পশু কল্যাণ গোষ্ঠী, রয়্যাল ক্যানিনের বিরুদ্ধে বিভিন্ন অনুষ্ঠান-কর্মকান্ডে পৃষ্ঠপোষকতা করার অভিযোগ এনেছিলো, যার মধ্যে ইউক্রেনে অবৈধ ভালুক-নিগ্রহ (বি য়ার বাইটিং) আয়োজনে পৃষ্ঠপোষকতা করা অর্থাৎ অার্থিক সহায়তা প্রদান অন্যতম।[] রয়্যাল ক্যানিন কোম্পানি এই অভিযোগ নিশ্চিত করে[][] এবং এই ধরনের অনুষ্ঠান-কর্মকান্ডে পৃষ্ঠপোষকতার অবসান ঘটানোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেয়।[] পরবর্তীতে কোম্পানিটি ভালুক রক্ষাকরণ সমর্থন করার অঙ্গীকার করে এবং একটি বিস্তারিত প্রকল্পের পরিকল্পনা নির্ধারণের জন্য ফোর পোস নামক গোষ্ঠীর সাথে আলোচনা শুরু করে।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]

টিকা

উদ্ধৃতিসমূহ

গ্রন্থতালিকা

বহিঃসংযোগ

[সম্পাদনা]