বিষয়বস্তুতে চলুন

মার্জরি মেইন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মার্জরি মেইন
Marjorie Main
জন্ম
ম্যারি টমলিনসন

(১৮৯০-০২-২৪)২৪ ফেব্রুয়ারি ১৮৯০
মৃত্যুএপ্রিল ১০, ১৯৭৫(1975-04-10) (বয়স ৮৫)
লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
সমাধিফরেস্ট লন মেমোরিয়াল পার্ক, হলিউড হিলস
পেশাঅভিনেত্রী, গায়িকা
কর্মজীবন১৯১৬-১৯৫৯
দাম্পত্য সঙ্গীস্ট্যানলি ল্যফেভ্র ক্রেবস (বি. ১৯২১; মৃ. ১৯৩৫)

ম্যারি টমলিনসন (২৪ ফেব্রুয়ারি ১৮৯০ - ১০ এপ্রিল ১৯৭৫), যিনি মার্জরি মেইন নামে পরিচিতি, ছিলেন একজন মার্কিন চরিত্রাভিনেত্রী ও সঙ্গীতশিল্পী। হলিউডের ধ্রুপদী যুগের এই অভিনেত্রী ১৯৪০ ও ১৯৫০-এর দশকে মেট্রো-গোল্ডউইন-মেয়ারের চুক্তিবদ্ধ শিল্পী হিসেবে ও মা অ্যান্ড পা কেটল ধারাবাহিকের দশটি চলচ্চিত্রে মা কেটল চরিত্রে তার কাজের জন্য সর্বাধিক পরিচিত।[] তিনি ভডেভিল ও মঞ্চে অভিনয়ের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীকালে বেশ কিছু ধ্রুপদী চলচ্চিত্রে অভিনয় করেন, তন্মধ্যে রয়েছে ডেড এন্ড (১৯৩৭), দি উইমেন (১৯৩৯), ডার্ক কমান্ড (১৯৪০), দ্য শেফার্ড অব দ্য হিলস (১৯৪১), মিট মি ইন সেন্ট লুইস (১৯৪৪) এবং ফ্রেন্ডলি পারসুয়েশন (১৯৫৬)। তিনি দি এগ অ্যান্ড আই (১৯৪৭) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

মার্জরি মেইন ১৮৯০ সালের ২৪শে ফেব্রুয়ারি ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ম্যারিয়ন কাউন্টির অ্যাক্টনে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম ম্যারি টমলিনসন। তার পিতা রেভারেন্ড স্যামুয়েল জে. টমলিনসন এবং মাতা জেনি এল. (বিবাহপূর্ব ম্যাকগাফি)। তিনি তার পিতামাতার দ্বিতীয় সন্তান। তার মাতামহ ডাক্তার স্যামুয়েল ম্যাকগাফি অ্যাক্টনের চিকিৎসক ছিলেন, এবং তিনিই তার প্রসব করান।[]

টমলিনসনের তিন বছর বয়সে তারা সপরিবারে ইন্ডিয়ানাপোলিসে চলে যান, সেখানে তার পিতা হিলসাইড খ্রিষ্টান গির্জায় পাসটর (ভিন্নমতালম্বী গির্জার যাজক) ছিলেন। চার বছর পর তারা গোশেন ও পরে একহার্টে চলে যান। ১৯০০-এর দশকের শুরুর দিকে টমলিনসন পরিবার ফেয়ারল্যান্ডের নিকটবর্তী একটি খামারবাড়িতে বসতি গড়েন।[]

  1. According to author Ray Banta, birth records on file at Franklin, Indiana, indicate that Mary Tomlinson was born in Clark Township, Johnson County, Indiana, on February 28, 1890[] Other sources report that she was born at a home her grandfather owned in Acton. Main also stated in a letter to a fan that she was born in Acton.[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "অবিচুয়ারি"। ভ্যারাইটি। ১৬ এপ্রিল ১৯৭৫। পৃষ্ঠা ৯৫। 
  2. বান্টা ১৯৯০, পৃষ্ঠা ১১১।
  3. প্রাইস, নেলসন (১৯৯৭)। Indiana Legends: Famous Hoosiers from Johnny Appleseed to David Letterman (৩য় সংস্করণ)। এমিস বুকস। পৃষ্ঠা ১৩০। আইএসবিএন 1-57860-006-5 
  4. হেনরিকস ২০০০, পৃষ্ঠা ৩৪।
  • বান্টা, রে (১৯৯০)। Indiana's Laughmakers: The Story of over 400 Hoosiers, Actors, Cartoonists, Writers, and Others। ইন্ডিয়ানাপোলিস: পেনআল্টিমেট প্রেস। পৃষ্ঠা ১১১। আইএসবিএন 0929808002 
  • হেনরিকস, সিলভিয়া সি. (Winter ২০০০)। "Marjorie Main: 'Good for a Lot of Laughs'"ট্রেসেস অব ইন্ডিয়ানা অ্যান্ড মিডওয়েস্টার্ন হিস্ট্রি (ইংরেজি ভাষায়)। ইন্ডিয়ানাপোলিস: ইন্ডিয়ানা হিস্ট্রিক্যাল সোসাইটি। ১২ (১): ৩৪। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]