মঙ্গোলীয় মালভূমি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মঙ্গোলীয় মালভূমি
ঐতিহ্যবাহী চীনা 蒙古高原
সরলীকৃত চীনা 蒙古高原

মঙ্গোলীয় মালভূমি হল মধ্য এশিয়া মালভূমির অংশ যা ৩৭°৪৬′-৫৩°০৮′উ ও ৮৭°৪০′-১২২°১৫′পূ এর মাঝে অবস্থিত এবং এর আয়তন আনুমানিক ৩২,০০,০০০ বর্গকিলোমিটার (১২,০০,০০০ মা)। এর পূর্বদিকে বৃহত্তর হিংগান পর্বতমালা, দক্ষিণে ইয়িন পর্বতমালা, পশ্চিমে আলতাই পর্বতালা এবং উত্তরে সায়ানখেন্টি পর্বতমালা রয়েছে।[১] এই মালভূমিতে গোবি মরুভূমির পাশাপাশি রয়েছে শুষ্ক প্রান্তর অঞ্চল। এর উচ্চতা ১,০০০ থেকে ১,৫০০ মিটার যার সর্বনিম্ন বিন্দু হুলুনবুইর এবং উচ্চতম বিন্দু আলতাইয়ে অবস্থিত।[১]

রাজনৈতিকভাবে, এই মালভূমিটি মঙ্গোলিয়া, চীনরাশিয়ার মাঝে বিভক্ত। চীনে অন্তর্দেশীয় মঙ্গোলিয়াজিনজিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের অংশবিশেষ এই মালভূমিতে অবস্থিত। রাশিয়াতে বুরিয়াটিয়া ও দক্ষিণ ইরকুটস্ক ওব্লাস্ট দুটির অংশবিশেষ নিয়ে মালভূমিটি গঠিত হয়েছে।

ইতিহাস[সম্পাদনা]

এই মালভূমি (কালানুক্রমিকভাবে) শিওঙ্গদু, শিয়ানবেই, গোকতুর্ক, ট্যাং রাজবংশ, লিয়াও রাজবংশ, মঙ্গোল সাম্রাজ্য, ইউয়ান রাজবংশ, উত্তর ইউয়ান রাজবংশ এবং চিং রাজবংশ সহ বিভিন্ন গোষ্ঠী বসবাস এবং জয়লাভ করেছে।

পরিবেশ পরিবর্তন[সম্পাদনা]

মঙ্গোলীয় মালভূমির অনেক হ্রদ যেমন কাগান নুরজিনকাই হ্রদ গুলোর পৃষ্ঠের ক্ষেত্রফলের দুই-তৃতীয়াংশ সঙ্কুচিত হয়ে গেছে। কিছু হ্রদ সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে; হুয়াংকিহাই হ্রদনাইমান জিহু ১৯৮০ থেকে ২০১০ এর মধ্যে সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। অন্যদিকে কিছু হ্রদ যেমন পূর্ব জুয়ান লেক এবং হাদ পাওজি সম্প্রসারিত হয়েছে, গড়ে হ্রদগুলোর মোট ভূপৃষ্ঠের আয়তন ৩০% সঙ্কুচিত হয়েছে।[২][৩]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Zhang, Xueyan; Hu, Yunfeng; Zhuang, Dafang; Qi, Yongqing; Ma, Xin (২০০৯)। "NDVI spatial pattern and its differentiation on the Mongolian Plateau"। Journal of Geographical Sciences। Springer-Verlag। 19 (4): 405। ডিওআই:10.1007/s11442-009-0403-7 
  2. "Shrinking Lakes on the Mongolian Plateau"NASA। ৮ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৬ 
  3. Tao, Shengli; Fang, Jingyun; Zhao, Xia; Zhao, Shuqing; Shen, Haihua; Hu, Huifeng; Tang, Zhiyao; Wang, Zhiheng; Guo, Qinghua (১৭ ফেব্রুয়ারি ২০১৫)। "Rapid loss of lakes on the Mongolian Plateau"Proceedings of the National Academy of Sciences112 (7): 2281–2286। ডিওআই:10.1073/pnas.1411748112অবাধে প্রবেশযোগ্যপিএমআইডি 25646423পিএমসি 4343146অবাধে প্রবেশযোগ্য 

বহিঃসংযোগ[সম্পাদনা]

  • John, Ranjeet; ও অন্যান্য (২০১৩)। "Vegetation response to extreme climate events on the Mongolian Plateau from 2000 to 2010"। Environmental Research Letters। IOP Publishing। 8 (3): 035033। ডিওআই:10.1088/1748-9326/8/3/035033অবাধে প্রবেশযোগ্য 
  • "Mongolian Plateau region, Mongolia and China"Britannica.comEncyclopædia Britannica। ২ আগস্ট ১৯৯৯। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৬