বিষয়বস্তুতে চলুন

ব্রজ পরিক্রমা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ব্রজ মন্ডল পরিক্রমা, যাহাকে ব্রজ যাত্রা বা (ব্রজ তীর্থযাত্রা) ও বলা হয় ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের বৃন্দাবন পায়ে হেঁটে তীর্থযাত্রা বৃন্দাবনের ৮৪ ক্রোম ব্রজ মন্ডল অঞ্চল পরিক্রমা করা হয়, বর্তমানে নিম্বার্ক সম্প্রদায়ের দারানুবর্তী ৫৭তম আচাৰ্য অখিল ভারতীয় বৈষ্ণব চতুঃসম্প্রদায়ের শ্রীমহন্ত রাসবিহারীদাস কাঠিয়াবাবা মহারাজের নেতৃত্বাধীন পরিচালিত হয় এই পরিক্রমা।[]

ইতিহাস

[সম্পাদনা]

ব্রজ মন্ডল পরিক্রমা, যাহাকে ব্রজ যাত্রা (ব্রজ তীর্থযাত্রা) ও বলা হয়। ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের সাথে সম্পর্কিত একটি তীর্থযাত্রা। যেখানে ৮৪ ক্রোম ব্রজ মন্ডল অঞ্চল পরিক্রমা করা হয়। যা পায়ে হেঁটে ভ্রমণের পথ। হাঁটার গতির উপর নির্ভর করে ১ থেকে ২ মাস পর্যন্ত সময় লাগে। নিম্বার্ক সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতি ধারা অনুসারে বৈষ্ণব মহন্ত নাগাজি মহারাজ প্রায় ৫৩০ বছর আগে ৮৪ ক্রোশ ব্রজ পরিক্রমার শুভ সূচনা করেছিলেন। যেহেতু এটি বৈদিক যুগের ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ এবং মহাভারতের সাথে সংযুক্ত , তাই এটি হিন্দুধর্মের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রাচীন তীর্থযাত্রা। এটি হরিয়ানা রাজ্যের "কুরুক্ষেত্রের ৪৮ ক্রোশ পরিক্রমা", উত্তর প্রদেশ রাজ্যের মথুরায় "ব্রজ পরিক্রমা" এবং দ্বারকাধীশ মন্দিরের "দ্বারকা পরিক্রমা" (দ্বারকাধীশ যাত্রা) "কৃষ্ণ"।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Cochrane, Janet (২০০৮)। Asian Tourism: Growth and Change (ইংরেজি ভাষায়)। Elsevier। আইএসবিএন 978-0-08-045356-9