শহিদুল ইসলাম মাস্টার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শহিদুল ইসলাম মাস্টার
সংসদ সদস্য
ব্যক্তিগত বিবরণ
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল

শহিদুল ইসলাম মাস্টার ছিলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং ঝিনাইদহ-৩ থেকে নির্বাচিত সাবেক সাংসদ।

প্রাথমিক জীবন[সম্পাদনা]

শহিদুল ইসলাম মাস্টার ১৯৫০ সালে ভালাইপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম রাহাতুল্লাহ সরদার এবং মায়ের নাম আলফাতুনেচ্ছা বেগম। তিনি মহেশপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও যশোর এমএম কলেজ থেকে এইচএসসি ও বিএ এবং ঢাকা মোহাম্মদপুর কারিগরী কলেজ থেকে বিপিএড পরীক্ষায় উর্ত্তীর্ণ হন। তিনি ১৯৭৪ সালের ১ নভেম্বর মহেশপুর উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করেন।[১]

কর্মজীবন[সম্পাদনা]

শহিদুল আলম ১৯৯১, ১৯৯৬, ১৯৯৬, এবং ২০০১ সালের নির্বাচনে ঝিনাইদহ-৩ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ছিলেন।[২] ২০০৮ সালে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা তার মনোনয়ন তার পাওয়ার বিরুদ্ধে প্রচার চালায় এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিলেন। তার বিরুদ্ধে আদালতে ৫ টি চাঁদাবাজির মামলা এবং ত্রাণ সামগ্রীর দুটি অপব্যবহারের মামলা দায়ের করা হয়েছিলো।[৩]

মৃত্যু[সম্পাদনা]

২১ এপ্রিল ২০১৬ তারিখে তিনি মৃত্যুবরণ করেন।[৪] তিনি দীর্ঘদিন ধরে লিভারজনিত রোগে ভুগছিলেন। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ঝিনাইদহের সাবেক এমপি শহিদুল ইসলাম মাস্টার আর নেই | banglatribune.com"বাংলা ট্রিবিউন। ২১ এপ্রিল ২০১৬। ১০ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৯ 
  2. "ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি শহিদুল ইসলাম মাস্টারের ইন্তেকাল"কালের কণ্ঠ। ২১ এপ্রিল ২০১৬। 
  3. "Party men demand trial of ex-BNP MP in Jhenidah"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০০৮-০২-০৯। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৫ 
  4. "সাবেক সাংসদ শহিদুল ইসলাম মারা গেছেন"m.bdnews24.com। ২১ এপ্রিল ২০১৬। ৯ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৯