বিশ্ব শিক্ষক দিবস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিশ্ব শিক্ষক দিবস
আতাতুর্ক এক তুর্কি শিশুকে বর্ণমালা শেখাচ্ছেন (ইস্তানবুলে একটি মূর্তি)
পালনকারীশিক্ষক সংগঠন বিশ্বব্যাপী
তারিখ৫ অক্টোবর
সংঘটনপ্রতি বছর
সম্পর্কিতশিক্ষক দিবস

বিশ্ব শিক্ষক দিবস হচ্ছে ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব ব্যাপী পালিত হয়ে থাকে। এই দিবসটি শিক্ষকদের যথাযথ সম্মান রক্ষা এবং সমাজে তাঁদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়।

ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়।[১][২]

বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে থাকে।[৩] এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে। দিবসটি উপলক্ষে ইআই প্রতি বছর একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে থাকে যা জনসচেতনতা বৃদ্ধির সাথে সাথে শিক্ষকতা পেশার অবদানকেও স্মরণ করিয়ে দেয়।

উদযাপন[সম্পাদনা]

বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করার জন্য, জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) এবং এডুকেশন ইন্টারন্যাশনাল(ইআই) প্রতি বছর একটি প্রচারণা চালায় যাতে বিশ্বকে শিক্ষকদের সম্পর্কে আরও ভালভাবে বোঝাতে পারে যে, তারা শিক্ষার্থী এবং সমাজকে বিকশিত করতে কতটা ভূমিকা পালন করে। [৪]তাই তারা তাদের প্রচারণার জন্য বিভিন্ন বেসরকারি সংস্থার সাথে কাজ করে, যেমন— গণমাধ্যম সংস্থার সাহায্যে তারা তাদের কাজ সম্পাদন করে। প্রচারণাটি প্রতি বছর ভিন্ন ভিন্ন থিমে আলোকপাত করে থাকে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "World Teachers' Day - 5 October 2017"UNESCO (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৯-১৩। সংগ্রহের তারিখ ২০২৩-১০-০৮ 
  2. "World Teachers' Day - 5 September 2017"UNESCO (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৯-১৩। সংগ্রহের তারিখ ২০১৭-১০-০৬ 
  3. "World Teachers Day 2018 - National Awareness Days Events Calendar 2018 & 2019"National Awareness Days Events Calendar 2018 & 2019 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-১১ 
  4. Power, Colin (২০১৪)। The Power of Education!: Education for All, Development, Globalisation and UNESCO। Springer। পৃষ্ঠা 191। আইএসবিএন 9789812872210 

বহি:সংযোগ[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]