নাগ নদী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
"Nag River" পাতাটি অনুবাদ করে তৈরি করা হয়েছে
(কোনও পার্থক্য নেই)

০৬:০৯, ১০ ডিসেম্বর ২০২১ তারিখে সংশোধিত সংস্করণ

নাগ নদী

নাগ নদী ( মারাঠি : नाग नदी) ভারতের মহারাষ্ট্রের নাগপুর শহরের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী । নাগ নদীর নামেই নাগপুর নামের ব্যুৎপত্তি ।

ওয়াদির কাছে লাভা পাহাড়ে উৎপন্ন হয়ে নাগ নদীটি কানহান - পেঞ্চ নদী অববাহিকার একটি অংশ গঠন করে। । নাগ ও পিওলি নদীর সঙ্গমস্থল পবনগাঁওয়ের কাছে, নাগ ও পোরা নদীর সঙ্গমস্থল তিতুরের কাছে এবং নাগ ও কানহান নদীর সঙ্গমস্থল সাওয়াঙ্গী গ্রামের কাছে। [১] করুণ অবস্থার জন্যে ২০০১ সালে নাগপুর শহরের ঐতিহ্য তালিকা থেকে নাগ নদীর নামটি সরানো হয় যদিও ২০১৫ সালের নভেম্বর মাসে বিভিন্ন প্রচেষ্টার পরে নাগ নদীকে শহরের ঐতিহ্য তালিকায় পুনঃস্থাপন করা হয়েছে [২]

নদীটি নাগপুরের নিষ্কাশন হিসাবে কাজ করে এবং এর ফলে শহর থেকে আসা শহুরে বর্জ্য দ্বারা এর বাস্তুতন্ত্র ব্যাপকভাবে দূষিত হয়

পুনর্জীবন এবং সৌন্দর্যায়ন

২০১৯ সালের নভেম্বরে জাতীয় নদী সংরক্ষণ অধিদপ্তর দ্বারা ২৪৩৪ কোটি টাকা ব্যয়ে নাগ নদীর পুনর্জীবন ও পরিষ্কারকরণ করা হয়েছিল। [৩] নদী পুনরুজ্জীবন প্রকল্পে কেন্দ্র ৬০%, রাজ্যের ২৫% এবং নাগপুর মহানগর পালিকা-এর অবশিষ্ট ১৫% ব্য্য বহন করেছে। জাপান আন্তর্জাতিক সহযোগিতা এজেন্সি কেন্দ্র ও রাজ্যের শেয়ারের জন্য দীর্ঘমেয়াদী ঋণ অনুমোদন করেছে। প্রকল্পটি নাগ নদীর সাথে পিওলি নদীর পুনর্জীবনেও ব্যবহৃত হয় এবং এটি সম্পূর্ণ হতে চার বছর সময় লাগবে বলে অনুমান করা হয়। নাগপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন (NMC) ১৬০০ কোটি টাকার নাগ রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টও তৈরি করছে। ফ্রান্স ভিত্তিক এএফডি (ফরাসি উন্নয়ন সংস্থা) বিস্তারিত প্রকল্প প্রতিবেদন তৈরি করছে এবং সম্ভবত প্রকল্পটির জন্য দীর্ঘমেয়াদী ঋণ অনুমোদন করবে। [৪]

তথ্যসূত্র

 

  1. "Nag River Basin"। ২০১১-১০-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "Heritage status for Nag river"The Times of India। ২০১৩-০৬-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. Mundhada, Tejas। "Nag River will finally be rejuvenated"The Live Nagpur (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১২ 
  4. Nov 6, Anjaya Anparthi | TNN |; 2019। "Nag river rejuvenation: NRCD clears Rs2,434cr escalated cost | Nagpur News - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১২