কংকা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
৪৮ নং লাইন: ৪৮ নং লাইন:
ডানার উপরিতল কালো ,তবে পিছনের ডানার অধিকাংশ অংশই হলুদাভ সাদা।
ডানার উপরিতল কালো ,তবে পিছনের ডানার অধিকাংশ অংশই হলুদাভ সাদা।


'''সামনের ডানা''' : সামনের ডানার উপরিতল কালো। সেলের বহি:প্রান্তভাগে চওড়া ও তীর্যকভাবে অবস্থিত একটি সাদা লম্বাটে দাগ এবং বক্রাকার একসারি সাদা সাব-টার্মিনাল ছোপ লক্ষ্য করা যায়। উক্ত ছোপসারির শীর্ষভাগের (apical) ছোপগুলি লম্বাটে ও বাইরের দিকে বর্শা বা বল্লম -এর মতো তীক্ষ্ণ (speare -headed) এবং নিচের দিকের ছোপগুলি ছোট।
'''সামনের ডানা''' : সামনের ডানার উপরিতল কালো। সেলের বহি:প্রান্তভাগে চওড়া ও তীর্যকভাবে অবস্থিত একটি সাদা লম্বাটে দাগ এবং বক্রাকার একসারি সাদা সাব-টার্মিনাল ছোপ লক্ষ্য করা যায়। উক্ত ছোপসারির শীর্ষভাগের (apical) ছোপগুলি লম্বাটে ও বাইরের দিকে বর্শা বা বল্লম -এর মতো তীক্ষ্ণ (speare -headed) এবং নিচের দিকের ছোপগুলি ছোট।<ref name="A Naturalist's Guide to the Butterflies of India">{{বই উদ্ধৃতি|শেষাংশ১=Peter|প্রথমাংশ১=Smetacek|শিরোনাম=A Naturalist's Guide to the Butterflies of India Pakistan, Nepal, Bhutan, Bangladesh and Sri Lanka|তারিখ=2018|প্রকাশক=Prakash Books India Pvt. Ltd.|অবস্থান=New Delhi|পাতা=৫৫|সংস্করণ=1st|আইএসবিএন=978 81 7599 406 5|ভাষা=ইংরেজি}}</ref>

'''পিছনের ডানা''' : পিছনের ডানায় কোস্টা ও টার্মেন চওড়াভাবে কালো। ডানার বাকি অংশ হলুদাভ সাদা ও হালকাভাবে কালো আঁশের ছিটেযুক্ত। ডানার নিম্নতলের বেসাল অংশস্থ ও কোস্টার সামান্য নিচে অবস্থিত সিঁদুররঙা লম্বাটে দাগটি উপরিতলে স্বচ্ছতার কারণে অস্পষ্টভাবে দৃশ্যমান। চওড়া কালো সাব-টার্মিনাল অংশে অস্পষ্ট ফ্যাকাশে সাদা ছোপের একটি বক্রাকার সারি বর্তমান।
'''পিছনের ডানা''' : পিছনের ডানায় কোস্টা ও টার্মেন চওড়াভাবে কালো। ডানার বাকি অংশ হলুদাভ সাদা ও হালকাভাবে কালো আঁশের ছিটেযুক্ত। ডানার নিম্নতলের বেসাল অংশস্থ ও কোস্টার সামান্য নিচে অবস্থিত সিঁদুররঙা লম্বাটে দাগটি উপরিতলে স্বচ্ছতার কারণে অস্পষ্টভাবে দৃশ্যমান। চওড়া কালো সাব-টার্মিনাল অংশে অস্পষ্ট ফ্যাকাশে সাদা ছোপের একটি বক্রাকার সারি বর্তমান।


৬১ নং লাইন: ৬০ নং লাইন:


== আচরণ ==
== আচরণ ==
এই প্রজাতির উড়ান দুর্বল। ফুলে বসে মধুপান করা এদের প্রিয় অভ্যাস। উঁচু ফুলে ভরা গাছেও প্রায়শই এদের উড়তে ও বসতে দেখা যায়। পুরুষ নমুনা ভিজে মাটিতে মাড-পাডলিংএ অভ্যস্ত। হিমালয়ের ১৫০০ মিটারের নিচু উচ্চতাসম্পন্ন উষ্ণ পার্বত্য উপত্যকা ও মুক্ত বনাঞ্চল এই প্রজাতির বিশেষ পছন্দের বাসভূমি। সাধারণত মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত এদের দেখা মেলে।<ref>{{বই উদ্ধৃতি|শেষাংশ১=Pratap Singh|প্রথমাংশ১=Arun|শিরোনাম=''Butterflies of India''|তারিখ=2011|প্রকাশক=Om Books International|অবস্থান=Utter Pradesh|আইএসবিএন=978-93-80069-60-9|পাতাসমূহ=45|সংস্করণ=1st}}</ref>
এই প্রজাতির উড়ান দুর্বল। ফুলে বসে মধুপান করা এদের প্রিয় অভ্যাস।<ref name="A Naturalist's Guide to the Butterflies of India"/> উঁচু ফুলে ভরা গাছেও প্রায়শই এদের উড়তে ও বসতে দেখা যায়। পুরুষ নমুনা ভিজে মাটিতে মাড-পাডলিংএ অভ্যস্ত। হিমালয়ের ১৫০০ মিটারের নিচু উচ্চতাসম্পন্ন উষ্ণ পার্বত্য উপত্যকা ও মুক্ত বনাঞ্চল এই প্রজাতির বিশেষ পছন্দের বাসভূমি। সাধারণত মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত এদের দেখা মেলে।<ref>{{বই উদ্ধৃতি|শেষাংশ১=Pratap Singh|প্রথমাংশ১=Arun|শিরোনাম=''Butterflies of India''|তারিখ=2011|প্রকাশক=Om Books International|অবস্থান=Utter Pradesh|আইএসবিএন=978-93-80069-60-9|পাতাসমূহ=45|সংস্করণ=1st}}</ref>


== তথ্যসূত্র ==
== তথ্যসূত্র ==

০৫:৪৪, ১২ নভেম্বর ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

কংকা
(Redspot Jezebel)
ডানা বন্ধ অবস্থায়
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Arthropoda
শ্রেণী: Insecta
বর্গ: Lepidoptera
পরিবার: Pieridae
গণ: Delias
প্রজাতি: D. descombesi
দ্বিপদী নাম
Delias descombesi
Boisduval, 1836

কংকা[১] (বৈজ্ঞানিক নাম: Delias descombesi(Boisduval)) ‘পিয়েরিডি’ (Pieridae) গোত্র ও 'পাইরিনি' (Pierinae) উপ-গোত্রের অন্তর্ভুক্ত প্রজাপতি।

আকার

কংকা এর প্রসারিত অবস্থায় ডানার আকার ৬৫-৯০ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[১]

উপপ্রজাতি

ভারতে প্রাপ্ত কংকা এর উপপ্রজাতি হল-[২]

  • Delias descombesi descombesi Boisduval, 1836 – Vietnamese Red-spot Jezebel

বিস্তার

ভারতে পশ্চিমবঙ্গ, সিকিম থেকে অরুণাচল প্রদেশ, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমারের ট্যানিনথারি (Tanintharyi) অঞ্চল, থাইল্যান্ড, ভিয়েতনাম ও মালয় উপদ্বীপ এর বিভিন্ন অঞ্চলে এদের দেখা যায়।[৩]

বর্ণনা

প্রজাপতির দেহাংশের পরিচয় বিষদ জানার জন্য প্রজাপতির দেহ এবং ডানার অংশের নির্দেশিকা দেখুন:-

পুরুষ

ডানার উপরিতল অস্বচ্ছ সাদা ও সরু কালো শিরার দাগ দ্বারা অস্পষ্টভাবে চিত্রিত।

সামনের ডানা : কোস্টা ও টার্মিনাল প্রান্তরেখা সরুভাবে কালো। ডানার একদম গোড়ার দিকের অংশ (extreme base), শীর্ষভাগ (apex) চওড়াভাবে এবং সাব-টার্মিনাল অংশ কমবেশি ঘনভাবে কালো আঁশে ছাওয়া। টার্মেন-এর কালো সীমারেখা (border) নিচের দিকে ক্রমশ সরু ও অধিকতর ফ্যাকাশে হয়ে গেছে।

পিছনের ডানা : টার্মেন সরুভাবে কালো ও সাব-টার্মিনাল অংশ কালো আঁশের ছিটেযুক্ত। ডানার একদম গোড়ার দিকের অংশ (extreme base) কালো ও ঘনভাবে কালো আঁশে ছাওয়া। ডরসাম ফ্যাকাশে কালচে ও টর্নাস অংশে হালকা হলুদের ছোঁয়া লক্ষ্য করা যায়।

ডানার নিম্নতলের মূল রঙ সামনের ডানায় কালো ও পিছনের ডানায় হলুদ।

সামনের ডানা : সামনের ডানার মূল রঙ কালো। সেল-এর শেষভাগে ও ডিসকো-সেলুলার অংশে কোস্টার সামান্য নিচে তীর্যকভাবে অবস্থিত একটি ছোট ও চওড়া বন্ধনী দেখা যায়। এপিক্যাল (epical) অংশ থেকে টার্মেন বরাবর টার্মিনাল প্রান্তরেখা (margin) স্পর্শ না করে কতগুলি লম্বাটে চওড়া ও প্রায় গোলাকৃতি সাদা ছোপের সারি বর্তমান। উক্ত ছোপসারির উপরিভাগের ছোপগুলি লম্বাটে, ভিতরের দিকে তীক্ষ্ণ ও চওড়া, ঈষদ হলুদাভ সাদা ও কালো আঁশে ছাওয়া এবং নিম্নভাগের ছোপগুলি প্রায় গোলাকার, সাদা ও কমবেশি কালো আঁশের ছিটেযুক্ত। ডানার উভয় প্বার্শেই ১ থেকে ৪ নম্বর শিরা ধূসর বর্ণের।

পিছনের ডানা : পিছনের ডানা ক্রোমিয়ামএর ন্যায় উজ্জ্বল হলুদ। কোস্টা ও টার্মেন চওড়াভাবে কালো। কোস্টার সামান্য নিচে (৭ নম্বর ইন্টারস্পেসে) বেসাল অংশে কোস্টার মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত একটি লম্বাটে ও প্রায় ডিম্বাকৃতি সিঁদুররঙা ছোপ বর্তমান। উক্ত ছোপটির বহি:প্রান্ত তীক্ষ্ণ ও অস্পষ্ট। হলুদ টার্মিনাল প্রান্তরেখা বরাবর সাব-টার্মিনাল অংশে একসারি বিভিন্ন আকৃতির বড় হলুদ ছোপ টর্নাসের আগে পর্যন্ত বিস্তৃত। উক্ত হলুদ ছোপগুলির মধ্যে টর্নাসের নিকটস্থ ছোপটি সবচেয়ে ছোট। কালো সাব-টার্মিনাল অংশের ভিতরের প্রান্তরেখা (margin) প্রতিটি ইন্টারস্পেসে শঙ্কু আকৃতির গঠন সৃষ্টি করেছে।[৪]

স্ত্রী

ডানার উপরিতল কালো ,তবে পিছনের ডানার অধিকাংশ অংশই হলুদাভ সাদা।

সামনের ডানা : সামনের ডানার উপরিতল কালো। সেলের বহি:প্রান্তভাগে চওড়া ও তীর্যকভাবে অবস্থিত একটি সাদা লম্বাটে দাগ এবং বক্রাকার একসারি সাদা সাব-টার্মিনাল ছোপ লক্ষ্য করা যায়। উক্ত ছোপসারির শীর্ষভাগের (apical) ছোপগুলি লম্বাটে ও বাইরের দিকে বর্শা বা বল্লম -এর মতো তীক্ষ্ণ (speare -headed) এবং নিচের দিকের ছোপগুলি ছোট।[৫] পিছনের ডানা : পিছনের ডানায় কোস্টা ও টার্মেন চওড়াভাবে কালো। ডানার বাকি অংশ হলুদাভ সাদা ও হালকাভাবে কালো আঁশের ছিটেযুক্ত। ডানার নিম্নতলের বেসাল অংশস্থ ও কোস্টার সামান্য নিচে অবস্থিত সিঁদুররঙা লম্বাটে দাগটি উপরিতলে স্বচ্ছতার কারণে অস্পষ্টভাবে দৃশ্যমান। চওড়া কালো সাব-টার্মিনাল অংশে অস্পষ্ট ফ্যাকাশে সাদা ছোপের একটি বক্রাকার সারি বর্তমান।

ডানার নিম্নতল পুরুষ নমুনার প্রায় অনুরূপ ,তবে পিছনের ডানায় খানিক সাদৃশ্যহীন।

সামনের ডানা: সামনের ডানার নিম্নতল উপরিতলেরই অনুরূপ ও পুরুষ নমুনার নিম্নতলের সামনের ডানার সহিত সাদৃশ্যযুক্ত, শুধুমাত্র মধ্যবর্তী শিরা ও ২ থেকে ৪ নম্বর শিরা বরাবর ধূসর বর্ডার স্ত্রী নমুনাতে খুব সরু।

পিছনের ডানা : পিছনের ডানার নিম্নতলের বেসাল সিঁদুররঙা ছোপটি ও অন্যান্য দাগ-ছোপগুলি পুরুষ নমুনার অনুরূপ, তবে পুরুষ নমুনার ক্রোমিয়ামের ন্যায় উজ্জ্বল হলুদ রঙ স্ত্রী নমুনায় অনুপস্থিত। স্ত্রী নমুনায় সেল (আংশিকভাবে), বেসাল অংশ ও ডরসাম ঈষদ হলুদাভ ও কালো আঁশের ছিটেযুক্ত ; বাকি অংশ ফ্যাকাশে সাদা।

উভয় নমুনাতেই শুঙ্গ কালো; মাথা ,বক্ষদেশ (thorux) ও উদর উপরিতলে ধূসর এবং নিম্নতলে সাদা।[৪][৬]

আচরণ

এই প্রজাতির উড়ান দুর্বল। ফুলে বসে মধুপান করা এদের প্রিয় অভ্যাস।[৫] উঁচু ফুলে ভরা গাছেও প্রায়শই এদের উড়তে ও বসতে দেখা যায়। পুরুষ নমুনা ভিজে মাটিতে মাড-পাডলিংএ অভ্যস্ত। হিমালয়ের ১৫০০ মিটারের নিচু উচ্চতাসম্পন্ন উষ্ণ পার্বত্য উপত্যকা ও মুক্ত বনাঞ্চল এই প্রজাতির বিশেষ পছন্দের বাসভূমি। সাধারণত মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত এদের দেখা মেলে।[৭]

তথ্যসূত্র

  1. A Pictorial Guide Butterflies of Gorumara National Park (2013 সংস্করণ)। Department of Forests Government of West Bengal। পৃষ্ঠা 53। 
  2. "Delias descombesi Boisduval, 1836 – Red-spot Jezebel"। ১৩ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৮ 
  3. Kunte, Krushnamegh (২০১৩)। Butterflies of The Garo Hills। Dehradun: Samrakshan Trust, Titli Trust and Indian Foundation of Butterflies। পৃষ্ঠা 160। 
  4. Isaac, Kehimkar (২০০৮)। The book of Indian Butterflies (ইংরেজি ভাষায়) (1st সংস্করণ)। নতুন দিল্লি: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা 186। আইএসবিএন 978 019569620 2 
  5. Peter, Smetacek (২০১৮)। A Naturalist's Guide to the Butterflies of India Pakistan, Nepal, Bhutan, Bangladesh and Sri Lanka (ইংরেজি ভাষায়) (1st সংস্করণ)। New Delhi: Prakash Books India Pvt. Ltd.। পৃষ্ঠা ৫৫। আইএসবিএন 978 81 7599 406 5 
  6. Bingham, C.T. (১৯০৭)। The Fauna of British India, Including Ceylon and BurmaII (1st সংস্করণ)। London: Taylor and Francis, Ltd.। 
  7. Pratap Singh, Arun (২০১১)। Butterflies of India (1st সংস্করণ)। Utter Pradesh: Om Books International। পৃষ্ঠা 45। আইএসবিএন 978-93-80069-60-9