বহিঃক্ষরা গ্রন্থি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সোয়াইব (আলোচনা | অবদান)
সোয়াইব (আলোচনা | অবদান)
৩২ নং লাইন: ৩২ নং লাইন:
* গ্রন্থিময় অংশটি নলাকৃতির অথবা এসিনাসময় হতে পারে অথবা দুইটির মিশ্রণেও হতে পারে(বলা হয় নলযুক্ত এসিনার)। যদি গ্রন্থিময় অংশটি শাখন্নিত হয় তবে এই গ্রন্থিকে শাখান্নিত গ্রন্থি বলা হয়।
* গ্রন্থিময় অংশটি নলাকৃতির অথবা এসিনাসময় হতে পারে অথবা দুইটির মিশ্রণেও হতে পারে(বলা হয় নলযুক্ত এসিনার)। যদি গ্রন্থিময় অংশটি শাখন্নিত হয় তবে এই গ্রন্থিকে শাখান্নিত গ্রন্থি বলা হয়।


===ক্ষরণের পদ্ধতি===
===ক্ষরণের পদ্ধতির উপর ভিত্তি করে===
বহি:ক্ষরা গ্রন্থি are named apocrine glands, holocrine glands, or merocrine glands based on how their products are excreted.<ref name="wheater" />
বহি:ক্ষরা গ্রন্থি গুলোকে তাদের ক্ষরণের পদ্ধতির উপর ভিত্তি করে অ্যাপোক্রাইন গ্রন্থি, মেরোক্রাইন গ্রন্থি হলক্রাইন গ্রন্থি নামে ভাগ করা যায়<ref name="wheater" />
* মেরোক্রাইন ক্ষরণ – কোষ তাদের পদার্থ ক্ষরণ করে এক্সো সাইটোসিসের মাধ্যমে; যেমন অগ্ন্যাশয়ের এসিনার কোষ।
* [[Merocrine]] secretion – cells excrete their substances by [[exocytosis]]; for example, pancreatic acinar cells.
* অ্যাপোক্রাইন ক্ষরণ – কোষ প্রাচীরের একটি অংশ যা ক্ষরিত পদার্থ বহন করে।
* [[Apocrine]] secretion – a portion of the [[cell membrane]] that contains the excretion buds off.
* হলক্রাইন ক্ষরণ – পুরো কোষটি ভেঙে যায় এর পদার্থ ক্ষরণের জন্য; যেমন ত্বক এবং নাকের সেবাসিয়াস গ্রন্থি।
* [[Holocrine]] secretion – the entire cell disintegrates to excrete its substance; for example, sebaceous glands of the [[skin]] and nose.


===ক্ষরিত বাই প্রোডাক্ট===
===ক্ষরিত পদার্থের উপর ভিত্তি করে===
* [[Serous gland|সেরাস কোষ]] ক্ষরণ করে আমিষ, প্রায়ই এনজাইম। উধাহরনের অন্তর্ভুক্ত আছে গ্যাস্ট্রিক প্রধান কোষ এবং পানেথ কোষ।
* [[Serous gland|Serous cell]]s excrete [[protein]]s, often [[enzyme]]s. Examples include [[gastric chief cell]]s and [[Paneth cell]]s
* [[Mucous gland|মিউকাস কোষ]] ক্ষরণ করে মিউকাস। উধাহরনের মধ্যে আছে ব্রানারের গ্রন্থি, এসোফেজিয়াল গ্রন্থি এবং পাইলোরিক গ্রন্থি।
* [[Mucous gland|Mucous cell]]s excrete [[mucus]]. Examples include [[Brunner's gland]]s, [[esophageal gland]]s, and [[pyloric gland]]s
* মিশ্রিত গ্রন্তিগুলো উভয় আমিষ ও মিউকাস ক্ষরণ করে। উধাহরনের মধ্যে আছে লালা গ্রন্থি: যদিও প্যারোটিড গ্রন্থি আগেরথেকেই ২০% সেরাস, সাব্লিঙ্গুয়াল গ্রন্থি প্রধানত ৫% মিউকাস গ্রন্থি এবং সাব ম্যানডিবুলার ৭০% মিশ্রিত, প্রধানত সেরাস গ্রন্থি।
* Mixed glands excrete both protein and mucus. Examples include the [[salivary gland]]s: although the [[parotid gland]] 20%is predominantly serous, the [[sublingual gland]] 5% mainly mucous gland, and the [[submandibular gland]] 70%is a mixed, mainly serous gland.


==আরও দেখুন==
==আরও দেখুন==

০৭:০৩, ৪ মার্চ ২০১৭ তারিখে সংশোধিত সংস্করণ

বহি:ক্ষরা গ্রন্থি
২৫০px
একটি এসিনাস হচ্ছে নালীর সাথে যুক্ত বহি:ক্ষরা কোষের গোলাকার গুচ্ছ
বিস্তারিত
শনাক্তকারী
লাতিনglandula exocrina
মে-এসএইচD005088
টিএইচH2.00.02.0.03014
এফএমএFMA:9596
শারীরস্থান পরিভাষা

বহি:ক্ষরা গ্রন্থি হচ্ছে সেইসব গ্রন্থি যারা নালীর মাধ্যমে এপিথেলিয়ালের উপরিভাগে পদার্থ উৎপন্ন এবং ক্ষরণ করে।[১]বহি:ক্ষরা গ্রন্থির উধাহরনের মধ্যে আছে ঘাম, মুখের লালা, স্তন, সেরুমিনাস, লেক্রিমাল, সেবাসিয়াস এবং মিউকাস। বহি:ক্ষরা গ্রন্থি মানুষের দেহের দুই প্রকার গ্রন্থির মধ্যে একটি, অপরটি হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি যা তাদের পদারথগুলকে সরাসরি রক্তে ক্ষরণ করে। যকৃত এবং অগ্ন্যাশয় উভয় অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থি; তারা বহি:ক্ষরা গ্রন্থি কারন তারা পিত্ত এবং অগ্ন্যাশয় রস উভয়ই একসারি নালীর মাধ্যমে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্টে ক্ষরণ করে, এবং অন্তঃক্ষরা কারন তারা অনন্যা পদার্থ সরাসরি রক্তে ক্ষরণ করে।

প্রকারভেদ

গঠনভেদে

বহি:ক্ষরা গ্রন্থি একটি গ্রন্থি অংশ ও একটি নালী অংশ ধারণ করে, যার গঠনকে ব্যাবহার করা যায় গ্রন্থি শ্রেণীবিন্যাস করার জন্য[১]

  • নালীর অংশটি সাখান্নিত(বলা হয় জটিল) অথবা অ শাখান্নিত (বলা হয় সরল) হতে পারে।
  • গ্রন্থিময় অংশটি নলাকৃতির অথবা এসিনাসময় হতে পারে অথবা দুইটির মিশ্রণেও হতে পারে(বলা হয় নলযুক্ত এসিনার)। যদি গ্রন্থিময় অংশটি শাখন্নিত হয় তবে এই গ্রন্থিকে শাখান্নিত গ্রন্থি বলা হয়।

ক্ষরণের পদ্ধতির উপর ভিত্তি করে

বহি:ক্ষরা গ্রন্থি গুলোকে তাদের ক্ষরণের পদ্ধতির উপর ভিত্তি করে অ্যাপোক্রাইন গ্রন্থি, মেরোক্রাইন গ্রন্থি ও হলক্রাইন গ্রন্থি নামে ভাগ করা যায়[১]

  • মেরোক্রাইন ক্ষরণ – কোষ তাদের পদার্থ ক্ষরণ করে এক্সো সাইটোসিসের মাধ্যমে; যেমন অগ্ন্যাশয়ের এসিনার কোষ।
  • অ্যাপোক্রাইন ক্ষরণ – কোষ প্রাচীরের একটি অংশ যা ক্ষরিত পদার্থ বহন করে।
  • হলক্রাইন ক্ষরণ – পুরো কোষটি ভেঙে যায় এর পদার্থ ক্ষরণের জন্য; যেমন ত্বক এবং নাকের সেবাসিয়াস গ্রন্থি।

ক্ষরিত পদার্থের উপর ভিত্তি করে

  • সেরাস কোষ ক্ষরণ করে আমিষ, প্রায়ই এনজাইম। উধাহরনের অন্তর্ভুক্ত আছে গ্যাস্ট্রিক প্রধান কোষ এবং পানেথ কোষ।
  • মিউকাস কোষ ক্ষরণ করে মিউকাস। উধাহরনের মধ্যে আছে ব্রানারের গ্রন্থি, এসোফেজিয়াল গ্রন্থি এবং পাইলোরিক গ্রন্থি।
  • মিশ্রিত গ্রন্তিগুলো উভয় আমিষ ও মিউকাস ক্ষরণ করে। উধাহরনের মধ্যে আছে লালা গ্রন্থি: যদিও প্যারোটিড গ্রন্থি আগেরথেকেই ২০% সেরাস, সাব্লিঙ্গুয়াল গ্রন্থি প্রধানত ৫% মিউকাস গ্রন্থি এবং সাব ম্যানডিবুলার ৭০% মিশ্রিত, প্রধানত সেরাস গ্রন্থি।

আরও দেখুন

অতিরিক্ত ছবি

তথ্যসূত্র

  1. Young B, Woodford P, O'Dowd G (২০১৩)। Wheater's Functional Histology: A Text and Colour Atlas (6th সংস্করণ)। Elsevier। পৃষ্ঠা 95। আইএসবিএন 978-0702047473 

বহিঃসংযোগ

টেমপ্লেট:Epithelium and epithelial tissue