বাসব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাসব হল বাংলা সাহিত্যের একটি গোয়েন্দা চরিত্র। বাংলা সাহিত্যে কাল্পনিক গোয়েন্দা চরিত্রগুলির অন্যতম বাসবের এর সৃষ্টিকর্তা সাহিত্যিক কৃশানু বন্দ্যোপাধ্যায়।[১][২]

চরিত্র[সম্পাদনা]

বাসবের পুরো নাম বাসব ব্যানার্জী। সে ডাক্তারির ছাত্র ছিল। কিন্তু ভবিষ্যতের জন্য পেশা হিসাবে গোয়েন্দাগিরিকে বেছে নেয়। পর্যবেক্ষণ ও অনুসন্ধানের মাধ্যমে অপরাধীকে শনাক্ত করাই তার তদন্তের কৌশল। তার বন্ধু কাম সহকারী শৈবাল। শৈবাল পেশায় ডাক্তার, সে বিভিন্ন অভিযানে বাসবের সঙ্গী হয়। বাসব সাহেবীয়ানায় অভ্যস্ত এবং অবিবাহিত। কৃশানু বন্দ্যোপাধ্যায় মোট ১৩ টি খণ্ডে বাসবের অজস্র গোয়েন্দা কাহিনী লিখে গেছেন।[৩][৪]

চলচ্চিত্র[সম্পাদনা]

স্বপন ঘোষাল এর পরিচালনায় বাসব কাহিনীর চলচ্চিত্র 'রহস্যভেদী বাসব' নির্মিত হয়েছে। বাসব ও শৈবালের ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে সম্রাট মুখার্জী ও কুমার চৌধুরী।[৫][৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Bandopadhyay, Krishanu (১৯৮৬)। Basab omnibus। Dey's। 
  2. "Internet Archive: Digital Library of Free & Borrowable Books, Movies, Music & Wayback Machine"archive.org। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-২৯ 
  3. Vol. 1। "Rahasyabhedi Basab"। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৯ 
  4. Bandyopadhyay, Krishanu (১৯৫৭)। Rahasyavedi Basab Vol. 13 
  5. "কলকাতায় হয়ে গেল রহস্যভেদী বাসব এর প্রিমিয়ার শো – Biswa Bangla News" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "Samrat Mukherjee plays renowned detective in 'Rahashyavedi Basab'"The Times of Indiaআইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-২৯