বামন ছায়াপথ
অবয়ব
বামন ছায়াপথ (ইংরেজি: Dwarf galaxy) বলতে কম উজ্জ্বলতার ছোট ছায়াপথ বোঝায়। এরাও বিভিন্ন ধরনের হতে পারে। যেমন: উপবৃত্তাকার, গোলকীয়, বা অনিয়মিত। অনিয়মিত বামনের একটি উদাহরণ হচ্ছে ম্যাজেলানীয় মেঘ। আর উপবৃত্তাকার বামনের উদাহরণ হচ্ছে এম৩২। স্থানীয় পুঞ্জের বাইরে এদেরকে শনাক্ত করা বেশ কঠিন, কারণ এরা ছোট এবং অনুজ্জ্বল। কিন্তু ধারণা করা হয় মহাবিশ্বের সর্বত্রই এদের সংখ্যা যথেষ্ট।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ফারসীম মান্নান মোহাম্মদী, জ্যোতির্বিজ্ঞান শব্দকোষ, বামন ছায়াপথ, পৃষ্ঠা - ৬৬; বাংলা একাডেমি প্রকাশিত