পেনডেনিস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মেন্‌স ওয়াইভস
থ্যাকারির নিজের আঁকা প্রথম সংস্করণের প্রচ্ছদ
লেখকউইলিয়াম ম্যাকপিস থ্যাকারি
মূল শিরোনামPendennis
অঙ্কনশিল্পীউইলিয়াম ম্যাকপিস থ্যাকারি
দেশযুক্তরাজ্য
ভাষাইংরেজি
ধারাবাহিকআর্থার পেনডেনিস
ধরনঅর্ধ-আত্মজীবনীমূলক উপন্যাস
পটভূমিলন্ডন
প্রকাশিত১৮৫০
মিডিয়া ধরনমুদ্রিত
আইএসবিএন১-৪০৪৩-৮৬৫৯-৯
পরবর্তী বইদ্য নিউকামস (১৮৫৫) 

দ্য হিস্ট্রি অব পেনডেনিস: হিজ ফরচুনস অ্যান্ড মিসফরচুনস, হিজ ফ্রেন্ডস অ্যান্ড হিজ গ্রেটেস্ট এনিমি (ইংরেজি: The History of Pendennis: His Fortunes and Misfortunes, His Friends and His Greatest Enemy) হল ইংরেজ লেখক উইলিয়াম ম্যাকপিস থ্যাকারির রচিত উপন্যাস। এটি ১৮৪৮ সাল থেকে ১৮৫০ সালে প্রতি মাসে ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং ১৮৪৯ ও ১৮৫০ সালে দুই খণ্ডে গ্রন্থাকারে প্রকাশিত হয়।[১] গল্পটি উনবিংশ শতাব্দীর ইংল্যান্ডের পটভূমিতে রচিত। এর কেন্দ্রীয় চরিত্র তরুণ ইংরেজ আর্থার পেনডেনিস লন্ডনের ভদ্রসমাজে বাসের উদ্দেশ্যে আসেন। সেখানে তার প্রথম প্রেমে পড়া, "অক্সব্রিজ বিশ্ববিদ্যালয়"-এ পড়ার অভিজ্ঞতা, লন্ডনে সাংবাদিক হিসেবে তার কর্ম ও অন্যান্য বিষয়াদি তুলে ধরা হয়েছে।

আর্থার পেনডেনিস চরিত্রটি পরবর্তী কালে থ্যাকারির দ্য নিউকামস (১৮৫৩-৫৫) এবং দি অ্যাডভেঞ্চারস অব ফিলিপ (১৮৬১-৬২) উপন্যাসে দেখা যায়।[১]

চরিত্রাবলি[সম্পাদনা]

  • আর্থার পেনডেনিস - পরিবার ও স্বজনদের কাছে পেন নামে পরিচিত, এক চিকিৎসক পরিবারের সন্তান।
  • মিসেস পেনডেনিস - পেনের মা।
  • লরা - পেনের পালিত বোন।
  • মেজর পেনডেনিস - পেনের চাচা।
  • এমিলি ফদারিংগি - একজন মঞ্চ অভিনেত্রী।
  • ক্যাপ্টেন কস্টিগ্যান - এমিলি ফদারিংগি'র পিতা, যে পেনের সাথে তার মেয়ের বিয়ে দিতে চায়।
  • স্যার ফ্রান্সিস ক্লেভারিং - ব্যারোনেট ও সংসদ সদস্য।
  • ব্লাঞ্চ আমোরি - ফ্রান্সিসের কন্যা, পেন তাকে পছন্দ করে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Pendennis | novel by Thackeray"এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২০