ত্রিপুরার রাজ্যপালদের তালিকা
অবয়ব
ত্রিপুরার রাজ্যপাল | |
---|---|
সম্বোধনরীতি | মহামান্য রাজ্যপাল |
বাসভবন | রাজ ভবন; আগরতলা |
নিয়োগকর্তা | ভারতের রাষ্ট্রপতি |
মেয়াদকাল | ৫ বছর |
গঠন | rajbhavan |
এটি উত্তর-পূর্ব ভারতের একটি রাজ্য ত্রিপুরার রাজ্যপালদের একটি তালিকা। ১৯৭২ সালের ২১ জানুয়রিতে একটি রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে এই রাজ্যে একজন রাজ্যপাল নিযুক্ত রয়েছেন।[১]
ক্ষমতা এবং কার্যাবলী
[সম্পাদনা]রাজ্যপাল বিভিন্ন ধরনের ক্ষমতা ভোগ করেন:
- প্রশাসন, নিয়োগ এবং অপসারণ সম্পর্কিত নির্বাহী ক্ষমতা,
- আইন প্রণয়ন এবং রাজ্য আইনসভার সাথে সম্পর্কিত আইনী ক্ষমতা, যা হল বিধানসভা বা বিধান পরিষদ, এবং
- রাজ্যপালের বিবেচনার ভিত্তিতে বিবেচনামূলক ক্ষমতা সম্পন্ন করা।
ত্রিপুরার রাজ্যপাল
[সম্পাদনা]নং | নাম | দায়িত্ব গ্রহণ | দায়িত্ব ত্যাগ |
---|---|---|---|
১ | বি কে নেহেরু | ২১ জানুয়ারী ১৯৭২ | ২২ সেপ্টেম্বর ১৯৭৩ |
২ | এলপি সিং | ২৩ সেপ্টেম্বর ১৯৭৩ | ১৩ আগস্ট ১৯৮১ |
৩ | এসএমএইচ বার্নি | ১৪ আগস্ট ১৯৮১ | ১৩ জুন ১৯৮৪ |
৪ | কেভি কৃষ্ণা রাও | ১৪ জুন ১৯৮৪ | ১১ জুলাই ১৯৮৯ |
৫ | সুলতান সিং | ১২ জুলাই ১৯৮৯ | ১১ ফেব্রুয়ারি ১৯৯০ |
৬ | কেভি রঘুনাথ রেড্ডি | ১২ ফেব্রুয়ারি ১৯৯০ | ১৪ আগস্ট ১৯৯৩ |
৭ | রোমেশ ভান্ডারী | ১৫ আগস্ট ১৯৯৩ | ১৫ জুন ১৯৯৫ |
৮ | সিদ্ধেশ্বর প্রসাদ | ১৬ জুন ১৯৯৫ | ২২ জুন ২০০০ |
৯ | কৃষ্ণ মোহন শেঠ | ২৩ জুন ২০০০ | ৩১ মে ২০০৩ |
১০ | দীনেশ নন্দন সহায় | ২ জুন ২০০৩ | ১৪ অক্টোবর ২০০৯ |
১১ | কমলা বেনিওয়াল | ১৫ অক্টোবর ২০০৯ | ২৬ নভেম্বর ২০০৯ |
১২ | জ্ঞানদেও যশবন্তরাও পাতিল | ২৭ নভেম্বর ২০০৯ | ২১ মার্চ ২০১৩ |
১৩ | দেবানন্দ কোনয়ার | ২৫ মার্চ ২০১৩ | ২৯ জুন ২০১৪ |
১৪ | ভক্কম পুরুষোত্তম | ৩০ জুন ২০১৪ | ১৪ জুলাই ২০১৪ |
১৫ | পদ্মনাভ আচার্য | ২১ জুলাই ২০১৪ | ১৯ মে ২০১৫ |
১৬ | তথাগত রায় | ২০ মে ২০১৫[২] | ২৫ আগস্ট ২০১৮ |
১৭ | কাপ্তান সিং সোলাঙ্কি | ২৫ আগস্ট ২০১৮[৩] | ২৮ জুলাই ২০১৯ |
১৮ | রমেশ বাইশ | ২৯ জুলাই ২০১৯ | ৬ জুলাই ২০২১ |
১৯ | সত্যদেব নারায়ণ আর্য | ৭ জুলাই ২০২১ | শায়িত্ব |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Tripura - Governors"। tripura.nic.in। ৯ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১১।
- ↑ Ali, Syed Sajjad (২০ মে ২০১৫)। "Tathagata Roy to take charge as Tripura Governor"। The Hindu (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২১।
- ↑ "Solanki becomes new Tripura Guv"। Business Standard। Press Trust of India। ২৫ আগস্ট ২০১৮।