ডেল্টা এয়ারলাইন্স
| |||||||
প্রতিষ্ঠাকাল | ৩০ মে ১৯২৪ (as Huff Daland Dusters) Macon, Georgia, USA[১] | ||||||
---|---|---|---|---|---|---|---|
কার্যক্রম শুরু | ১৭ জুন ১৯২৯[২] | ||||||
এওসি # | DALA026A[৩] | ||||||
হাব |
| ||||||
নিয়মিত যাত্রী প্রোগ্রাম | SkyMiles | ||||||
জোট | SkyTeam | ||||||
অধীনস্ত কোম্পানি |
| ||||||
বিমানবহরের আকার | 789 (mainline only)[৭] | ||||||
গন্তব্য | 247 (mainline and regional)[৮][হালনাগাদ প্রয়োজন] | ||||||
প্রধান কার্যালয় | Atlanta, Georgia, USA | ||||||
গুরুত্বপূর্ণ ব্যক্তি | Richard H. Anderson (businessman) (Chairman & CEO) Edward Bastian (President) | ||||||
আয় | US$ 37.773 billion (2013)[৯] | ||||||
পরিচালন আয় | US$ 3.400 billion (2013)[৯] | ||||||
নিট আয় | US$ 10.540 billion (2013)[৯] | ||||||
=মোট সম্পদ | US$ 52.252 billion (2013)[৯] | ||||||
মোট ইক্যুইটি | US$ 11.643 billion (2013)[৯] | ||||||
কর্মচারী | 77,755 (2013)[৯] | ||||||
ওয়েবসাইট | www |
ডেল্টা এয়ারলাইন্স, আইএনসি. ("ডেল্টা"; এন ওয়াই এস ই: ডি এ এল) হল একটি প্রধান আমেরিকান বিমান পরিবহন সংস্থা যার কেন্দ্রীয় দফতর এবং সব চেয়ে বড় হাব আটলান্টা, জর্জিয়া তে অবস্থিত|[১২] এই বিমান সংস্থা টি এবং এর অধীনস্থ কোম্পানী, দৈনিক ৫,৪০০ 'র উপর ফ্লাইট নিয়ে কাজ করে এবং একটি ব্যাপক দেশীয় এবং আন্তর্জাতিক নেটওয়ার্ক এ তাদের পরিসেবা প্রদান করে যার মধ্যে অন্তর্ভুক্ত আছে এন্টার্কটিকা বাদ দিয়ে বাকি ৬ টা মহাদেশের মধ্যে ৬৪ টা দেশে মোট ৩৩৩ টি গন্তব্যস্থল|[১৩] ১০ টি দেশীয় হাব ছাড়াও ডেল্টা এয়ারলাইন্স আমস্টারডাম, প্যারিস ও টোকিও তে আরও ৩ টে আন্তর্জাতিক হাব পরিচালনা করে|
ডেল্টা এয়ারলাইন্স
[সম্পাদনা]আটলান্টা, জর্জিয়া তে সদর দফতর নিয়ে ডেল্টা এয়ারলাইনস হল একটি প্রধান আমেরিকান বিমান পরিবহন সংস্থা| এই বিমান পরিবহন সংস্থা টি নিজেদের দেশীয় এবং আন্তর্জাতিক চেন এর মাধ্যমে ৬ টি মহাদেশ এ তাদের পরিসেবা প্রদান করে| ডেল্টা এয়ারলাইনস তাদের অন্যান্য অধীনস্থ কোম্পানী গুলোর সাথে জোট বেঁধে দৈনিক ৫০০০ এর উপর উড়ান পরিচালনা করে| এই বিমান সংস্থা টিতে প্রায় ৮০,০০০ কর্মী কাজ করে| ডেল্টা নিজের যাত্রীদের মনোরঞ্জন এবং চাহিদা মেটাতে বিভিন্ন বিশেষ সুবিধা সরবরাহ করে|[১৪]
২০১৩ সালে ডেল্টা এয়ারলাইনস বিশ্বের বৃহত্তম বিমান পরিবহন সংস্থা হয় সব থেকে বেশি তালিকাভুক্ত যাত্রী বহন করার জন্য এবং দ্বিতীয় বৃহত্তম হিসাবে গণ্য করা হয় তাদের আয় এবং ধারণক্ষমতার দিক থেকে বিচার করে|[১৫] [১৬]
ইতিহাস
[সম্পাদনা]ডেল্টা এয়ারলাইনস কে তৈরী করা হযেছিল হাফ দাল্যান্ড ডাস্টারস হিসাবে যেটা ১৯২৪ সালের, ৩০সে মে, ম্যাকন, জর্জিয়া তে হওয়া বায়বীয় ফসল ঝাড়া অপারেশন এ অংশগ্রহণ করেছিল| ১৯২৫ সালে কোম্পানী টা মনরো, লুইসিয়ানা তে প্রতিস্থাপিত হয়| কল্লেট ই. উলম্যান নামক একজন মূল পরিচালক এই কোম্পানি টাকে ১৯২৮ সালে ১৩ ই সেপ্টেম্বর কিনে নেন এবং এটার নাম পরিবর্তন করে ডেল্টা এয়ার সার্ভিস রাখে| এই বিমান পরিবহন সংস্থা টি যাত্রী পরিবহন সুরু করে ১৭ জুন, ১৯২৯| এখানে এক জন যাত্রী বসতে পারতেন একটি চেয়ার এ যেটা রাখা ছিল সেখানে যেখানে আগে সাধারণত সার রাখা হত| প্রাথমিক ভাবে এই সংস্থা টির রুট ছিল দক্ষিণ পূর্ব রাজ্য গুলোর মধ্যে|
পরে ডেল্টা বড় হতে থাকে আরও রুট সংযোগ করে এবং অন্যান্য বিমান সংস্থা কিনে| তারা ১৯৬০ এর দশকে প্রপেলার প্লেন গুলোর বদলে জেট প্লেন ব্যবহার করা শুরু করে এবং ১৯৭০ এর দশকে তারা ইউরোপ এ পারি দিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রবেশ করে|[১৭]
অপারেশন
[সম্পাদনা]ডেল্টার কর্পোরেট সদর দপ্তর টি আটলান্টা শহরের ভিতর হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর এর উত্তর সীমানার উপর একটি কর্পোরেট ক্যাম্পাস এ অবস্থিত| ১৯৪১ সাল থেকে এই অবস্থান টি ডেল্টার সদর দপ্তর হিসেবে কাজ করছে যখন এই কোম্পানি তাদের কর্পোরেট অফিস মনরো, লুইসিয়ানা থেকে স্থানান্তর করে বৃহত্তর আটলান্টা তে সরিয়ে নিয়ে আনে|[১৮]
গন্তব্যস্থল
[সম্পাদনা]ডেল্টা এয়ারলাইনস প্রতিদিন ৪,৯৩২ টি ফ্লাইট পরিচালনা করে এবং ডেল্টা কানেকশন প্রতিদিন ২,৫৩৩ দৈনিক ফ্লাইট পরিচালনা করে| ডেল্টা এয়ারলাইনস এমন একটি অনন্য বিমান সংস্থা যেটা কিনা এন্টার্কটিকা ছাড়া পৃথিবীর বাকি ৬ টা মহাদেশে নিজেদের পরিসেবা প্রদান করে|
হাব শহর পরিসংখ্যান
[সম্পাদনা]ডেল্টার হাব এর বিষয়ে এই পরিসংখ্যান, আগস্ট ২০১৪ হিসাবে বর্তমান|
ক্রম | বিমানবন্দর | দৈনিক প্রস্থান সংখ্যা |
পরিবেশিত গন্তব্যস্থল |
নোট |
---|---|---|---|---|
১ | আটলান্টা (এ টি এল) | ৯৬৬ | ২২১ | |
২ | ডেট্রয়েট (ডি টি ডাব্লিউ) | ৪৭৬ | ১৩২ | |
৩ | মিনিয়াপোলিস-সেন্ট. পল (এম এস পি) | ৪৩৮ | ১৩০ | |
৪ | নিউ ইয়র্ক সিটি (এল জি এ) | ২৭৮ | ৬৫ | |
৫ | সল্ট লেক সিটি (এসএলসি) | ২৬০ | ৮৯ | |
৬ | নিউ ইয়র্ক সিটি (জেএফকে) | ২০৭ | ৯৭ | |
৭ | লস এঞ্জেলেস (এল এ এক্স) | ১৪২ | ৪৮ | |
৮ | সিনসিনাটি / এন. কেনটাকি (সি ভি জি) | ১০৪ | ৪১ | |
৯ | সিয়েটেল / টাকোমা (এস ই এ) | ৮৬ | ২৬ | |
১০ | বস্টন (বি ও এস) | ৭৯ | ২৪ | |
১১ | প্যারিস (সি ডি জি) | ৩৬ | ২০ | |
১২ | আমস্টারডাম (এ এম এস) | ৩৫ | ২১ | গুরুত্বপূর্ণ ইউরোপীয় হাব (কেএলএম-এর সাথে) । এশিয়া থেকে আমেরিকাগামী বিমানের জন্য গুরুত্বপূর্ণ স্টপওভার। |
১৩ | টোকিও (এন আর টি) | ২০ | ১৬ |
স্কাই টীম
[সম্পাদনা]ডেল্টা স্কাই টিমের গোড়াপত্তনকারী সদস্য। এই গোষ্ঠীর মধ্যে ভারতের নেদারল্যান্ডের কেএলএম ও দক্ষিণ কোরিয়ার কোরিয়ান এয়ার সামিল হয়েছে। এরা নিজেদের মধ্যে কোড শেয়ার করে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র ভারতীয় বিমানবন্দর থেকে যাত্রার ক্ষেত্রে এই এয়ারলাইন্স এ ফ্লাইট বুক করা যায়। আমস্টারডাম এই এয়ারলাইন্স এর গুরুত্বপূর্ণ হাব।
বহর
[সম্পাদনা]২০১৩ 'র জানুয়ারি অনুযায়ী ডেল্টা এয়ারলাইনস এয়ারবাস, বোয়িং এবং ম্যাক ডনেল ডগলাস দ্বারা নির্মিত ৭০০ 'র অধিক বিমানের একটি বহর পরিচালনা করে| এই সংস্থাটি বোয়িং ৭৬৭ এবং এয়ারবাস এ৩৩০ 'র সব থেকে বড় বহর পরিচালনা করে পুরো মার্কিন যুক্তরাষ্ট্রর মধ্যে| সুধু তাই নয়, ডেল্টা এয়ারলাইনস সারা পৃথিবীর মধ্যে বোয়িং ৭৫৭, ম্যাক ডনেল ডগলাস এম ডি-৮৮ এবং ম্যাক ডনেল ডগলাস এম ডি-৯০ 'র ও বৃহত্তম বহর পরিচালনা করে|[১৯] ২০০৮ এর আগে নর্থওয়েস্ট এয়ারলাইনস এর সাথে সংযোগ হওয়ার আগে ডেল্টার বহরে সুধু বোয়িং এবং ম্যাক ডনেল ডগলাস বিমান ছিল; এই সংযোগ স্থাপনের পর নর্থওয়েস্ট এয়ারলাইনস এর এয়ারবাস বিমান গুলো এদের বহরে যোগ হয়ে যায়|
পরিসেবা
[সম্পাদনা]২০০৮ এর ৫ ই আগস্ট ডেল্টা ঘোষণা করে যে তারা তাদের বিমান গুলো তে এয়ারসেল মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্ক ইনস্টল করবে যার দরুন যাত্রীরা তাদের ওয়াই-ফাই সক্রিয় ডিভাইস এর মাধ্যমে যেমন ল্যাপটপ, স্মার্ট ফোন এবং পি ডি এ 'র মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করার সুবিধা পাবে| যদিও প্রথমে কিছু বিমানে এই পরিসেবা টি চালু করা হয় কিন্তু পরবর্তী কালে এই সুবিধা টি তাদের সমস্ত বিমানে শুরু করা হয়| আজ, ডেল্টা তার যাত্রীদের ওয়াই - ফাই সুবিধা প্রদান করা বৃহত্তম বিমান পরিবহন সংস্থা|[২০][৯]
কিছু বিমান বাদ দিয়ে, ডেল্টার বাকি বিমান গুলো তে অডিও এবং ভিডিও বিনোদন এর সুবিধা উপলব্ধ আছে| অন বোর্ড সুবিধার মধ্যে ভালো খাবার এবং খাদ্য পদার্থ সেবার ব্যবস্থাও আছে ডেল্টার বিমান গুলো তে|
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "History"। news.delta.com। Delta Air Lines Inc.। অক্টোবর ২০১০। সংগ্রহের তারিখ জানুয়ারি ১১, ২০১১।
1924 The Huff Daland Dusters crop-dusting operation, which formed the roots for Delta, founded in Macon, Ga. Passenger Airline founded 1929, Monroe, La.
- ↑ Norwood, Tom; Wegg, John (২০০২)। North American Airlines Handbook (3rd সংস্করণ)। Sandpoint, Idaho: Airways International। পৃষ্ঠা 40। আইএসবিএন 0-9653993-8-9।
- ↑ "Airline Certificate Information – Detail View"। av-info.faa.gov। Federal Aviation Administration। সেপ্টেম্বর ৩০, ১৯৮৮। মার্চ ৯, ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৬, ২০১৫।
Certificate Number DALA026A
- ↑ ক খ গ http://news.delta.com/index.php?s=20309&cat=3192
- ↑ "2010 Form 10-K, Delta Air Lines, Inc."। United States Securities and Exchange Commission। সংগ্রহের তারিখ জুলাই ১, ২০১১।
- ↑ "Delta Renames Business Jet Subsidiary 'Delta Private Jets'"। deltaprivatejets.com। Delta Private Jets, Inc। সেপ্টেম্বর ৯, ২০১০। ২০ জানুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ২০, ২০১০।
Delta Private Jets, formerly Delta AirElite Business Jets, is a wholly owned subsidiary of Delta Air Lines...
- ↑ "Aircraft Fleet"। delta.com। Delta Air Lines, Inc। ২৫ নভেম্বর ২০১৪।
- ↑ "Delta Welcomes TAROM into SkyTeam Alliance" (সংবাদ বিজ্ঞপ্তি)। Delta Air Lines। জুন ২৫, ২০১০। সংগ্রহের তারিখ জুন ২৭, ২০১০।
- ↑ ক খ গ ঘ ঙ চ "DELTA AIR LINES, INC. Form 10-K"। Securities and Exchange Commission। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৪, ২০১৪।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ http://news.delta.com/index.php?s=20309&cat=3191
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০১৪-০৭-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০২-২৬।
- ↑ "ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন - এয়ারলাইন সার্টিফিকেট ইনফরমেশন - বিস্তারিত দেখুন"। Av-info.faa.gov.। সেপ্টেম্বর ৩০, ১৯৮৮। মার্চ ৯, ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৬, ২০১৫।
- ↑ "ডেল্টা পরিসংখ্যান ও তথ্য"।
- ↑ "ডেল্টা স্ট্যাটস এন্ড ফ্যাক্টস"।
- ↑ "স্কেদিউল্ড পাস্সেন্জার্স ক্যারিড"। IATA World Air Transport Statistics (WATS), 58th edition.। ২ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "ক্ষমতা অনুযায়ী বিশ্বের ৫০ বৃহত্তম বিমান সংস্থা"। The Aviation Writer.। ১৫ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "নতুন জর্জিয়া বিশ্বকোষ"।
- ↑ "কর্পোরেট ডেল্টা এয়ারলাইনস যোগাযোগ"।
- ↑ "এয়ারলাইন অফার ফ্রি ইন-ফ্লাইট ফেসবুক"।
- ↑ "অন বোর্ড সুবিধা"। ক্লিয়ারট্রিপ.কম। ৩১ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৫।