জুরিস হার্টম্যানিস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জুরিস হার্টম্যানিস
জন্ম (1928-07-05) জুলাই ৫, ১৯২৮ (বয়স ৯৫)
মাতৃশিক্ষায়তনক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি
পুরস্কারটুরিং পুরস্কার ১৯৯৩
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রকম্পিউতার বিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহজেনারেল ইলেকট্রিক
Cornell University
ডক্টরেট শিক্ষার্থীDexter Kozen

জুরিস হার্টম্যানিস একজন খ্যাতিমান কম্পিউতার বিজ্ঞানী।

জীবনী[সম্পাদনা]

হার্টম্যানিস ১৯৫১ সালে ইউনিভার্সিটি অব মিসৌরি-কানসাস সিটি থেকে ফলিত গণিতে মাস্টার্স এবং ১৯৫৫ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে গণিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৫৫ সালে কর্নেল বিশ্ববিদ্যালয় এ ইন্সট্রাক্টর হিসেবে যোগ দেন। ১৯৫৭ সালে তিনি ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। তিনি ১৯৫৮ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত জেনারেল ইলেকট্রিক রিসার্চ ল্যাবরেটরীতে কর্মরত ছিলেন। [১] তিনি ১৯৬৫ সালে কর্নেল বিশ্ববিদ্যালয় এ কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক হিসেবে যোগদান করেন।

সম্মাননা ও পুরস্কার[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]