জনগণনা শহর
অবয়ব
জনগণনা শহর, আদমশুমারি শহর বা জনশুমারি শহর হচ্ছে ভারত ও অন্যান্য দেশে বিভিন্ন জনশুমারি দ্বারা চিহ্নিত একধরনের শহর। দেশভেদে এর সংজ্ঞা বিভিন্ন।
ভারত
[সম্পাদনা]ভারতে জনগণনা শহর হচ্ছে এমন এক জনবসতি যা শহর হিসাবে আইনত চিহ্নিত বা শাসিত নয় কিন্তু এর জনসংখ্যা পৌর বৈশিষ্ট্য অর্জন করেছে।[১] এর বৈশিষ্ট্য নিম্নরূপ:
- জনসংখ্যা ৫,০০০ জনের বেশি
- অন্তত ৭৫% পুরুষ কর্মক্ষম অধিবাসী কৃষি ব্যতীত অন্যান্য খাতে নিয়োজিত
- সর্বনিম্ন জনঘনত্ব ৪০০ জন প্রতি বর্গকিমি[২][৩]
২০০১ সালে ভারতে ১,৩৬২টি জনগণনা শহর চিহ্নিত করা হয়েছিল, যা ২০১১ সালে বেড়ে ২,৮৯৪টি দাঁড়িয়েছিল।[৪] প্রধানের (২০১৩) মতে,[৫] এই জনগণনা শহরগুলো বিগত দশকের পৌর বৃদ্ধির ৩০ শতাংশকে বোঝাচ্ছে।[৫] প্রধান এটাও পর্যবেক্ষণ করেছেন যে পশ্চিমবঙ্গ ও কেরল রাজ্যে জনগণনা শহরের সংখ্যার বৃদ্ধি সবচেয়ে বেশি।
আয়ারল্যান্ড
[সম্পাদনা]আয়ারল্যান্ডে একটি সেন্সাস টাউন হল:
“ | পঞ্চাশ বা ততোধিক আবাসস্থলের সমষ্টি। এর কোনো আইনি সীমানা নেই। এখানে ৮০০ মিটারের মধ্যে রাস্তার দুপাশে ৩০টি বা রাস্তার একপাশে ২০টি স-বাসিন্দা বাড়ি থাকবে। | ” |
— - সেন্ট্রাল স্ট্যাটিস্টিকস অফিস |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Ramachhandran, M. (১৩ ফেব্রুয়ারি ২০১২)। "Rescuing cities from chaos"। The Hindu Business Line। ১৮ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১২।
- ↑ "Some terms and definitions" (পিডিএফ)। Census of India। ২১ এপ্রিল ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১২।
- ↑ Jenkins, Cordelia; Anuja (২ অক্টো ২০১২)। "New 'census' towns showcase new India"। Mint। অক্টো ৪, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "Census of India 2011 – Provisional Population Totals - Urban Agglomerations and Cities" (পিডিএফ)। Census of India। ৩ এপ্রিল ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ ক খ Pradhan, Kanhu Charan (২০১৫-০৬-০৫)। "Unacknowledged Urbanisation"। Economic and Political Weekly। 48 (36)। ২ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৬।