ইভা ফিজেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইভা ফিজেস
জন্মইভা উঙ্গার
১৫ এপ্রিল ১৯৩২
বার্লিন
মৃত্যু২৮ আগস্ট ২০১২
লন্ডন
পেশাঔপন্যাসিক, সমাজ-সমালোচক
শিক্ষা প্রতিষ্ঠানকুইন ম্যারী কলেজ
উল্লেখযোগ্য পুরস্কারগার্ডিয়ান ফিকশন প্রাইজ

ইভা ফিজেস (১৫ এপ্রিল ১৯৩২ - ২৮ আগস্ট ২০১২) ছিলেন একজন ইংরেজ লেখিকা।[১] ফিজেস উপন্যাস, সাহিত্য সমালোচনা, নারীবাদী পড়াশোনা, এবং তার বার্লিনে থাকাকালীন শৈশব স্মৃতিমূলক অনেক কথা লিখেছেন এবং পরে তিনি হিটলারের শাসনামলে জার্মানীতে একজন ইহুদী শরণার্থী হওয়ার অভিজ্ঞতা লাভ করেন।

জীবন[সম্পাদনা]

তার জন্ম নাম হচ্ছে ইভা উঙ্গার, ১৯৩৯ সালে তিনি ব্রিটেনে পৌঁছান তার মাতাপিতা এবং কনিষ্ঠ ভাইএর সঙ্গে।[২]

১৯৫৩ সালে লন্ডনের কুইন ম্যারী কলেজ থেকে বিএ (সম্মান) পাশ করার পর তিনি প্রকাশনার কাজ করতেন ১৯৬৭ সাল পর্যন্ত, এ বছর তিনি একজন পুরোদস্তুর লেখক বনে যান।[৩]

১৯৫৪ সালে তিনি জন জর্জ ফিজেস নামক এক ব্যক্তিকে বিয়ে করেন এবং ইভা ফিজেস নাম ধারণ করেন।[৪] তাদের এক মেয়ে ও এক ছেলের জন্ম হয়, মেয়ের নাম ক্যাথেরিন জে (কেট) ফিজেস,[৫] এবং ছেলের নাম অর্ল্যান্ডো ফিজেস।[৬]

ইভা এবং জনের মধ্যে তালাক হয় ১৯৬২ সালে।[১]

ইভার লেখা কিছু বই[সম্পাদনা]

  • পৈতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গীঃ সমাজে নারীরা (১৯৭০)
  • বিয়োগান্ত এবং সামাজিক বিপ্লব (১৯৭৬)
  • লিঙ্গ এবং এড়ানোর কৌশলঃ ১৮৫০ সালের লেখিকাদের উদ্দেশ্যে (১৯৮২)
  • নারীদের যুদ্ধকালীন পত্রসমূহ, ১৪৫০ - ১৯৪৫ (১৯৯৩)
  • ছোটো নন্দনকাননঃ যুদ্ধের মধ্যে একটি শিশু (১৯৭৮)
  • বাঁধনটি (১৯৯৬)
  • আলো (১৯৮৩)
  • দিনগুলো (১৯৭৪)
  • শীতকালীন ভ্রমণ (১৯৬৭)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Eva Tucker (৭ সেপ্টেম্বর ২০১২)। "Eva Figes obituary | Books"The Guardian (ইংরেজি ভাষায়)। London। সংগ্রহের তারিখ ২০১২-০৯-০৮ 
  2. Flood, Alison (১২ অক্টোবর ২০০৯)। "British Library acquires Eva Figes archive"The Guardian (ইংরেজি ভাষায়)। London। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১১ 
  3. "Eva Figes" (ইংরেজি ভাষায়)। The Editors of Encyclopædia Britannica। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০১৪ 
  4. Marriage registered in Westminster Registration District in the third quarter of 1954.
  5. "Eva Figes" (ইংরেজি ভাষায়)। Bloomsbury Publishing। ৬ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১১ 
  6. Births registered in Westminster Registration District in the last quarter of 1957 and in the Islington Registration District in the last quarter of 1959.