বিষয়বস্তুতে চলুন

অগ্নিমিত্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অগ্নিমিত্র
'শুঙ্গ সম্রাট'
রাজত্বখ্রিস্টপূর্ব ১৪৯- খ্রিস্টপূর্ব ১৪১
পূর্বসূরিপুষ্যমিত্র শুঙ্গ
উত্তরসূরিবসুজ্যেষ্ঠ[]
দাম্পত্য সঙ্গীধারিণী, ইরাবতী, মালবিকা
বংশধরবসুজ্যেষ্ঠ
প্রাসাদশুঙ্গ রাজবংশ
পিতাপুষ্যমিত্র শুঙ্গ
মাতাদেবমালা

অগ্নিমিত্র (সংস্কৃত: अग्निमित्रः) (রাজত্বকাল ১৪৯-১৪১ খ্রিস্টপূর্বাব্দ) শুঙ্গ রাজবংশের দ্বিতীয় সম্রাট ছিলেন।

পরিচিতি

[সম্পাদনা]

মহাকবি কালিদাস রচিত মালবিকাগ্নিমিত্রম কাব্যে অগ্নিমিত্রকে বৈম্বিক কুলের সন্তান বলে উল্লেখ করা হয়েছে; অপরদিকে পুরাণে তাকে শুঙ্গ হিসেবে উল্লেখ করা হয়েছে।[]:২৩৮ মালবিকাগ্নিমিত্রম কাব্য থেকে জানা যায় যে, পিতার শাসনকালে অগ্নিমিত্র বিদিশা অঞ্চলের গোপত্রী বা শাসক হিসেবে দায়িত্ব পালন করেন।[]:৩৩০ ১৪৯ খ্রিস্টপূর্বাব্দে পিতা পুষ্যমিত্র শুঙ্গের স্থলে তিনি সিংহাসন লাভ করেন। বায়ু পুরাণব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে, তিনি আট বছর রাজত্ব করেন।[] এই কাব্যে ধারিণী, ইরাবতী ও মালবিকা নামক তার তিন রাণীর নাম পাওয়া যায়।

বিদর্ভের সঙ্গে যুদ্ধ

[সম্পাদনা]

মালবিকাগ্নিমিত্রম অনুসারে অগ্নিমিত্রের শাসনকালে তার সঙ্গে প্রতিবেশী বিদর্ভ রাজ্যের যুদ্ধ বাঁধে। মৌর্য্য শাসনকালে এক মৌর্য্য সচিব তার শ্যালক যজ্ঞসেনকে বিদর্ভ অঞ্চলের সিংহাসনে আসীন করলে বিদর্ভ স্বাধীন রাজ্য হিসেবে সাম্রাজ্য থেকে পৃথক হয়। যজ্ঞসেনকে সিংহাসনচ্যুত করাড় জন্য তার ভাই অগ্নিমিত্রের কাছে সাহায্য প্রার্থনা করেন, কিন্তু বিদর্ভ রাজ্যের সীমান্ত অতিক্রম করার সময় তিনি বন্দী হন।[] এই ঘটনায় অগ্নিমিত্র মাধবসেনকের মুক্তির দাবি করলে যজ্ঞসেন তার পরিবর্তে অগ্নিমিত্রের হাতে বন্দী তার ভগ্নিপতী তথা প্রাক্তন মৌর্য্য সচিবের মুক্তি দাবি করেন। কিন্তু এই শর্তে রাজী না হয়ে অগ্নিমিত্র বিদর্ভ রাজ্য আক্রমণ করে যজ্ঞসেনকে পরাজিত করেন। যুদ্ধে বিজয়ী হয়ে অগ্নিমিত্র তখন মাধবসেন ও যজ্ঞসেনেরর মধ্যে বিদর্ভ রাজ্যকে দ্বিখন্ডিত করে দেন এবং দুই শাসকই শুঙ্গ সাম্রাজ্যের বশ্যতা স্বীকার করতে বাধ্য হন।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Lahiri, Bela (1974). Indigenous States of Northern India (Circa 200 B.C. to 320 A.D.) Calcutta: University of Calcutta, pp.47-50
  2. Raychaudhuri, Hemchandra (1972). Political History of Ancient India: From the Accession of Parikshit to the Extinction of the Gupta Dynasty, Calcutta: University of Calcutta,1972
  3. Kalidas, Encyclopedia Americana
অগ্নিমিত্র
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
পুষ্যমিত্র শুঙ্গ
শুঙ্গ সম্রাট
খ্রিস্টপূর্ব ১৪৯- খ্রিস্টপূর্ব ১৪১
উত্তরসূরী
বসুজ্যেষ্ঠ