বিষয়বস্তুতে চলুন

ডব্লিউ ভার্জিনিস তারা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(W Virginis variables থেকে পুনর্নির্দেশিত)
ডব্লিউ ভার্জিনিস এর লাইটকার্ভ (দ্বিতীয় স্যাফাইড)।

ডব্লিউ ভার্জিনিস তারা বা ডব্লিউ ভার্জিনিস বিষমতারা বিশেষ ধরনের ১০ থেকে ২০ দিন স্পন্দনশীল বিষমতারা। ছায়াপথের দূরত্ব নির্ণয়ে ব্যবহৃত হয়। এটি দ্বিতীয় স্যাফাইড এর উপশ্রেণী।[]

এই তারাগুলোকে ১৯৪২ সালে ওয়াল্টার বাডে এনড্রোমেডা গ্যালাক্সির সেফিড নিয়ে এক গবেষণায় ক্লাসিকাল শেফিড থেকে পৃথক হিসাবে প্রথম স্বীকৃতি দিয়েছিলেন। তিনি প্রস্তাব করেছিলেন যে গ্যালাক্সির এই তারাগুলোর সংখ্যা দুই। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Wallerstein, G., "The Cepheids of Population II and Related Stars", Publications of the Astronomical Society of the Pacific, 114 p.689–699 (2002)
  2. Webb, Stephen, Measuring the Universe: The Cosmological Distance Ladder, Springer, (1999)