বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:Priyanka Nag

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আমার নাম প্রিয়াঙ্কা নাগ। আমি পুনে থেকে পোস্ট গ্রাজুয়াসান করছি । ওপেন সোর্স কমিউনিটির উন্নয়ন ভিত্তিক কাজ সম্পর্কে আমি আগ্রহী। উইকিপিডিয়া সম্পাদনা আমার শখ, দায়িত্ব নয়। বর্তমানে আমি সিম্বীয়সিস ইনস্টিটিউট অফ কম্পিউটার স্টাডিস এন্ড রিসার্চ থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার দেগ্রীর শিক্ষা অনুগমন করছি।

আমার সম্পর্কে[সম্পাদনা]

আমি কয়েটি ওপেন সোর্স কমিউনিটির সঙ্গেও জড়িত যেমন মোজিল্লা, উইকিপিডিয়া এবং ড্রুপাল। বর্তমানে আমি একটি উইকিপিডিয়া অন্তরীণ।

আমি ইংরেজি এবং বাংলা উইকিপিডিয়ায় সম্পাদনা, এবং পৃষ্ঠা অনুবাদের কাজে কিছু অবদান করেছি। আমি কয়েকটি মোজিলা টুলেও কাজ করেছি জেমন Webmaker, Thimble ইত্যাদি। বর্তমানে আমি ফায়ারফক্স OS এর অনুবাদের কাজও কিছু করেছি।