বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:IHM HASAN

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

১) একাধিক বিশ্বের উপস্থিতি

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য , যিনি বিশ্বজগতের রব। ( সূরা আল - ফাতিহাঃ আয়াত ০১)

*** এই আয়াতটি কুরআন মাজিদের প্রথম সূরার প্রথম আয়াত। আজ থেকে প্রায় সাড়ে ১৪ শত বছর পূর্বে আল্লাহ তায়ালা কুরআন মাজিদে বলে দেন, যে তিনি সমস্ত বিশ্বজগতের রব। সমস্ত বিশ্বজগত বলতে পৃথিবী নামক যেই গ্রহে বা বিশ্বে আমরা বাস করি, এই গ্রহ বা বিশ্ব বাদে আরো একাধিক বিশ্বের সাক্ষী বহন করে। কুরআন নাযিলের আগে মানুষ স্পষ্ট ধারণা করতে অক্ষম ছিল যে, পৃথিবী বাদে আরো একাধিক গ্রহ বা বিশ্ব আছে। বর্তমানে মানব সমাজ এ ব্যাপারে জানে যে পৃথিবী বাদে আরো একাধিক গ্রহ আছে। আর এই বিষয়টি জানা গেছে কেবল মাত্র টেলিস্কোপ আবিষ্কার ও বিজ্ঞানের অন্যান্য উন্নতি সাধনের মাধ্যমে।যা কুরআন মাজিদে আল্লাহ তায়ালা আগেই বলে দিয়েছেন।

( লেখকঃ হাসান)


১)একাধিক বিশ্বের উপস্থিতি