বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:সকপাপেট তদন্ত/ফরিদুল আহসান সৌরভ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ফরিদুল আহসান সৌরভ

ফরিদুল আহসান সৌরভ (আলাপ+ · ট্যাগ করুন · অবদান · অপসারিত অবদান · লগ · ছাঁকন লগ · বাধা দিন · spi বাধা দিন · বাধাদান লগ · কেন্দ্রীয় প্রমাণী · ব্যবহারকারী পরীক্ষা করুন (লগ· তদন্ত করুন)

০৩ জুলাই ২০২০[সম্পাদনা]

সন্দেহভাজন সকপাপেট[সম্পাদনা]

শামসুল আহসান থেকে ফরিদুল আহসান সৌরভ নামে নিবন্ধ তৈরি করা হয়েছে, আর এই নিবন্ধে ব্যক্তির ছবি ব্যবহারকারী:ফরিদুল আহসান সৌরভ থেকে আপলোড করা হয়েছিল। অর্থাৎ, ব্যক্তি নিজেই নিজের নিবন্ধ তৈরি করতে চাচ্ছে। একাধিক অ্যাকাউন্টের অপব্যবহার করছে এবং অপসারণের পরও বারবার একই নিবন্ধ তৈরি করে ধ্বংসপ্রবণতামূলক সম্পাদনা চালাচ্ছে। ~ নাহিয়ান আলাপ ১৩:৪০, ৩ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

অন্য ব্যবহারকারী কর্তৃক মন্তব্য[সম্পাদনা]

অভিযুক্ত পক্ষও নিচের অনুচ্ছেদে মন্তব্য/আলোচনা করতে পারেন। নিবন্ধ তৈরির পর যাকে নিয়ে নিবন্ধ তৈরি করা হয়েছে তাকে আমি জানাই এবং ছবি সংযুক্তির অনুরোধ করি। এবং পরবর্তীতে ব্যবহারকারী:DelwarHossain উক্ত ছবিটি সরিয়ে দিয়ে নিজের মত করে পাতাটি উইকিপিডিয়ার মানদণ্ডে সম্পাদনা করে দেন। তিনি পাতাটি পর্যালোচনা করে আরও মত দেন যে তিনি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে পাতাটি সম্পাদনা করেছেন এবং তার কাছে মনে হয়েছে যে WP:ARTIST মানদণ্ডে নিবন্ধটি উত্তীর্ণ। যেহেতু উল্লেখ ব্যাক্তির নির্মিত ছবি দেশ বিদেশে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত এবং পুরস্কৃত হয় এবং তা নিয়ে দেশের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকাগুলোও সংবাদ প্রকাশ করে। কিন্তু এভাবে নিবন্ধের মান যাচাইবাছাই বেতিরেকে বারবার বাঁধাপ্রদান নিবন্ধ তৈরিতে অসহায়ক বলে মনে করছি। আশা করি প্রশাসকগন নিবন্ধটি সুবিবেচনা করবেন। --শামসুল আহসান (আলাপ) ১৪:২১, ৩ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@শামসুল আহসান: এখানে আপনি মিথ্যে কথা বলছেন। কেন "মিথ্যে", তার ব্যাখা -
১. ব্যবহারকারী:ফরিদুল আহসান সৌরভ উইকিপিডিয়ায় যুক্ত হয়েছেন ২১ ঘণ্টা আগে, অপরদিকে ব্যবহারকারী:শামসুল আহসান তথা আপনি উইকিপিডিয়ায় যুক্ত হয়েছেন ২০ ঘণ্টা আগে।


২. ব্যবহারকারী:ফরিদুল আহসান সৌরভ কমন্সউইকিতে নিজের ছবি আপলোড করেছিলেন ইউটিসি সময় ১৭:৫৮-এ, অপরদিকে আপনি উইকিপিডিয়ায় রেজিষ্ট্রেশন করেছেন ইউটিসি সময় ১৮:২৪-এ। অর্থাৎ, ছবি আপলোড করার আরোও ২৬ মিনিট পর আপনি উইকিতে যোগ দিয়েছেন। তো কিভাবে আপনার অনুরোধের আগেই উনি ছবিটি আপলোড করে দিলেন!


৩. নিজের নিবন্ধ নিজে তৈরি করা যায়না/অন্য কারো দ্বারা তৈরি করে নেওয়াও যায়না। যা আপনি করেছেন, এবং এটি একটি নীতিবিরুদ্ধ কাজ। সম্ভবত আপনিই ফরিদুল আহসান সৌরভ, কিংবা উনার সাথে আপনার আর্থিক/জৈবিক সম্পর্ক রয়েছে, যা আমি আগেও বলেছি।


এখানে আমার সমস্ত দলিল পেশ করা হলো, অবশ্যই এখন সঠিক সিদ্ধান্ত প্রশাসকবৃন্দই নেবেন। ~ নাহিয়ান আলাপ ১৪:৩৪, ৩ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@নাহিয়ান: আপনি আমার সাথে ফরিদুল আহসান সৌরভের আর্থিক এবং জৈবিক সম্পর্কের কথা বলে বারবার অবান্তর ব্যাক্তি আক্রমণ করছেন। যা অনাকাঙ্ক্ষিত। আপনার মন্তব্য সত্য যদি ধরি তাহলে আপনি আমাকে বলুন যে আমি কেন ব্যবহারকারী:ফরিদুল আহসান সৌরভ এর ছবি ব্যবহার করতে গেলাম? আমার তো তাহলে এটি করার প্রয়োজনই ছিল না। নিবন্ধের প্রণেতা হিসেবে নিজেই তো আপলোড করতে পারতাম। তাই না? ফরিদুল আহসান সৌরভ নিবন্ধ তৈরি করেনি এটিই তো সত্য নাকি? নিবন্ধের মান বিবেচনা করে প্রশাসকবৃন্দ সঠিক সিদ্ধান্তই নিবেন সে প্রত্যাশা করি। --শামসুল আহসান (আলাপ) ১৪:৫৪, ৩ জুলাই ২০২০ (ইউটিসি)শামসুল আহসান[উত্তর দিন]
@শামসুল আহসান: একই প্রশ্নের উত্তর এখানে রয়েছে। :) ~ নাহিয়ান আলাপ ১৪:৫৪, ৩ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@NahidSultan: ভাই, অ্যাকাউন্টগুলি ট্যাগ করে দেওয়া হবেনা? ~ নাহিয়ান আলাপ ১৭:১৭, ৩ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ব্যবহারকারী পরীক্ষক ও/বা টহল দানকারী প্রশাসকের মন্তব্য[সম্পাদনা]

প্রযুক্তিগত ও সম্পাদনার ধরণ মিলিয়ে দুটি অ্যাকাউন্ট একে অপরের সক নিশ্চিত করা হয়েছে ও বাধা দেয়া হয়েছে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:২৩, ৩ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]