মামোরে নদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Mamoré River থেকে পুনর্নির্দেশিত)
মামোরে নদী
প্রাকৃতিক বৈশিষ্ট্য
মোহনামাদেইরা নদী
 • উচ্চতা
110 একক?
দৈর্ঘ্যপ্রায় ১,৯০০ কিমি
আমাজন অববাহিকার মানচিত্রে মামোরে নদীর অবস্থান (বেগুনী রঙে চিহ্নিত)

মামোরে (স্পেনীয় ভাষায়: Río Mamoré) উত্তর বলিভিয়ার একটি নদী। এটি বেনি নদীর সাথে মিলে আমাজন নদীর অন্যতম প্রধান উপনদী মাদেইরা নদীর জন্ম দিয়েছে। সিয়েররা দে কোচাবাম্বা পর্বতমালার উত্তর ঢালের কয়েকটি পাহাড়ি জলধারা মিলে মামোরে নদীটির জন্ম হয়েছে। উৎস থেকে চাপারে নদীর সাথে মোহনা পর্যন্ত নদীটি চিমোরে নামে পরিচিত। নদীটির মোট দৈর্ঘ্য ১,৯০০ কিলোমিটার, যার মধ্যে ১৬০০ কিলোমিটার নাব্য।