লেনা নদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Lena (river) থেকে পুনর্নির্দেশিত)
লেনা নদী
প্রাকৃতিক বৈশিষ্ট্য
মোহনালাপ্তেভ সাগর
দৈর্ঘ্য৪,৪৭২ কিমি

লেনা (রুশ: Ле́на) রাশিয়ার সাইবেরিয়ার একটি নদী। এটি বৈকাল হ্রদের পশ্চিমাংশে উৎপত্তি লাভ করে প্রথমে উত্তর-পূর্বে এবং পরবর্তীকালে উত্তর দিকে ৪,৪০০ কিলোমিটার প্রবাহিত হয়ে উত্তর মহাসাগরের বাহু লাপ্তেভ সাগরে পতিত হয়েছে। লেনা প্রায় ২৬ লক্ষ বর্গকিলোমিটার এলাকা নদীবিধৌত করেছে। এটি প্রায় ৩৩৮০ কিলোমিটার দৈর্ঘ্য পর্যন্ত নাব্য। ইয়াকুটস্ক এই নদীর উপর অবস্থিত প্রধান বন্দর। বছরের অর্ধেক সময় এই নদী বরফে জমে থাকে।