আন্তর্জাতিক স্কি ফেডারেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(International Ski Federation থেকে পুনর্নির্দেশিত)
আন্তর্জাতিক স্কি ফেডারেশন
Fédération Internationale de Ski
গঠিত২ ফেব্রুয়ারি ১৯২৪
ধরনক্রীড়া সংগঠন
সদরদপ্তরOberhofen am Thunersee, সুইজারল্যান্ড
সদস্যপদ
১২৩ সদস্য
দাপ্তরিক ভাষা
ইংরেজি, ফরাসি, জার্মান, রুশ
Gian-Franco Kasper
ওয়েবসাইটfis-ski.com

আন্তর্জাতিক স্কি ফেডারেশন বিশ্বব্যাপী আন্তর্জাতিক শীতকালীন ক্রীড়ার সর্বোচ্চ পরিচালনা পর্ষদ। এটি ১৯২৪ সালের ২ ফেব্রুয়ারি চেমোনিক্সে প্রতিষ্ঠিত হয়, এর উপর অলিম্পিকের আলপাইন স্কিইং, ক্রস কান্ট্রি স্কিইং, স্কি জাম্পিং, নরডিক কম্বাইন্ড, ফ্রিস্টাইল স্কিইং ও স্নোবোর্ডিং বিভাগের দায়িত্ব পরে। আন্তর্জাতিক প্রতিযোগিতার নিয়মনীতি সেটিংয়ের দায়িত্বও এর উপর বর্তায়। আন্তর্জাতিক স্কি ফেডারেশনের সদস্য সংখ্যা হল ১১৮। এর সদরদপ্তর সুইজারল্যান্ডের অবার্হফেন অ্যাম থানর্স অবস্থিত। এটি বিশ্ব স্কি চ্যাম্পিয়নশিপের ব্যানারে কয়েকটি বিশ্ব চ্যাম্পিয়নশিপের আযোজন করে।[১]

স্কি বিভাগসমূহ[সম্পাদনা]

আন্তর্জাতিক স্কি ফেডারেশন নিন্মোক্ত ক্রীড়া বিভাগসমূহ সংগঠিত করে, বিশ্বকাপ প্রতিযোগিতা ও বিশ্ব চ্যাম্পিয়নশিপসমুহে এগুলো প্রতিদ্বন্দ্বিতা হয়।

Note: The discipline of Biathlon, which combines cross-country skiing and rifle shooting, has its own organisation, the International Biathlon Union (IBU).

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "স্কি চ্যাম্পিয়ন"www.prothom-alo.com। সংগ্রহের তারিখ ২০১৯-০২-২৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]