বিলাতি তুলসী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Hyptis suaveolens থেকে পুনর্নির্দেশিত)

বিলাতি তুলসী
বিলাতি তুলসীর গাছ ও ফুল
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Plantae
বিভাগ: Angiosperms
শ্রেণী: Eudicots
বর্গ: Lamiales
পরিবার: Lamiaceae
গণ: Hyptis
Jacq.
প্রজাতি: H. suaveolens
দ্বিপদী নাম
Hyptis suaveolens
(L.) Poit. ১৮০৬
বিলাতি তুলসী থেকে প্রাপ্ত তেল

বিলাতি তুলসী (বৈজ্ঞানিক নাম: Hyptis suaveolens) হলো এক প্রকার গুল্ম জাতীয় সপুষ্পক উদ্ভিদ। একে “গাঞ্জা তুলসী” ইত্যাদি নামেও ডাকা হয়। এই প্রজাতি ল্যামিয়াসি পরিবারভুক্ত।[১] ইংরেজিতে একে গাঞ্জা তুলসী, আমেরিকান মিন্ট, পিগনাট, স্টিংকিং রজার, বুনো স্পাইকনার্ড, ডার্প টিউলাস বা চ্যান ইত্যাদি নামেও ডাকা হয়। এর আদি নিবাস মধ্য ও দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় অঞ্চল। এটি সাধারণত ১–১.৫ মি (৩.৩–৪.৯ ফু) লম্বা হয়; কখনো কখনো এটি ৩ মি (৯.৮ ফু) পর্যন্ত লম্বা হতে পারে। এর কাণ্ড রোমশ এবং প্রস্থচ্ছেদ বর্গাকার। এর পাতা দ্বি-পার্শ্বীয়, ২–১০ সেমি (০.৭৯–৩.৯৪ ইঞ্চি) লম্বা, কিনারা অগভীর খাঁজকাটা। পাতা থেঁতলানো হলে তীব্র গন্ধ বের হয়। এর ফুল গুচ্ছাকার, রং বেগুনি বা গোলাপি।[২]

ব্যবহার[সম্পাদনা]

বিলাতি তুলসী কীটনাশক হিসেবে ব্যবহার করা যায়।[৩][৪]

বিলাতি তুলসীর বীজ পানিতে ভিজিয়ে রেখে শরবত তৈরি করে খাওয়া হয়। এতে লেবুর রস ও চিনি মিশিয়ে স্বাদ বাড়ানো যেতে পারে। ভেষজ চিকিৎসায় এটি ডায়ারিয়া রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। এটি রক্তবর্ধক, রক্ত পরিষ্কার ও শরীরের শক্তিবর্ধকের কাজ করে।

বিলাতি তুলসী গাছের বিভিন্ন অংশে বিটা-ক্যারিয়োফাইলিন, সাইনিয়ল, টার্পিনল, আলফা-বার্গামোটিন, সাবিনিন, মেন্থল, এল-সাবিনিন, ডি-লিমোনিম ও আজুলেনিক সেসকুইটার্পিন নামক রাসায়নিক উপাদান পাওয়া যায়। বিলাতি তুলসী গাছ পেটের ব্যথায় কার্মিনেটিভ হিসেবে ব্যবহৃত হয়। এর পাতার রস ক্যান্সার, টিউমার, রিউমেটিসমে ব্যবহৃত হয়।

চিত্রশালা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Ann. Mus. Natl. Hist. Nat. vii. (1806) 472. t. 29. f. 2. (IK)
  2. "Weeds of Australia Factsheet — Hyptis suaveolens"। ২২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৪ 
  3. অ্যাডা, সাইরিলে; অ্যাটাচি, পিয়েরে; হেল, কার্স্টিন; টামো, ম্যানুয়েল (২২ মার্চ ২০১১)। "Potential use of the Bushmint, Hyptis suaveolens, for the Control of Infestation by the Pink Stalk Borer, Sesamia calamistis on Maize in Southern Benin, West Africa"জার্নাল অব ইনসেক্ট সায়েন্স১১আইএসএসএন 1536-2442ডিওআই:10.1673/031.011.0133পিএমআইডি 21529259পিএমসি 3281326অবাধে প্রবেশযোগ্য 
  4. কন্টি, বার্বারা; কানালে, অ্যাঞ্জেলো; কিয়োনি, পিয়ের লুইজি; ফ্লামিনি, গুইদো; রিফিচি, আলেদান্দ্রো। "Hyptis suaveolens and Hyptis spicigera (Lamiaceae) essential oils: qualitative analysis, contact toxicity and repellent activity against Sitophilus granarius (L.) (Coleoptera: Dryophthoridae)"জার্নাল অব পেস্ট সায়েন্স (ইংরেজি ভাষায়)। ৮৪ (২): ২১৯–২২৮। আইএসএসএন 1612-4758 

বহিঃসংযোগ[সম্পাদনা]