সিএনএন
কেবল নিউজ নেটওয়ার্ক | |
---|---|
উদ্বোধন | জুন ১, ১৯৮০ |
মালিকানা | টার্নার ব্রডকাস্টিং সিস্টেম, ইনকর্পোরেট (টাইম ওয়ার্নার কোম্পানী |
চিত্রের বিন্যাস | ৪৮০আই (এসডিটিভি)/১৬:৯ লেটারবক্স) ১০৮০আই (এইচডিটিভি) |
স্লোগান | 'দি ওয়ার্ল্ডওয়াইড লিডার ইন নিউজ' সিএনএন = পলিটিক্স 'দ্য বেস্ট পলিটিক্যাল টিম অন টেলিভিশন' সিএনএন = মানি 'গো বিয়োন্ড বর্ডারস্' |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
প্রচারের স্থান | মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা |
প্রধান কার্যালয় | সিএনএন সেন্টার আটলান্টা, জর্জিয়া, যুক্তরাষ্ট্র |
ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | সিএনএন ইন্টারন্যাশনাল সিএনএন-আইবিএন সিএনএন এয়ারপোর্ট নেটওয়ার্ক সিএনএন টার্ক সিএনএন এন ইস্পাওল এইচএলএন (টিভি চ্যানেল) সিএনএন চিলি টিএনটি চ্যানেল টার্নার ক্লাসিক মুভিজ কার্টুন নেটওয়ার্ক বুমেরাং টিভি চ্যানেল ট্রুটিভি টিবিএস চ্যানেল |
ওয়েবসাইট | cnn.com |
প্রাপ্তিস্থান | |
কৃত্রিম উপগ্রহ | |
কৃত্রিম উপগ্রহ রেডিও | |
সাইরাস স্যাটেলাইট রেডিও | চ্যানেল ১৩২ |
এক্সএম স্যাটেলাইট রেডিও | চ্যানেল ১২২ |
আইপিটিভি |
কেবল নিউজ নেটওয়ার্ক , যা এর আদ্যাক্ষর সিএনএন (CNN) নামে বেশি পরিচিত, একটি মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল। এটি সংবাদ ও সংবাদের বিশ্লেষণ সম্প্রচার করে থাকে। ২৪ ঘণ্টা ধরে এটি সংবাদ পরিবেশন করে থাকে। ১৯৮০ সালে টেড টার্নার এটি প্রতিষ্ঠা করেন।[১][২] যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে এর প্রধান কার্যালয় অবস্থিত। ১৯৯০ সালের প্রথম উপসাগরীয় যুদ্ধের সময় বাগদাদ হতে সরাসরি সংবাদ সম্প্রচারের জন্য সিএনএন বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করে।
ইতিহাস
[সম্পাদনা]১ জুন ১৯৮০ সালে মার্কিন স্থানীয় সময় বিকেল ৫.০০ টায় সিএনএন সম্প্রচার কার্যক্রম শুরু করে।[৩]
বাংলাদেশে সিএনএন
[সম্পাদনা]জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশ্বব্যাপী বাংলাদেশকে তুলে ধরবে যুক্তরাষ্ট্র ভিত্তিক টেলিভিশন চ্যানেল ক্যাবল নিউজ নেটওয়ার্ক সিএনএন। চুক্তির মাধ্যমে বিশ্বব্যাপী জনপ্রিয় চ্যানেলটি বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের অভূতপূর্ব সাফল্যের প্রামাণ্য চিত্র প্রদর্শন করবে। এছাড়াও করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় বাংলাদেশের সাফল্য, উন্নয়নশীল দেশের তালিকায় উন্নীত, উল্লেখযোগ্য পরিমাণে রেমিটেন্স অর্জন ও অন্যান্য বিষয় অডিও ভিজ্যুয়ালের মাধ্যমে প্রচার করবে সিএনএন। সংশ্লিষ্ট শিল্প ও সেবাখাতগুলো প্রচারণা কার্যক্রমের অর্থায়ন করবে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য ইনস্টিটিউট তদারকি করবে।[৪][৫][৬][৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Reese Schonfeld Bio. (January 29, 2001)"। ১৩ মে ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৬।
- ↑ "Charles Bierbauer, CNN senior Washington correspondent, discusses his 19-year career at CNN. (May 8, 2000)" (ইংরেজি ভাষায়)। Cnn.com। সেপ্টেম্বর ২৯, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ১২, ২০১৩।
- ↑ Barkin, Steve Michael; Sharpe, M.E. (২০০৩)। American Television News: The Media Marketplace and the Public Interest।
- ↑ "উন্নয়নের প্রচার চালাতে সিএনএনের সঙ্গে চুক্তি করছে সরকার"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১২।
- ↑ Rana, Sohel (২০২১-০৩-১১)। "উন্নয়নের প্রচার চালাতে সিএনএনের সঙ্গে চুক্তি করছে সরকার" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১২।
- ↑ "উন্নয়ন প্রচারে সিএনএনের সঙ্গে চুক্তি করবে সরকার - Bhorer Kagoj"। www.bhorerkagoj.com। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বৈশ্বিক ব্র্যান্ডিংয়ে সিএনএনআইসির সঙ্গে চুক্তি করছে বাংলাদেশ"। দ্য ডেইলি স্টার Bangla। ২০২১-০৩-১১। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১২।